COX'S TV

COX'S TV সকল নিউজের আপডেট সবার আগে পেতে পেইজে লাইক দিন।

Email: [email protected]

12/04/2025

অক্সিজেন পুলিশ বক্সের পাশের বিদ্যুৎ খুটিতে আগুন।

ঈদগাহ টু বাইশারী আশার পথে বিকাল ৩ টার সময়  হাজির পাড়া ফরেষ্ট অফিসের সামনে "জুনাইস ডাকাত" বন্ধুক থাক করে রাকিব নামে একজন ...
08/04/2025

ঈদগাহ টু বাইশারী আশার পথে
বিকাল ৩ টার সময় হাজির পাড়া ফরেষ্ট অফিসের সামনে "জুনাইস ডাকাত"
বন্ধুক থাক করে রাকিব নামে একজন কে অপরন করে নিয়ে যায়।
এক লক্ষ টাকা এবং দুইটা মোবাইল, ও জরুরী কাগজপত্র নিয়ে যায়।

প্রথমে প্লাস দিয়ে হাতের নোখ উটাই পেলে, হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যায়,
শিশু মার্ডারের আসামি "ডাকাত বুইল্লা"
হাতুড়ি এবং বন্ধুকের আঘাত করে
"নাজিম ডাকাত" লাটি নিয়ে বুকে আঘাত করছে। আরো নাম না'জানা অনেক ডাকাত ছিলো।
পরে লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রশাসনের নিকট অকুল আবেদন,
শীগ্রই ডাকাত দলকে গ্রেপ্তার করুন।

19/03/2025

ফটিকছড়ি ক্লিনিকে আগুন.

11/03/2025

নিমিষেই সব শেষ🥲

06/03/2025

ট্রেন দুর্ঘটনা।
দুই পা বিচ্ছিন্ন।

06/03/2025

আত্মহত্যা মহাপাপ, তবুও মানুষ আত্মহত্যা করে।
জীবন থেকে ছুটি নেওয়ার জন্য।

একজন গার্মেন্টস কর্মির জীবন ত্যাগ।

স্থান: অক্সিজেন রেললাইন।

কপি পোস্ট

নাহিদ ভাইয়ের পেইজ থেকে হুবুহু তুলে ধরা হলো।উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্...
26/02/2025

নাহিদ ভাইয়ের পেইজ থেকে
হুবুহু তুলে ধরা হলো।

উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

উক্ত হিসাবে ১০,০৬,৮৮৬ (দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি) টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ (নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি) টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাবে ৩৬,০২৮ (ছত্রিশ হাজার আটাশ) টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।

এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে।

তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যেকোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।

26/02/2025

সমন্বয়কদের ছাত্র সংগঠনের নাম
" বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ"।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দেন ...
25/02/2025

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

দলের প্রয়োজনে বারবার বিপিএলে হেসেছিলো মুমিনুলের ব্যাট। তবুও বিপিএলে দল পাই না  এই অভিজ্ঞ ব্যাটার। অথচ কন্ডিশন বিবেচনায় ত...
16/10/2024

দলের প্রয়োজনে বারবার বিপিএলে হেসেছিলো মুমিনুলের ব্যাট। তবুও বিপিএলে দল পাই না এই অভিজ্ঞ ব্যাটার। অথচ কন্ডিশন বিবেচনায় তিনি হতে পারতেন যেকোনো দলের জন্য বড় অ্যাসেট। টেস্ট ক্রিকেটের তকমা দিয়ে বারবার অবহেলা করা হয় মুমিনুলকে।

Daily Highlight

একটি হারানো বিজ্ঞপ্তি আজ সকাল ৭.৩৫ মিনিট থেকে ৮.১০ মিনিটে টার্মিনাল হতে বাসায় আসার পথে আমার কালো একটি  ব্যাগ টমটমে ফেলে...
06/10/2024

একটি হারানো বিজ্ঞপ্তি

আজ সকাল ৭.৩৫ মিনিট থেকে ৮.১০ মিনিটে টার্মিনাল হতে বাসায় আসার পথে আমার কালো একটি ব্যাগ টমটমে ফেলে চলে আসি, টমটম চালক বা কোন সহৃদয়বান যাত্রী আমার ব্যাগটি পেয়ে থাকলে
অনুগ্রহকরে যোগাযোগ করুন
০১৮৩১৫০৭৭২৬
০১৮১৬৭০৬৯২৫

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when COX'S TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to COX'S TV:

Share