Mercy

Mercy Alhamdulillah- � Chittagong, Bangladesh

31/03/2024

তারাবি পড়ানোর জন্যে হাফিজ সাহেব যখন ইমামের আসনে দাঁড়ালেন আমি উনাকে দেখে বিস্মিত হলাম। বাচ্চা ছেলে একটা। কৈশরের ছাপ এখনো ছেলেটার মুখ থেকে পুরোপুরি মুছে যায়নি। মনে মনে বললাম, মাশাল্লাহ!

সুরা ফাতিহার পর ছেলেটা যখন আলিফ লাম মিম দিয়ে খতম তারাবি শুরু করলো আমি আমার পাশে দাঁড়ানো ভদ্রলোকের হেচকির শব্দ শুনতে পেলাম।

বুঝতে পারলাম উনি কাঁদছেন। যে ছেলেটা নামাজ পড়াচ্ছে উনি তাঁর বাবা। সন্তানের পেছনে তারাবি পড়ার আবেগ উনাকে ছুঁয়ে গেছে।

এই আনন্দের কোন তুলনা হয়না।♥

30/03/2024

সাহাবীরা রাসূলকে দাফন করে আসলেন। যাকে না দেখে যাদের একদিনও কাটতো না, এবার তাঁকে ছাড়া কিভাবে তাঁদের বাকি জীবন কাটবে?
বিলাল (রাদিয়াল্লাহু আনহু) তো কেঁদে কেঁদে বলেন, “ইশ! আমি যদি জন্মগ্রহণ না করতাম, ইশ! আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, তাহলে তো আজকের দিনটি আমাকে দেখতে হতে না!”
কবি হাসসান ইবনে সাবিতেরও (রাদিয়াল্লাহু আনহু) একই কথা-
“হায়! আমার যদি জন্মই না হতো!
আপনাকে ছেড়ে আমি কি করে বাস করবো মদীনায়।”
রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাফন করে সাহাবীরা যখন ফিরেন, তখন রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মেয়ে ফাতিমা (রাদিয়াল্লাহু আনহা) আবেগভরা কণ্ঠে আনাস ইবনে মালিককে (রাদিয়াল্লাহু আনহু) জিজ্ঞেস করলেন, “ও আনাস! রাসূলকে মাটি চাপা দিয়ে আসা তোমরা কিভাবে বরদাশত করলে?” [সহীহ বুখারীঃ ৪৪৬২]
আনাস (রাঃ) হয়তো ফাতিমাকে (রাঃ) সেই জবাব দিতে পারেননি। তিনি নিজেই ছিলেন শোকবিহবল। এই প্রশ্নের জবাব দেন কবি হাসসান ইবনে সাবিত তাঁর কবিতায়।
“হাতেরা তাঁর উপর ঢেলে দিচ্ছিলো মাটি, চোখেরা অশ্রুধারা
যখন সেথায় হচ্ছিলেন সমাহিত মহা-সৌভাগ্যবান ব্যক্তি
তারা লুকিয়ে রাখলো সহনশীলতা, জ্ঞান সুষমা ও অনুকম্পা
যে রাতে ঢেলে দিলো তাঁর উপর মাটি, বিছালো না বিছানা।”
আনাস (রাঃ) সারাক্ষণ রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পেছনে ছায়ার মতো ঘুরতেন। সেই আনাসকে (রাঃ) ছায়াদানকারী মানুষটি এখন নেই! যেদিন তিনি রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথম দেখেন এবং যেদিন তিনি রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শেষবার দেখেন, এই দুই দিনের তুলনা করে তিনি বলেন, “রাসূল যেদিন হিজরত করে মদীনায় প্রবেশ করেন, সেদিন সেখানকার প্রতিটি জিনিস আলোকিত হয়ে যায়। আর যেদিন তিনি মৃত্যুবরণ করেন, সেদিন আবার সেখানকার প্রত্যেক বস্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাঁর দাফন শেষ করে হাতের ধূলা না ঝাড়তেই আমাদের মনে পরিবর্তন এসে গেলো (যেন ঈমানের জোর কমে গেলো)।” [জামে আত-তিরমিজিঃ ৩৬১৮]
যিনি ছিলের রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুয়াজ্জিন, সেই বিলাল (রাঃ) তো রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর আজান দেওয়াই বন্ধ করে দিলেন। আগে আজানের সময় যেই না তিনি ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ তে পৌঁছতেন, তখন ফিরে রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখতেন। রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

26/03/2024

শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা আল্লাহ আপনাকে দেননি, সেই জিনিস কতটা ক্ষতিকর ছিলো আপনার জন্য, ভাবতে পারেন?

"নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।" 🖤

নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে হাঁটার শাস্তি জানলে,সে ওখানে ৪০ বছর দাঁড়িয়ে থাকতেো...! ___(সহীহ্ বুখারী- ৪৮৬)
26/03/2024

নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে হাঁটার শাস্তি জানলে,সে ওখানে ৪০ বছর দাঁড়িয়ে থাকতেো...!
___(সহীহ্ বুখারী- ৪৮৬)

মানুষ মানুষের জন্য কথাটি ভুল জেনে গিয়েছে অনেক আগে 😶মুসলিম মুসলিম ভাই ভাই কথাটিও ভুল মনে হচ্ছে ১টি বিষয় দেখে 🤐ভাইদের যন...
26/03/2024

মানুষ মানুষের জন্য কথাটি ভুল জেনে গিয়েছে অনেক আগে 😶

মুসলিম মুসলিম ভাই ভাই কথাটিও ভুল মনে হচ্ছে ১টি বিষয় দেখে 🤐

ভাইদের যন্ত্রণাদায়ক মৃত্যু আর অত্যাচারের ঘটনা দেখতেছি এবং শুনতেছি দুঃখের বিষয় কিছু করতে পার পাচ্ছিনা 😰

আপনাদের কাছে একটাই অনুরোধ ইসরাইলি সকল পণ্য বয়কট করুন 🫵

#বয়কটইসরাইলিপণ্য 🤝🤝🤝🤝

🌸😇
15/03/2024

🌸😇

রাতের মদিনা! ❤️
15/03/2024

রাতের মদিনা! ❤️

😭😭
15/03/2024

😭😭

রমজানের প্রথম শুক্রবারআল্লাহ আমাদের সকলের রোজা,দোয়া এবং সকল ভালো কাজগুলো কবুল করুক। আমিন! ❤️🌸
15/03/2024

রমজানের প্রথম শুক্রবার
আল্লাহ আমাদের সকলের রোজা,দোয়া এবং সকল ভালো কাজগুলো কবুল করুক। আমিন! ❤️🌸

রমজান মাসের সৌন্দর্যময় দৃশ্য - 🍀🌸
14/03/2024

রমজান মাসের সৌন্দর্যময় দৃশ্য - 🍀🌸

14/03/2024

রোজার নিয়ত!

"নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম!🖤

Blessing you're timeline....

14/03/2024

যারা বলেন আমি এতো দোয়া করি তাও কবুল হয় না! আপনি ইফতারকে সামনে নিয়ে যখন আযানের অপেক্ষায় থাকেন তখন দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হবেই। কারণ আপনি খাবার সামনে খাবার পেয়েও খাওয়ার সাহস করছেন না এই জিনিসটা আল্লাহর অনেক পছন্দ। ❤️🌼

Address

Chittagong
4217

Alerts

Be the first to know and let us send you an email when Mercy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mercy:

Share