29/08/2025
মধু (Honey) শুধু মিষ্টি খাবারই নয়, এটি একটি প্রাকৃতিক ঔষধও বটে।
🍯 মধুর উপকারিতা
★ শক্তি জোগায় – প্রাকৃতিক চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) থাকার কারণে দ্রুত শক্তি সরবরাহ করে।
★ হজমে সহায়তা করে – কোষ্ঠকাঠিন্য কমায়, হজমশক্তি বাড়ায় এবং অম্লতা কমাতে সাহায্য করে।
★ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – জীবাণুনাশক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, সর্দি-কাশি কমাতে কার্যকর।
★ গলা ব্যথা ও কাশি কমায় – গরম পানি বা লেবুর সঙ্গে মধু কাশি ও গলা ব্যথা কমাতে খুব উপকারী।
★ ত্বক ও চুলের যত্নে – ত্বক মসৃণ করে, ব্রণ কমায় এবং চুলকে পুষ্টি জোগায়।
----------
🍯খাঁটি মধু কিনতে চাইলে কমেন্টে👇 অথবা ইনবক্সে মেসেজ পাঠিয়ে দেন
# দেশি স্বাদ বাজার