
19/02/2025
#সাবধান 👉👉👉
এই এজেন্সি থেকে সবাই সাবধানে থাকবেন। এদের মাধ্যমে টাকা লেনদেন করে কেও প্রবাসে গেলে তার জীবন নিশ্ব হইয়ে যাবে। তারা টাকা নেওয়ার আগে বলে ১০০% কোম্পানীর কাছে পাটাবে, টাকা পাওয়ার পর তাদের আরেক ভিন্ন রুপ দেখবেন। কথা আর কাজের সাথে ১% ও মিল থাকেনা। আমার ভাই সহ প্রায় ২০০+ লোক নিয়ে গেছে কয়েক মাসে, সবাইকে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে রাখছে প্রায় ৩মাস কাছাকাছি।কোন কাজ বা কোন কোম্পানীতে দিতে পারেনা তারা, বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে চলতে হচ্ছে সবার। এটা একটা ফ্রড এজেন্সি। সবাই সাবধান থাকবেন।