Salam Clips

Salam Clips আজাইরা পেইজে এ আপনাকে স্বাগতম।

এই পবিত্র পায়ের নিচে মিথ্যে হয়ে যায় সব মানবাধিকারের রেটোরিক!
19/03/2025

এই পবিত্র পায়ের নিচে মিথ্যে হয়ে যায় সব মানবাধিকারের রেটোরিক!

পোলাপানের ভয়ে সালাম ফেরাচ্ছে না, সম্ভবত ৭০ রাকাত হতে আরও ৩০/৩৫ রাকাত বাকি আছে।🤣😂
08/01/2025

পোলাপানের ভয়ে সালাম ফেরাচ্ছে না, সম্ভবত ৭০ রাকাত হতে আরও ৩০/৩৫ রাকাত বাকি আছে।🤣😂

07/01/2025

🤣😂

07/01/2025

ঘটনা কি?😂🤣

06/01/2025

লক্ষন ভালো মনে হচ্ছে না। 🤣😂

জার্মানে এখনো হিটলার ভক্ত লাখ লাখ আছে। ভারতের সাভারকার থেকে আম্বেদকার ছিলনেন হিটলার ভক্ত, এমন লাখ লাখ হিটলার ভক্ত প্রতিব...
25/12/2024

জার্মানে এখনো হিটলার ভক্ত লাখ লাখ আছে।
ভারতের সাভারকার থেকে আম্বেদকার ছিলনেন হিটলার ভক্ত, এমন লাখ লাখ হিটলার ভক্ত প্রতিবেশী দেশে এখনো ক্ষমতায় আছে।

তাই বলে হিটলারের পাপমোচন হয়ে যায়নাই, হিটলার স্বৈরাচার ছিল আছে এবং থাকবে অনন্ত কাল।

একই ভাবে হাসিনার অনেক ভক্ত আছে থাকবেও হয়ত, তারা চাইবে তাকে নিষ্পাপ প্রমান করতে। কিন্তু সে কখনো নিষ্পাপ আর হবেনা, ইতিহাসের হাজার বছরও যদি পাড়ি দেয় বাংলাদেশ তখনো শেখ হাসিনা একজন প্রমানিত স্বৈরাচার হিসাবেই থাকবে।

আর যারা তাকে নিয়ে আবেগ দেখাচ্ছে তারাও সমান স্বৈরাচারের দোষর হিসাবেই গন্য হবে।

বাংলাদেশে স্বৈরাচার থাকার কোন সুযোগ নেই।

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এসি গাড়িতে যাত্রার প্রতিশ্রুতি থাকলেও, তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনের...
29/08/2024

মাত্র ২৪ ঘন্টায় ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এসি গাড়িতে যাত্রার প্রতিশ্রুতি থাকলেও, তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনের সিটে এক হাত বাইরে বের করে ভ্রমণ করেছেন। এটাই টাকার প্রতি দায়বদ্ধতা এবং আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়।

As sunnah Foundation ❤️

-picture collected

গিয়েছিলাম বন্যা কবলিত এলাকা কুমিল্লার নাঙ্গলকোট। সকাল থেকে ত্রাণ এবং উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কারণে খুবই ক্ষুধার্ত ছি...
27/08/2024

গিয়েছিলাম বন্যা কবলিত এলাকা কুমিল্লার নাঙ্গলকোট। সকাল থেকে ত্রাণ এবং উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কারণে খুবই ক্ষুধার্ত ছিলাম। হাতে ময়লা এবং সময়ের অভাবে খাবার খাওয়া প্রায় অসম্ভব ছিল।
কিন্তু উনি আমার অবস্থা বুঝতে পেরে আমাকে সাথে বসিয়ে নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিয়েছেন।
কুমিল্লাবাসীর আন্তরিকতা ও ভালোবাসায় আমরা মুগ্ধ 😊
Toufiq Bhuiyan
______________________

উদ্ধারকারী টিমের এই ভাইয়ের অনুভূতি জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই।
কুমিল্লাবাসী আপনাদের এই সহযোগীতা চিরদিন মনে রাখবে।
©️

বন‍্যার পানি কমছে শুনে আশ্রয়কেন্দ্র থেকে খুশিমনে বাড়ি ফিরে দেখে ঘরের কিছুই অবশিষ্ট নেই।
26/08/2024

বন‍্যার পানি কমছে শুনে আশ্রয়কেন্দ্র থেকে খুশিমনে বাড়ি ফিরে দেখে ঘরের কিছুই অবশিষ্ট নেই।

26/08/2024

🔴রেড এলার্ট🔴
খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় আসবাবপত্র,শুকনা খাবার , মোমবাতি বা হারিকেন প্রস্তুত রাখতে বলা হয়েছে।যে কোন মুহুর্তে এসকল এলাকা প্লাবিত হতে পারে।

আবার এদিকে পশ্চিমবঙ্গের বন্যার অবস্থাও শোচনীয় পর্যায়ে,যদি দুই এক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ফারাক্কা বাঁধকে উপেক্ষা করে এই অঞ্চল দিয়ে বন্যার পানি প্রবেশ করবে।এমতাবস্থায় রাজশাহী,চাপাইনবয়াবগঞ্জ, নাটোর,পাবনা,কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর,সাতক্ষীরা প্লাবিত হয়ে পানি বঙ্গোপসাগরে নামতে পারে।

বিঃ দ্রঃ ইতিমধ্যে বন্যার পানি ভৈরব নদীতে পৌঁছে গিয়েছে, সকলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ ছাড়া এই বিপদে আর কেউ নেই।

25/08/2024

- মায়ের শেষ স্মৃতি দিয়ে দিচ্ছেন বন্যার্তদের জন্য এ এক অপরূপ বাংলাদেশ ❤️🇧🇩

🥰আলহামদুলিল্লাহ🥰
25/08/2024

🥰আলহামদুলিল্লাহ🥰

Address

Chittagong
123

Alerts

Be the first to know and let us send you an email when Salam Clips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salam Clips:

Share

Category