MD NEJAM UDDIN

MD NEJAM UDDIN যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!।

14/08/2025

এইজন্যই ১৫ বছর আগে থেকে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি পাঙ্গাস আর মাগুর

14/08/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা মিটিং আয়ো...
24/09/2024

শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা মিটিং আয়োজন করা যায়। আমেরিকা সফরে এসে সাদা চামড়ার কারো সাথে মিটিংয়ের একটা ছবি সংবাদপত্রে প্রকাশ নাহলে কি মান ইজ্জত থাকে? তার পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন হাসিনার ইংল্যান্ড ও আমেরিকা সফরের আগে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে মিটিং অনুরোধ করে ইমেইল করেছিলেন কিন্তু কেউ উত্তরই দেয়নি। ভারতে হাসিনা আর পুতুলের সাথে বাইডেন হলওয়ে তে সেলফি তুলেছিলেন এটা নিয়ে দেশে দুই সপ্তাহ ধরে ক্লাস ফাইভের ছেলেমেয়েদের মতো হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃত্বের হাস্যকর উচ্ছ্বাস নিশ্চয়ই সবার মনে আছে!

Dr Yunus এর ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে bilateral মিটিং করবেন:

১) আমেরিকান প্রেসিডেন্ট Biden
২) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী Blinken
৩) জাতিসংঘের মহাসচিব
৪) জাতিসংঘের মানবাধিকার প্রধান
৫) ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট
৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
৭) USAID administrator
৮) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী
১০) নেপালের প্রধানমন্ত্রী
১১) ইতালির প্রেসিডেন্ট
১২) কুয়েতের crown prince
১৩) চীনের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা গত ৫ বছরে এত্তজন হাই প্রোফাইল foreign dignitaries দের সাথে meeting করেছেন বলে মনে হয়না!

Dr Yunus এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অনুযোগ অভিযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে। উনি ৮৪ বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তার পাওয়ার কিছুই নাই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা তার সব আছে। আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাঁকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবেনা!

আমার দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধাণ একজন নোবেল laureate। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে Dr Yunus যখন বক্তৃতা দিতে দাঁড়াবেন, টিভির পর্দায় চোখ রাখুন; আমার বিশ্বাস যে সারা পৃথিবীর সরকার প্রধানরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে হাত তালি দিয়ে উনাকে সম্মান জানাবে। আমার দেশ, আপনি, আমি আমরা সবাই এই অনন্য সম্মানের অংশীদার। শেয়ার এবং লাইক কমেন্ট করে সবাইকে দেখার অনুরোধ রইল

05/06/2024
30/01/2024

যতই ভালোবাসার দেন একটু কম হলে ভালোবাসার মানুষ গুলো আর আগের মতো ভালোবাসা দেখাই না অন্য রকম আচরণ করে

কখনো কারো থেকে কোনো কিছু কিনতে গেলে বিক্রেতার হাতে আপনার ভাগ্য ছেড়ে দিবেন না, বলবেন না যে ভাই যেটা ভালো মনে  করেন সেটা দ...
19/12/2023

কখনো কারো থেকে কোনো কিছু কিনতে গেলে বিক্রেতার হাতে আপনার ভাগ্য ছেড়ে দিবেন না, বলবেন না যে ভাই যেটা ভালো মনে করেন সেটা দিন। বিক্রেতা কখনোই আপনাকে ভালোটা দিবে না, কারণ এটা মুহাম্মাদ সাঃ এর যুগ না এটা ওমরের ( রা ) শাসনামলের যুগ না এটা উসমানীয় খেলাফতের যুগ না। এই যুগ হলো অনেকটা আইয়্যামে জাহিলিয়াতের যুগ, এখানে নিজের ভালোটা নিজেরই বুঝে নিতে হয়। নিজের ভালো মন্দ বা ভাগ্য অন্যের হাতে ছেড়ে দিলেন তো বাঁশ খেলেন।

জীবনের প্রথম দুইটা নতুন অভিজ্ঞতা আমার হিরোর
22/04/2023

জীবনের প্রথম দুইটা নতুন অভিজ্ঞতা আমার হিরোর

Address

Chittagong
4330

Alerts

Be the first to know and let us send you an email when MD NEJAM UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD NEJAM UDDIN:

Share