Rijbi.02

Rijbi.02 -পোস্ট ভালো লাগলে শেয়ার করুন 🙋‍♂️

আজ  আমার রুমে কে যেন দরজা ভেঙ্গে ঢুকে আমার Mobile phone,Taka নিয়ে গেছে 😭😭কিন্তু দুর্ভাগ্যবশত!!!!! বেচারা তার মোবাইল টি ট...
13/05/2025

আজ আমার রুমে কে যেন দরজা ভেঙ্গে ঢুকে আমার Mobile phone,Taka নিয়ে গেছে 😭😭
কিন্তু দুর্ভাগ্যবশত!!!!! বেচারা তার মোবাইল টি টেবিলের উপরে রেখে গেছে 🤣এতো কষ্টের মধ্যেও হাসছি। কারণ, আমি জানি সে কে! 🙄🙄
কিন্তু লজ্জায় কিছু বলতেও পারছি না! 😪
আমি তার ফেসবুক আইডির লিঙ্ক সহ দিলাম।
সবাই লিংকে ক্লিক করবেন!
মাথায় আকাশ ভেঙে পড়তে পারে😫

https://www.facebook.com/profile.php

01/05/2025

Sxy মানে কি বলবেন প্লিজ-? 🫨

28/04/2025

যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয় 😉

27/04/2025

Ex বলেছিল!তুমি আমার মতো আর কাউকে পাবেনা!পরে ওর নাম দিয়ে Search দিছি ৬৭২ জন পাইছি!🙂

26/04/2025

যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোসনা,তার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেম পাওয়া হলোনা। জগৎকুল নাম দিল তার প্রেমিকা 💔

তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি- তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালবাসিনি-

কিন্তু সে হয়নি আমার অর্ধাঙ্গিনী,আহ কি ছিল তার মহিমা,সেতো হারাইনি বরং আমি হারিয়েছি আমায়💔

সে বলেছিল ভালোবেসে পাল্টে দেবো তোমায় বিচ্ছেদের জামানাই- এর বিপরীতে আমার মুখে সিকারেটি আর কবিতা মানায়।

ভালোবেসে হারালাম আমায় - তাকে করা স্পর্শ ক্ষিবরো চুম্বন,লেগে আছে আজও ঠোঁটের কোণে- শুধু নেই নেই সেই প্রেমিকা 💔

কেউ একজন বলেছিল মানুষ চাইলে সব কিছুই করা যায়,তাই আমি চাঁদ সূর্য হতে চাইনি😔

শুধু চেয়েছি তোমায় এক জনম ভালোবেসে যেতে = 😔

26/04/2025

যাদের দো*চা হারাপ তারা দূরে গিয়ে 🖕

21/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বিবাহিতদের এড়িয়ে চলুন! এরা আপনাকে 😅
21/04/2025

বিবাহিতদের এড়িয়ে চলুন! এরা আপনাকে 😅

19/04/2025

-লাস্ট কবে চিন্তা মুক্ত হয়ে ঘুমিয়েছি
মনে নেই!🙂

14/04/2025

🌼💔

10/04/2025

ভালোই হইছে তুমি চইলা গেছো—
থাইকা গেলে ম্যালা ক্ষয়ক্ষতি হইতো। ঘন্টায় ঘন্টায় ফোন কইরা কি করো, কেমন আছো? সারাদিন এইসব খোজখবর নিয়া বাড়াবাড়ি রকম মায়া দেখাইতে হইতো। দুইবেলা ভাতের জায়গায় আমার একবেলা কম খাইলেও চলতো, কিন্তু তোমার লগে একবেলা কথা কম হইলে আমার চলতো না। মনের ভিতর খচখচ করতো, অস্থির অস্থির লাগতো।

ভালোই হইছে তুমি চইলা গেছো—
তুমি থাইকা গেলে আমি কোনোদিনও একলা বাঁচা শিখতাম না। জ্বর হইলে প্যারাসিটেমলের বদলে খুঁজতে হইতো তোমার হাত। তুমি ছাড়া নিজেরে কাছে নিজেরে মনে হইতো ডানা ভাঙা আহত পাখি। খোলা আসমান পাইতাম ঠিকি কিন্তু উড়তে পারতাম না।

তার চাইতে ভালোই হইছে তুমি চইলা গেছো—
তুমি থাইকা গেলে পিরিত কইমা যাইতো। বছরের পর বছর এক পাতিলে, এক বাটিতে পাকখাইয়া যাইতে যাইতে মুখে অরুচি বাধঁতো, তিক্ততা চইলা আসত। তুমিও তো একবেলা ঝগড়া হইলে পরের বেলা ভাবতা ভুল মানুষের লগে থাইকা গেলাম না তো? মনে মনে ঘৃণার পাহাড় বানাইয়া ভিতরে ভিতরে ছটপট কইরা মরতা, কিন্তু কাউরে কইতে পারতা না। খারাপ লাগতো, পালাইতে চাইতা, কিন্তু পরতা না।

সব চইলা যাওয়ার মাঝে যেমন প্রস্থান নাই,
তেমনই সব পাইয়া যাওয়ার মাঝেও অর্জন নাই।

তুমি থাইকা গেলে তোমার পাওয়ার মত স্বল্প আনন্দ পাইতাম ঠিকি, কিন্তু তোমারে না পাওয়ার মতোন এই দীর্ঘ বেদনার আনন্দ কোনোকালেই পাইতাম না।

ভালোই হইছে তুমি চইলা গেছো—
থাইকা গেলে ভালোবাসা কম হইয়্যা যাইতো। তিনবেলা ভাতের জায়গায় একবেলা কম হইলেও আমার চলত, কিন্তু একবেলা ভালোবাসা কম হইলে আমার কোনোকালেই চলত না...

Address

Cox’s Bazar
Chittagong
8585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rijbi.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category