Wanderlust with Bappy Atiqe

Wanderlust with Bappy Atiqe I find peace in travel & nature.I will share the tranquility of my journey with you through this page

09/09/2025

শিক্ষকের সাথে ভদ্রভাবে কথা বলার
শিষ্টাচার নেই,
কিন্তু মুখে বুলি— আমরাই নাকি ছাত্রদের অধিকার আদায় করব! নিজেদের মানুষ হওয়া শিখেন আগে, তারপর অধিকার শেখাবেন 😏😅

06/09/2025

সরকার যদি বিচার চাই,
জনগণ কথাই যাবে
?????

জুলাই ২৪ ছিল এক ঐক্যের দিন 😍তখন সবার হাতে ছিল একটি পতাকালাল সবুজের বাংলাদেশ 🇧🇩কিন্তু আজ দেখি, সেই পতাকার জায়গায় এসেছে বি...
27/08/2025

জুলাই ২৪ ছিল এক ঐক্যের দিন 😍
তখন সবার হাতে ছিল একটি পতাকা
লাল সবুজের বাংলাদেশ 🇧🇩
কিন্তু আজ দেখি,
সেই পতাকার জায়গায় এসেছে বিভাজন,
দলীয় পতাকা নিয়ে চলছে বাহাদুরি।
যারা তখন আরামে ঘুমাচ্ছিল,
আজ তারা হয়ে গেছে বড় বড় নেতা!

🇧🇩 একদিন আবার মানুষ জাগবে,
শুধু বাংলাদেশ নিয়েই… ❤️

কেমনে?
13/08/2025

কেমনে?

উনি যে ইন্ডিয়া প্রডাক্ট এটা জনগণ যানে। এখান উনি নিজে প্রমাণ করলেন।
13/08/2025

উনি যে ইন্ডিয়া প্রডাক্ট এটা জনগণ যানে। এখান উনি নিজে প্রমাণ করলেন।

12/08/2025

একজন ইউএনও অফিসের ক্লার্ক কী করে শহরে পাঁচতলা বাড়ি বানায়? কিভাবে তাঁর মেয়ে ইংরেজি মাধ্যম স্কুলে লেখাপড়া করে? এইসব নিয়ে কেউ প্রশ্ন করে না। বরং সবাই ওই ক্লার্কের মত সরকারি চাকরিই পেতে চায়! কেন চায়?

কারন তাঁরাও ওই কেরানির মত বাড়ি-গাড়ি বানাতে চায়! শ্রীলংকায় আমি বেশ কয়েকবার গিয়েছি। মাস কয়েক আগে আমার তিন বোন এবারই প্রথম গিয়েছে। ফিরে এসে বলেছে

- শ্রীলংকা তো পুরাই বিদেশ-বিদেশ।

আমি বললাম

- শ্রীলংকা তো বিদেশই।
- না মানে আমাদের মত না। কি সুন্দর রাস্তা-ঘাট। সব কিছু নিয়ম মত চলছে। মানুষগুলো কি সুন্দর হেসে-হেসে কথা বলছে। পরিছন্ন একটা দেশ।

অথচ চিন্তা করে দেখুন- এই শ্রীলংকাই বছর দুয়েক আগে দেউলিয়া হয়ে গিয়েছিল স্রেফ ওদের সরকারের কারনে। এরপর একটা বিপ্লব হলো। শ্রীলংকা মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে এক বছরের মাঝেই। আর আমরা?

কারন আর কিছুই না। শ্রীলংকায় কেবল একটা সরকার খারাপ হয়ে গিয়েছিল। কেবল ওই সরকাটাই ছিল চোর। কিন্তু দেশটার মানুষ ঠিক ছিল। আর আমাদের?

সরকারগুলো সব সময়ই চোর ছিল। এবারের বিপ্লবের পর আমরা বুঝতে পারলাম - এই দেশটার সাধারণ জনগণ হচ্ছে ডাকাত!

যখন একটা রাষ্ট্রের সরকার হয় চোর, আর জনগণ হয় ডাকাত! সেই রাষ্ট্র অন্ধকারে থাকবে, এটাই তো স্বাভাবিক।

collected

মা ❤️💔
06/08/2025

মা ❤️💔

05/08/2025

৩৬ জুলাই উদযাপন

র মুক্ত বাংলাদেশ চাই🇧🇩
04/08/2025

র মুক্ত বাংলাদেশ চাই🇧🇩

আয় করবে এই দেশে ব্যয় করবে বিদেশে।
26/07/2025

আয় করবে এই দেশে ব্যয় করবে বিদেশে।

ভাইয়ের চোখ তো বের হয়ে যাচ্ছে।
08/03/2025

ভাইয়ের চোখ তো বের হয়ে যাচ্ছে।

Address

Chittagong
4218

Alerts

Be the first to know and let us send you an email when Wanderlust with Bappy Atiqe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wanderlust with Bappy Atiqe:

Share

Category