TrK & Koni

TrK & Koni This is ' MotaMuti Couple Trk & Koni ' page. We love spending time with friends, traveling, and eating. We are trying to making videos & youtubing.

We want to share our vlogs, travel vlogs, cooking videos, lifestyle videos, and everything about us.

সহযোগিতার আবেদন (ছোট ভাইয়ের বন্ধু)তাহসিন, একটা ফুলের নাম। মা বাবা দুইজনকেই হারায় সে ছোটবেলায়, একজন এতিম। আপন বলতে শুধু ...
01/10/2025

সহযোগিতার আবেদন (ছোট ভাইয়ের বন্ধু)
তাহসিন, একটা ফুলের নাম। মা বাবা দুইজনকেই হারায় সে ছোটবেলায়, একজন এতিম। আপন বলতে শুধু স্ত্রী, আর ২ বছরের একটা শিশু। বিয়ের প্রথম বছরেই দুটি কিডনি বিকল হওয়ার খবর মাথার উপর বাজের মতো পড়ে। চাকরি ছেড়ে দিতে হয়। সহযোগিতার জন্য কোন আত্মীয় স্বজন নেই।
কিডনি নষ্ট হয়ে যাওয়ায় প্রতি সপ্তাহে দুইবার করে ডায়ালাইসিস করতে হয় আর মাসে অন্তত একবার রক্ত দিতে হয়। তাছাড়াও আছে মেডিসিন খরচ আর পরিবারের ভরণপোষণ। সব মিলিয়ে একজন অসুস্থ বেকারের জন্য বেচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে।

দুটি কিডনি বিকল হয়েও শিশুটির চোখের দিকে তাকিয়ে সে বাঁচতে চায় ❤️ এই পৃথিবীতে, বেঁচে থাকার জন্য আকুতি আবেদন জানিয়েছে আপনাদের কাছ।
তাহসিনের বাড়ি চট্টগ্রাম জেলার, পাঁলাইশ থানা শুলোকবহর, চৌধুরী বাড়িতে।
এতিম হওয়ার কারনে এই ব্যায়বহুল চিকিৎসা তাহসিনের পক্ষে অসম্ভব।
তরুন তাহসিনের চোখের দিকে তাকলেই বোঝাযায় যে তার নিরব দৃষ্টি দিয়ে সবাই কে সাহায্যের জন্য বার বার ইশারা দিচ্ছে। তাহসিনকে সাহায্য করতে তার পারসোনাল
অনুগ্রহ করে যতটুকু সম্ভব হয় তাকে সহযোগিতা করুন।

31/05/2025

বিকেল বেলার অসাধারণ সুন্দর সমুদ্র
কলাতলী বিচ কক্সবাজার

30/05/2025

Aariz with his papa

শাণ্ডা ও গুইসাপ: পরিচয়, পার্থক্য এবং এ সংক্রান্ত শরিয়তের বিধি-বিধান প্রশ্ন: শাণ্ডা ও গুইসাপ কি এক‌ই প্রাণী? ইসলামের দৃ...
17/05/2025

শাণ্ডা ও গুইসাপ: পরিচয়, পার্থক্য এবং এ সংক্রান্ত শরিয়তের বিধি-বিধান

প্রশ্ন: শাণ্ডা ও গুইসাপ কি এক‌ই প্রাণী? ইসলামের দৃষ্টিতে এই প্রাণীগুলো খাওয়া কী হালাল নাকি হারাম? দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। কারণ ফেসবুকে এই বিষয়টি নিয়ে বর্তমানে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন।

উত্তর:

শাণ্ঠা (الضب, ইংরেজিতে Spiny-tailed lizard) এবং গুইসাপ (ইংরেজিতে Monitor lizard)—এই দুটি প্রাণী দেখতে কিছুটা মিল থাকলেও প্রকৃতি, বসবাস ও ইসলামি শরিয়তের দৃষ্টিকোণ থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে।

নিম্নে অতি সংক্ষেপে সেগুলো তুলে ধরা হলো:

◈ ১. শাণ্ঠা (الضب):

বৈজ্ঞানিক নাম: Uromastyx spp.

▪️পরিচয়:
- এটি মরুভূমির শুষ্ক এলাকায় বসবাস করে।
- শরীর মোটা ও লেজে কাঁটার মতো স্পাইক থাকে।
- সাধারণত গাছপালা, বীজ ও ঘাস খায় (শাকাহারী)।

▪️হুকুম:

শাণ্ঠা খাওয়া হালাল। সুতরাং যার রুচি হয় সে খেতে পারে। কিন্তু কারো রুচি না হলে সে হাওয়া থেকে বিরত থাকবে।

▪️শাণ্ঠা বা الضب সম্পর্কে সহিহ হাদিস:

ইবন আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন,

«دخلت أنا وخالد بن الوليد مع رسول الله صلى الله عليه وسلم بيت ميمونة، فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إلَيْهِ رَسُولُ الله صلى الله عليه وسلم بِيَدِهِ، فقال بعض النِّسْوَةِ في بيت ميمونة: أخبروا رسول الله بما يريد أن يأكل، فرفع رسول الله صلى الله عليه وسلم يده، فقلت: أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ الله؟ قَالَ: لا، وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي، فَأَجِدُنِي أَعَافُهُ، قال خالد: فَاجْتَرَرْتُهُ، فَأَكَلْتُهُ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَنْظُرُ» [متفق عليه]

