Hasan BP 21

Hasan BP 21 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasan BP 21, Digital creator, Chittagong.

09/08/2025

😭❤️‍🩹😭🫂

😅😭😅🥲🫂.
08/08/2025

😅😭😅🥲🫂.

23/07/2025
22/07/2025

চাইলেই ফ্রি তে পানি দিতে পারতো। কিন্তু দেয়নি, বরং ১/২ বোতল পানির দাম রেখেছে ৬০০ টাকা!

চাইলেই রিকশা, সিএনজি, প্রাইভেট কার গুলা যে যার স্থান থেকে হেল্প করতে পারতো!
তা তো করেইনি, উল্টা ৫০/১০০ টাকা ভাড়ার জায়গায় ১ হাজার টাকা ছাড়া যাবেনা বলেছে!

চাইলেই মোবাইল পকেটে রেখে ওখানকার দগ্ধ শিশুদেরকে দ্রুত হাসপাতালে নিতে পারতো!
তা না করে ওই পোড়া শিশুদের ভিডিও করে আপলোড দিয়েছে!
আবার সেই ভিডিওতে লাগাইসে দুঃখের গান!

এরা একটাও মানুষ না! সব অমানুষ!
সব অমানুষের দল!!!

মানুষ বিপদে পরলে এদের ঈদ লেগে যায়!

মানুষের বিপদে পাশে থাকার বদলে এদের কাছে মূখ্য হয়ে উঠে "এইযে সুযোগ পাইসি, এখন গ-লা-কা-টা দাম নিবো! নিজের পকেট ভরবো!"

এরা জাস্ট অমানুষ!
পশুও এদের চেয়ে ভালো হয়!
অন্তত সমজাতির বিপদে এমন আচরণ করেনা!

আল্লাহ যেন এদেরকেও এমনই কোনো বিপদে ফেলে!
যেন এরাও বুঝে বিপদে পরলে কেমন লাগে!

©Sumaia Sarah

05/07/2025

Highlights

 ’t Compare
13/03/2025

’t Compare

11/03/2025


17/02/2025


02/02/2025



patience
Yourself

09/09/2024

কোনো ব্যাংক দেউলিয়া হলে যত টাকা ফেরত পাবেন গ্রাহক, অবশেষে জানা গেল
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে। তবে তিনি চান কোনো ব্যাংক যেন দেউলিয়া না হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সূত্র :https://smartnewsbd.net/archives/574

09/09/2024

চ্যাম্পিয়ন হয়েও স্বর্ণ জেতা হয়নি ইরানের, রানার্সআপ ভারতের ঘরে গেল সোনা

প্যারালিম্পিকে জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন বেইত সাদেঘ। সোনা জয়ের আনন্দ উদযাপনও করেছেন ইরানের অ্যাথলেট। তবে আচরণবিধি ভঙ্গের দায়ে সাদেঘেরকে ফাইনালে অযোগ্য ঘোষণা করে পদক বাতিল করেছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। তাতে ভাগ্য খুলেছে ভারতের। রানার্সআপ হওয়া নবদ্বীপ সিং জিতেছেন সোনা।

শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত প্যারালিম্পিককে খর্বকায় খেলোয়াড়েরা জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে খেলেন। প্যারিসে ছেলেদের প্রতিযোগিতায় সাদেঘ ৪৭.৬৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। নতুন রেকর্ড নিশ্চিত হতেই বাতাসে হাত ছুড়ে লম্বা দৌড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাদেঘ। এরপর আরবি লেখা সংযুক্ত একটি কালো পতাকা হাতে নেন।

জ্যাভেলিনে আনস্টপেবল উদযাপনকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। পাশাপাশি দেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকাও বহন করা নিষিদ্ধ। দুটি কারণে কার্ড দেখার শঙ্কা থাকে। তবে সাদেঘকে অযোগ্য করার কোনো সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকসের বিবৃতিতে বলা হয়েছে, আচরণবিধি ও নৈতিকতাবিষয়ক ৮.১ ধারা ভঙ্গ করেছেন সাদেঘ।

সাদেঘ ‘অযোগ্য’ ঘোষিত হওয়ায় স্বর্ণ জেতেন ভারতের নবদ্বীপ। ৪৭.৩২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে দ্বিতীয় হয়েছিলেন। প্যারালিম্পিকের এই ইভেন্টে এটি ভারতের প্রথম সোনা।

সূত্রঃ
https://www.channelionline.com/paralympics-iran-india-breach-of-code-of-conduct/

08/09/2024

সংক্ষিপ্ত তালিকায় পুলিশের পোশাকের ৬ রং, ২০ লোগো.....

