রকমারি

রকমারি অর্গানিক হেয়ার কেয়ার | হ্যান্ডমেড পেইন্টিং | ইকো-ফ্রেন্ডলি সুপারি প্লেট – আপনার দৈনন্দিন জীবনে সুন্দরতার সংযোজন ✨✨

04/11/2025

Available Now ✅
#সুপারি_পাতার_প্লেট
যেকোনো শেইপ এবং সাইজ পাওয়া যাবে 🌻

02/09/2025


বৃষ্টি থেমে গেলে, ভিজা ছাতাটা আমরা বাইরে রাখি।কারণ সেটা ভেজা। ঘরের ভেতরে আনলে floor ভিজে যাবে। অসুবিধা হবে।কিন্তু ছাতাটা...
06/08/2025

বৃষ্টি থেমে গেলে, ভিজা ছাতাটা আমরা বাইরে রাখি।
কারণ সেটা ভেজা। ঘরের ভেতরে আনলে floor ভিজে যাবে। অসুবিধা হবে।

কিন্তু ছাতাটা বৃষ্টিতে আপনাকে ভিজতে দেয়নি।

— আপনিও কি সেই ছাতার মতো সবাইকে শুধু দিয়েই যাচ্ছেন ?

Don’t be that umbrella.
যাকে শুধু কষ্টের সময়ে মনে পড়ে,
আর ভালো দিনে ভুলে যায়।

ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক—সব কিছু একতরফা হলে সেটা হয়ে যায় ব্যবহার । আপনার মূল্যায়ন যদি কেও না করতে পারে তার থেকে দূরে সরে যাওয়া সবচেয়ে উত্তম।

মনে রাখবেন নিজেকে এমন কারো জন্য খরচ করবেন না,
যে আপনাকে শুধু প্রয়োজনের সময় মনে রাখে।

You deserve to be valued,
not Used !!

18/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

মাস্টার্স এর 'ব্যবসায় গবেষণা' বই পড়তে গিয়ে চিল্লান দিলাম, "আল্লাহ্ এত কঠিন কেন পড়া?"পেছন থেকে ক্লাস ওয়ানে পড়া আমার পুঁ...
13/06/2025

মাস্টার্স এর 'ব্যবসায় গবেষণা' বই পড়তে গিয়ে চিল্লান দিলাম, "আল্লাহ্ এত কঠিন কেন পড়া?"
পেছন থেকে ক্লাস ওয়ানে পড়া আমার পুঁচকে টা বলতেছে, "এইবার বুঝ এখনই এত কঠিন, এরপর যখন ওয়ানে উঠবা তখন দেখবা আরো কঠিন। ভালো করে পড় মাম্মি " 😵‍💫

ফুলেরা কিছু বলে না, তবু প্রকৃতির সবচেয়ে মধুর বার্তাটা ওরাই পৌঁছে দেয় 🌸🌸
12/06/2025

ফুলেরা কিছু বলে না, তবু প্রকৃতির সবচেয়ে মধুর বার্তাটা ওরাই পৌঁছে দেয় 🌸🌸

জীবনে কিছু স্বপ্ন থাকে যা আমাদের ঘুমাতে দেয় না, অথচ বাস্তবতা এমন কঠিন শিক্ষক যে প্রতিটি স্বপ্নকে সে পরিণত করে কঠিন পরীক...
10/06/2025

জীবনে কিছু স্বপ্ন থাকে যা আমাদের ঘুমাতে দেয় না, অথচ বাস্তবতা এমন কঠিন শিক্ষক যে প্রতিটি স্বপ্নকে সে পরিণত করে কঠিন পরীক্ষা আর দীর্ঘ অপেক্ষায়।
সবার উচিত এই কঠিন পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার আপ্রাণ চেষ্টা করা
🌻🌻🌻





আমার ছাদ বাগানের প্রধান আকর্ষণ এই বিকুইনহো মরিচ 🌿এটি একটি বিখ্যাত ব্রাজিলিয়ান বিকুইনহো চিলি, যার ডাকনাম "ছোট চঞ্চু" এর ...
10/06/2025

আমার ছাদ বাগানের প্রধান আকর্ষণ এই বিকুইনহো মরিচ 🌿

এটি একটি বিখ্যাত ব্রাজিলিয়ান বিকুইনহো চিলি, যার ডাকনাম "ছোট চঞ্চু" এর সুন্দর ড্রপ আকৃতিকে বোঝায়।
এই মরিচ সুগন্ধির জন্যে খুবই বিখ্যাত। এই ফলপ্রসূ এবং খুব শোভাময় মরিচ বিভিন্নতার উপর নির্ভর করে লাল বা হলুদ ফল দেয়। আমার টি হলুদ।

বিকুইনহো চিলি মরিচগুলি দক্ষিণ আমেরিকার স্থানীয়, প্রাথমিকভাবে ব্রাজিলে নথিভুক্ত করা হয়েছিল এবং বিশ্বাস করা হয় যে ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে প্রথম চাষ করা হয়েছিল। সেখানকার স্থানীয় জনগণ রান্নায় আচার তৈরিতে বিভিন্ন স্ন্যাকস এবং তরকারিতে স্বাদ বাড়াতে ব্যাবহার করে থাকেন কারন এই মরিচের সুঘ্রাণ সবকিছুর স্বাদ বাড়িয়ে দিয়ে থাকে।

#বিকুইনহো

07/06/2025

বন্ধু খাতা 🍂

#বন্ধুখাতা ゚viralシ

Address

Agrabad
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when রকমারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রকমারি:

Share