Chattogram News BD

Chattogram News BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chattogram News BD, Newspaper, chittagone, Chittagong.

Official page of Chittagone News bd Bangladesh's largest news publisher by reach & volume; Bangla/English, Internet-only, a global first, open since 23 Oct 2015 See Less

19/09/2021

Mandal new

'ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসে নি যে তাদের অন্তর ঝুঁকে পরবে আল্লাহর স্মরণে এবং ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে?' [স...
11/08/2021

'ঈমানদারদের জন্য কি এখনো ওই সময় আসে নি যে তাদের অন্তর ঝুঁকে পরবে আল্লাহর স্মরণে এবং ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে?' [সূরা হাদীদ, আয়াত- ১৬]

রাজধানীর পান্থপথ থেকে নির্মাতা চয়নিকা চৌধুরী কথিত ‘মম (Mom)’ আটক!চিত্রনায়িকা পরীমনিকে পৃষ্ঠপোষকতা করার বেশ কয়েকটি অভিযোগ...
06/08/2021

রাজধানীর পান্থপথ থেকে নির্মাতা চয়নিকা চৌধুরী কথিত ‘মম (Mom)’ আটক!

চিত্রনায়িকা পরীমনিকে পৃষ্ঠপোষকতা করার বেশ কয়েকটি অভিযোগে পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়। এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সব অপকর্মে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

আলহামদুলিল্লাহ্‌ বাবুটা এখন ভালো আছে। শংকা কেটে গেছে বলা যায়।কাঁচের মধ্যে আর একদিন হয়ত রাখবে তারপর ছেড়ে দিতে পারে।এখানে ...
06/08/2021

আলহামদুলিল্লাহ্‌ বাবুটা এখন ভালো আছে। শংকা কেটে গেছে বলা যায়।

কাঁচের মধ্যে আর একদিন হয়ত রাখবে তারপর ছেড়ে দিতে পারে।

এখানে প্রায় 9,000/- টাকার একটা গ্যাপ আছে যা ডিসাচার্জ পর্যন্ত সব কভার করে ফেলবে। ইনশাআল্লাহ

সরাসরি দেখা করতে- 01790363192 call us

আর অনুদান দিতেঃ-

01322247480 - personal নগদ

Reference e likhben child

ভেঙে পড়ো না, নিরাশ হয়ো নাহ; সাহায্য আসবে'ই এটা আল্লাহর ওয়াদা! জেনে রেখো নিশ্চয়'ই আল্লাহর সাহায্য অতি নিকটে!'🖤🌻[সূরা বাক...
02/08/2021

ভেঙে পড়ো না, নিরাশ হয়ো নাহ; সাহায্য আসবে'ই এটা আল্লাহর ওয়াদা! জেনে রেখো নিশ্চয়'ই আল্লাহর সাহায্য অতি নিকটে!'🖤🌻
[সূরা বাকারাহ-২১৪]

01/08/2021
নিশ্চয় এই কোরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ।(সূরা-আশ-শূ'আরা-আয়াত-১৯২)
31/07/2021

নিশ্চয় এই কোরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ।
(সূরা-আশ-শূ'আরা-আয়াত-১৯২)

নামাজ না পড়ার পরিণতি কত যে ভয়াবহ, একমাত্র কবর বাসিরাই জানে।আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক  দিনআমিন
29/07/2021

নামাজ না পড়ার পরিণতি কত যে ভয়াবহ,
একমাত্র কবর বাসিরাই জানে।
আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন
আমিন

যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ।— হযরত আলী (রাঃ)
28/07/2021

যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না ।
— হযরত আলী (রাঃ)

ইয়া আল্লাহ! দেহটাকে সাদা কাপড়ে মোড়ানোর আগে.. রূহটাকে ঈমানে মুড়িয়ে দিন...।
28/07/2021

ইয়া আল্লাহ!
দেহটাকে সাদা কাপড়ে মোড়ানোর আগে.. রূহটাকে ঈমানে মুড়িয়ে দিন...।

💚🌻 নামাজ পড়া is best 🕌🌺
27/07/2021

💚🌻 নামাজ পড়া is best 🕌🌺

চট্টগ্রামের বড় ভাইদের প্রতি আহ্বান মেয়র জনাব আজম নাসির উদ্দিন ও উপমন্ত্রী ব্যারিষ্টার নওফেল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি  ...
27/07/2021

চট্টগ্রামের বড় ভাইদের প্রতি আহ্বান মেয়র জনাব আজম নাসির উদ্দিন ও উপমন্ত্রী ব্যারিষ্টার নওফেল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সরকারী হাসপাতালের নাম দেয়ার কি দরকার ছিল? চট্টগ্রাম মেডিকেলে চলছে দুর্নীতি আর জুলুম। ২য় তলা ৯ নং শিশু ওয়ার্ডে বাবা-মাকে পর্যন্ত বাচ্চার কাছে যেতে ৫০ টাকা লাগে, ঔষধ নিয়ে ঢুকতে টাকা, রোগীর দেখাশুনা করতে টাকা, লিপ্টে টাকা, সিড়িতে টাকা, আপন কেউ দেখতে আসলে টাকা,অভিভাবকদের একবার বের হলে প্রবেশে আবারো টাকা। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের কে দিনে ৬ থেকে ৪ বার নেবুলেজার দেওয়া হয় - প্রতিবারই ৩০ থেকে ৫০ টাকা আয়া কে দিতেই হবে - দিতে দেরি হলে দুর্ব্যাবহার। এমনকি বাচ্চাদের - অক্সিজেন - স্যালাইন ও ইনজেকশন এর ক্যানল ফিটিংস এ ২ শ টাকা অবস্যই দিতে হবে। প্রত্যেক রোগী থেকে সকালে একজন এসে ১০ টাকা আবার সন্ধ্যায় আর একজন এসে ১০ টাকা নিয়ে যায়।
টাকা দিতে দিতে ঔষধ কেনার টাকা ও শেষ হয়ে যায়। বাচ্চা থাকবে ওয়ার্ডে, আপনি থাকবেন বাইরে, বলে ডাক্তারের নিষেধ আছে কিন্তুু টাকা দিলে সব ঠিক আছে। নার্স - ওয়ার্ড বয় -আয়া ও আনসার দের এতসব অত্যাচার সকল অভিভাবকরা তাদের কোমল মতি শিশু দের কথা চিন্তা করে সব সহ্য করে যায়।
এগুলো কি ভাইরাল হয়না? কারো চোখে পড়ে না। রোগীরা অপারগ হয়ে সেখানে যায়, মেডিকেলে থাকা আনসার থেকে শুরু করে প্রতিটি পয়েন্টে শুধুই টাকা। এগুলোর কি কোনো ব্যবস্থা নেয়?

Address

Chittagone
Chittagong
4000

Telephone

+8801814400711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chattogram News BD:

Share

Category