
24/07/2025
উমরাহ টিকেটের ক্লাস নির্ধারণ করে সিন্ডিকেট তৈরি করে মুল্য বৃদ্ধি, ভিসায় মুল্য বৃদ্ধি, হোটেল নির্ধারিত এবং মূল্যবৃদ্ধি, এ সব মিলে আগামীর উমরাহ পালন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ওমরা টিকেট বাংলাদেশ বিমানে ৯৭ হাজার,ইউএস বাংলা ৮৫-৯৫ হাজার, থার্ড ক্যারিয়ার ৮০-৯০ হাজার টাকা,দেখার কেউ নেই!
সামনে ১ লক্ষ ৫০ হাজারের নিচে কোনভাবেই উমরাহর প্যাকেজ করা সম্ভব না। যারা এর কমে নিতে চাইবেন তাদের সার্ভিস অবশ্যই প্রশ্নবিদ্ধ। বাঙালি সব জায়গায় সস্তা
খোঁজ করতে গিয়া শেষে "আম ছালা" সব যায়।সব জায়গায় খরচ করতে কৃপণতা করতে নাই।এর খেশারত কিন্ত আপনাকে ই বহন করতে হবে।