Nazrul Nayem

Nazrul Nayem নষ্ট স্রোতের বিপরীতে, উল্টো স্রোতে!

এমন স্বীকৃতি আমাদের পথচলার অনুপ্রেরণাঐতিহ্য Oitijjhya  প্রকাশনীর ২ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ❝বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার...
13/07/2025

এমন স্বীকৃতি আমাদের পথচলার অনুপ্রেরণা

ঐতিহ্য Oitijjhya প্রকাশনীর ২ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ❝বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪❞ এ বইচিন্তা সম্মাননা পেয়েছে।
পাশাপাশি ❝বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪❞ বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন- বইচিন্তা'র চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম।

বই ও পাঠচর্চা প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বই বিষয়ক সংগঠন বইচিন্তা'কে এমন সম্মাননা প্রদান করা হয়।
বই নিয়ে কাজ করা ২৪ জন উদ্যোক্তা, রিভিউয়ার, বইপ্রেমীকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়।

যারা নিরলসভাবে বই নিয়ে কাজ করেন, পাঠাগার গড়ে তুলেছেন, রিভিউ লিখেন, ভিডিও বানান কিংবা মানুষকে বইমুখী করতে চেষ্টা করেন- তাদের পাশে দাঁড়ানো এবং মূল্যায়ন করার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক।
এটা শুধু আমাদের জন্য নয়, বরং বই নিয়ে কাজ করা প্রতিটি মানুষের সম্মান। এই স্বীকৃতি তাঁদেরও...

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঐতিহ্য এর প্রতি এমন সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগ নেওয়ার জন্য।
এই স্বীকৃতি বা সম্মান বইচিন্তার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উৎসর্গ করছি।

আসুন, বই পড়ি, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করি।
বইকে ভালোবাসি, সমাজকে আলোকিত করি।

#বইচিন্তা #ঐতিহ্য

10/07/2025

📌আগামীকাল শুক্রবার ১১ জুলাই ২৫
ফেরী কপোতাক্ষ চলাচলের সময়সূচি:
⛴️১ম ট্রিপঃ সন্দ্বীপ গুপ্তছড়া--হতে ভোর ৪:০০ টা
⛴️২য় ট্রিপঃ চট্টগ্রাম বাঁশবাড়িয়া থেকে - সকাল ১০:০০ টা

(অতিরিক্ত জোয়ার-ভাটা ও আবহাওয়া প্রতিকূলতার জন্য উপরের সময়ের পরিবর্তন এবং ফেরির ট্রিপ বাতিল হতে পারে)

#সন্দ্বীপ
#ফেরী_আপডেট

এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরশুভেচ্ছা ও অভিনন্দন
10/07/2025

এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের

শুভেচ্ছা ও অভিনন্দন

এইচএসসি পাসেই চাকরি আবুল খায়ের গ্রুপে, নিয়োগ ৪২ জেলায়
10/07/2025

এইচএসসি পাসেই চাকরি আবুল খায়ের গ্রুপে, নিয়োগ ৪২ জেলায়

10/07/2025

১০/০৭/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার
দৃশ্য চিত্র : সকাল ৮:৫০ এর

সন্দ্বীপ গুপ্তছাড়া ফেরী ঘাট এর বর্তমান পরিস্থিতি দৃশ্য চিত্র

সন্দ্বীপ টু চট্টগ্রাম নৌ-রুটের আপডেট আগামীকাল রোজঃ  #সোমবার  (০৭/০৭/২৫)লঘুচাপের  প্রভাবে সমুদ্র বন্দর সমূহকে  ৩ নং স্হান...
06/07/2025

সন্দ্বীপ টু চট্টগ্রাম নৌ-রুটের আপডেট
আগামীকাল রোজঃ #সোমবার (০৭/০৭/২৫)

লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দর সমূহকে ৩ নং স্হানীয় সতর্ক সংকেত থাকায় #ফেরী_কপোতাক্ষ এবং #শীপ_মালঞ্চ চলাচল বন্ধ থাকবে।

আবহওয়া ভালো থাকলে আগামীকাল সকাল থেকে স্পিডবোট মালের বোট,সার্ভিস বোট সন্দ্বীপ টু চট্টগ্রাম যাতায়াত করবে।

06/07/2025

০৬/০৭/২০২৫ইং রোজ রবিবার
সকাল থেকে স্পিডবোট চলাচল করছে গুপ্তছড়া - কুমিরা নৌ রুটে।

05/07/2025
সন্দ্বীপের নতুন উপজেলা নির্বাহী অফিসারমংচিংনু মারমা আপনাকে সন্দ্বীপে স্বাগত।যেহেতু আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী সেহে...
04/07/2025

সন্দ্বীপের নতুন উপজেলা নির্বাহী অফিসার
মংচিংনু মারমা আপনাকে সন্দ্বীপে স্বাগত।

যেহেতু আপনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী সেহেতু জনগণের পাশে থেকে সন্দ্বীপের সবস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করবেন সেই প্রত্যাশা রইলো।

04/07/2025

"কওমি তরুণ দাঁড়ায়া ছিল
কারবালারই ফোরাতে
শাহাদাতের আগুন দিয়া
খুনির আরশ পোড়াতে।"

জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের ...
04/07/2025

জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল। প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো।

Address

Chittagong

Telephone

+8801612406062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazrul Nayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazrul Nayem:

Share