“আমি ও খালিদ ইবন ওয়ালিদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে মায়মূনা (রাদিয়াল্লাহু আনহা)-এর ঘরে প্রবেশ করলাম।
তখন আমাদের সামনে একপ্রকার পুড়িয়ে রান্না করা শাণ্ঠা (ضبّ) পেশ করা হলো।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খাওয়ার জন্য হাত বাড়ালেন।
তখন মায়মুনার ঘরের কোনো একজন নারী বললেন, ‘রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানিয়ে দিন তিনি যা খেতে যাচ্ছেন, সেটি কী!’
এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত সরিয়ে নিলেন।
আমি (ইবন আব্বাস রা.) বললাম: ‘হে আল্লাহর রসুল! এটি কি হারাম?’
তিনি বললেন: 'না, তবে এটা আমার জাতির অঞ্চলে ছিল না। তাই আমার নিকট তা রুচিকর নয়।

খালিদ (রাদিয়াল্লাহু আনহু) বললেন:

‘তখন আমি সেটিকে টেনে নিলাম এবং খেতে লাগলাম আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকিয়ে ছিলেন।’
— [সহিহ, মুতাফাকুন আলাইহি: সহিহ বুখারি: ৫৩৮১, সহিহ মুসলিম: ১৯৪৬]

▪️এই হাদিসের শিক্ষা:

এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে, শাণ্ঠা (ضبّ) খাওয়া হারাম নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে খেতে অপছন্দ করেছেন। কিন্তু নিষেধ করেননি।
সাহাবি খালিদ (রা.) তা খেয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বাঁধা দেননি।
এটি একটি গুরুত্বপূর্ণ দলিল শাণ্ঠা হালাল হওয়ার পক্ষে।

▪️শাণ্ডা খাওয়ার ব্যাপারে কি হাদিসে কোন নিষেধাজ্ঞা এসেছে?

এ ব্যাপারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইমাম আব্দুল আজিজ বিন বাজ বলেন,
ما ورد في النهي فهو ضعيف، والصواب أنه حلال كما ثبت في الصحيحين
“যা নিষেধ সম্পর্কে বর্ণিত হয়েছে (যেমন: সুনানে আবু দাউদে পাণ্ডা খাওয়া নিষেধ হওয়া প্রসঙ্গে একটি হাদিস উল্লেখিত হয়েছে) তা দুর্বল (ضعيف)।
এবং সঠিক কথা হলো—এটি হালাল, যেমন সহিহ বুখারি ও মুসলিমে প্রমাণিত।”

◈ ২. গুইসাপ (Monitor Lizard)

- বৈজ্ঞানিক নাম: Varanus spp.
- নদী, বন বা জলাশয়ের আশেপাশে বাস করে।
- শরীর দীর্ঘ ও চঞ্চল; দাঁত ও নখ ধারালো।
- এটি মাংসাশী; মৃতপ্রাণী, সাপ, ব্যাঙ ইত্যাদি খায়।

▪️হুকুম:

গুইসাপ সম্পর্কে সরাসরি হাদিস না থাকলেও এটি একধরনের শিকারি ও নাপাক প্রাণী হিসেবে ধরা হয়।
খাদ্যে হালাল হারাম সম্পর্কিত উক্ত মূলনীতির আলোকে সম্মানিত ফকিহ ও ইসলামি স্কলারগণ একে হারাম বলেছেন।

▪️উল্লেখ্য যে, আমাদের দেশে হাদিস অনুবাদ কারীদের কেউ কেউ আরবি الضب শব্দের অর্থ লিখেছেন, গুইসাপ। যার কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ‌অথচ এটি মারাত্মক ভুল। الضب অর্থ গুইসাপ নয় বরং শাণ্ডা। আর এই দুইটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে যেমনটি আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি।
আল্লাহু আলম-আল্লাহই সর্বজ্ঞ।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

07/05/2025

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণ বাদে যা আছে মায়ের জন্য। 😭

চট্টগ্রামের চাঁন্দগাও র‍্যাব কার্যালয় থেকে সিনিয়র এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছ। তিনি র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজের ব্যবহৃত রিভালভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণ বাদে যা আছে মায়ের জন্য। 😭চট্টগ্রামের চাঁন্দগাও র‍্যাব কার্যালয় থেকে সিনিয়র এএসপি পল...
07/05/2025

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, স্বর্ণ বাদে যা আছে মায়ের জন্য। 😭

চট্টগ্রামের চাঁন্দগাও র‍্যাব কার্যালয় থেকে সিনিয়র এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছ। তিনি র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজের ব্যবহৃত রিভালভার দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

১২ বছর স্কুল২ বছর কলেজ৬ বছর বিশ্ববিদ্যালয়৩ বছর চাকরি শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য...... 🤪🤪🤪
05/05/2025

১২ বছর স্কুল
২ বছর কলেজ
৬ বছর বিশ্ববিদ্যালয়
৩ বছর চাকরি
শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য...... 🤪🤪🤪

04/05/2025

ছোট বাচ্চাদের বাবা মা রা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন....

সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ.......
02/05/2025

সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ.......

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when TrK & Koni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TrK & Koni:

Share