পুলিশের নতুন পোশাকের জন্য এখন পর্যন্ত ৬টি রং সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এছাড়া ২০টি লোগোও বাছাই করা হয়েছে।

এগুলোর মধ্য থেকে চূড়ান্ত করা হবে পোশাকের রং ও লোগো। তবে হালকা ধূসর (লাইট গ্রে) বা হালকা নীল (লাইট ব্লু) নির্ধারণের সম্ভাবনা বেশি বলে জানা গেছে। সম্প্রতি পুলিশ সদরদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

যা করছে পোশাক পরিবর্তন ও লোগো পরিবর্তন কমিটি
পুলিশের পোশাক পরিবর্তন ও লোগো পরিবর্তনের বিষয়ে গঠিত কমিটি এখন পর্যন্ত তিনটি সভা করেছে। সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছে গত রোববার (১ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরে। সভায় পুলিশের পোশাক পরিবর্তনের ক্ষেত্রে পোশাকের রং কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে আলোচনা করলেও শেষ পর্যন্ত ৬টি রং শর্টলিস্টেড করা হয়েছে। রং চূড়ান্তের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীর পোশাকের রংও। যেন পুলিশের নতুন পোশাকের রং দেশে থাকা অন্য সব বাহিনীর পোশাকের রঙের সঙ্গে যেন না মিলে যায় সেটি দেখা হচ্ছে। এছাড়া অন্য কিছু বিষয় বিবেচনা করে রং চূড়ান্ত করার কাজ চলমান রয়েছে। পুলিশের পোশাকের জন্য বাছাই করা রঙের মধ্যে রয়েছে হালকা নীল, হালকা ধূসর ও হালকা সবুজ। অনেকগুলো ডিজাইনে নীলের মতো বেশ কয়েকটি রং দেখা হয়েছে। রং চূড়ান্ত করার ক্ষেত্রে হালকা রঙের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

পোশাকের কাপড় গুরুত্ব পাচ্ছে
রং চূড়ান্ত হয়ে যাওয়ার পর সেই অনুযায়ী কাপড় বানানো হবে। কাপড় বানানোর পর সেটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানানসই কি না তা পরীক্ষা করা দেখা হবে। সেইসঙ্গে কাপড়ের মানও দেখা হবে। এছাড়া কাপড় পরীক্ষায় নতুন পোশাকের রং বাহিনীর জন্য উপযুক্ত কি না এবং সদস্যরা সেই পোশাক পরে আরামদায়ক অনুভব করছেন কি না এসবও দেখা হবে। পোশাকের রং চূড়ান্ত হওয়ার পর ব্যাজ ডিজাইন করা হবে। পোশাকের রঙের সঙ্গে সমন্বয় রেখে ব্যাজ রং চূড়ান্ত করা হবে।

রং চূড়ান্তের পর ঠিক করা হবে ডিজাইন
যেহেতু পোশাকের রং এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি সেক্ষেত্রে কমিটি এখনই পোশাকের ডিজাইন চূড়ান্ত করতে পারছে না। তবে ইতোমধ্যে পুলিশের পোশাকের জন্য বেশ কয়েকটি ডিজাইন দেখা হয়েছে। এসব ডিজাইন এখনই চূড়ান্ত করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। রং চূড়ান্ত হওয়ার পর ডিজাইন চূড়ান্ত করা হবে।

কেমন হবে পুলিশের লোগো
পুলিশের পোশাক পরিবর্তনের পাশাপাশি বাহিনীর লোগো পরিবর্তনের জন্যও দাবি উঠেছে। লোগো পরিবর্তনের জন্যও কাজ করছে এই কমিটি। কমিটির দ্বিতীয় মিটিংয়ে ৪০টির মতো লোগো নিয়ে আলোচনা হয়। পুলিশের বিভিন্ন পর্যায় থেকে এই ৪০টি লোগো কমিটির কাছে আসে। দ্বিতীয় মিটিংয়ে ৪০ লোগোর মধ্যে ২০টিকে শর্টলিস্ট করা হয়। এর মধ্য থেকে একটি লোগো চূড়ান্ত করা হবে।

যা বলছে সংশ্লিষ্টরা
পোশাক ও লোগো পরিবর্তন কমিটির সদস্য পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম জানান, আমরা চেষ্টা করছি বাংলাদেশের পুলিশের পোশাক ও লোগো যেন আধুনিক ও উন্নত বিশ্বের পুলিশ বাহিনীর মতো হয়। পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে কাজ চলমান রয়েছে। কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। কমিটি নতুন পোশাক ও লোগো চূড়ান্ত করার পর সিনিয়র অফিসারদের দেখানো হবে। এরপর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব কাজ শেষ হতে এক মাসের মতো সময় লাগতে পারে। চূড়ান্ত হওয়ার পর আবার যদি পোশাক ও লোগোর বিষয়ে পরিবর্তনের সুপারিশ আসে, সেগুলো পরিবর্তন করে কাজ শেষ করতে কয়েক মাস সময় লাগতে পারে।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। যত দ্রুত সম্ভব আমরা কমিটিকে প্রতিবেদন দিতে বলেছি। এ বিষয়ে কমিটি একাধিক প্রতিবেদন দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে নতুন পোশাক চূড়ান্ত করে সেটি বাস্তবায়ন করা হবে।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলন চলার সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশ বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগে বিক্ষুব্ধ জনতা থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৪৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়। এরপর বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশি কার্যক্রম, বন্ধ ছিল থানার কার্যক্রমও। পুলিশের ইমেজ ফেরাতে পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রঃ Channel I


Address

Chittagong

Telephone

+8801851667302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan BP 21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan BP 21:

Share