Nahar's Dream Collections

Nahar's Dream Collections Start with bismillah, end with Alhamdulillah, appreciate with subhanallah, hope with in sha allah and life will be blessed by Allah.

Our top priorities are excellent customer service, exceptionally quick order processing, ultra fast shipping times, and a hassle-free shopping policy. We value your feedback, whether positive or constructive and we are continuously working to improve your experience.

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত ,শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত ,শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়।

কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃ'ত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

বড়ই ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃ'ত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃ'ত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবে।

সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী কে বিদায় দেয়া কি এতো সহজ? না সহজ নাহ ।
বৃদ্ধ ও পারেন নি।

01/07/2025

আমার পুতুল।কার কার শখের পুতুল কে নিয়ে এইভাবে সমুদ্র বিলাশ করেছেন?

24/06/2025

আমার রাজপুত্রের এইবারের জন্মদিনটা আমরা কিভাবে আর কোথায় করলাম।পুরো ডিটেইলস নেক্সট ভিডিওতে।

23/06/2025

তোমাকেই চাই শুধু তোমাকেই চাই,আর কিছু জীবনে পাই বা না পাই.

Alhamdulillah.

14/06/2025

সুখে দুঃখে কাটিয়ে দিলাম আল্লাহর অশেষ মেহেরবানীতে বিয়ের ১২ বছর আর ভালোবাসার ১৬ টা বছর।
আল্লাহুম্মা বারিক লাহু,মা শা আল্লাহ্ আলহামদুলিল্লাহ।
সবাই দোয়া করবেন আর মা শা আল্লাহ্ বলবেন।

05/06/2025

আগামী ৭২ ঘন্টার মধ্যে ৪ বার খুতবা হবে পৃথিবীর ইতিহাসে বিরল
"আলহামদুলিল্লাহ"

04/06/2025

Labbaik Allahmmah Labbaik🕋✨Hajj season 2025.

Laylatul-Qadr is unknown but the Day of Arafah is known.

If there is a day that can change your life, it is Arafah. A day Allah's mercy descends. Your duas will be accepted and your sins will be erased.

May the Day of Arafah be a source of mercy, forgiveness, and elevation for you and your loved ones.

May your heart find peace, your soul find light, and your life be filled with goodness.

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌❣️🕋

Finally..❤️
04/06/2025

Finally..❤️

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, ❤️'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’❤️

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।
c

Address

Chittagong

Telephone

+8801878789308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar's Dream Collections posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahar's Dream Collections:

Share

বিশ্বস্ততাই আমাদের মূলধন।সব অনলাইন পেইজ মানেই যে প্রতারণা নয়,এই ধারণা দূর করতেই আমাদের এই চেষ্টা।

বিশ্বস্ততাই আমাদের মূলধন।সব অনলাইন পেইজ মানেই যে প্রতারণা নয়,এই ধারণা দূর করতেই আমাদের এই চেষ্টা।

এখানে আপনারা সব রকমের দেশি-বিদেশি থ্রী পিস,টু পিস,কেটলগ ড্রেস,কারচুপী, কুর্তী টু পিস,বিভিন্নরকম বুটিক কালেকশন ## ##সবাই যদি পাশে থাকেন আজকের এই ছোটো পেইজ টা একদিন অনেক বড় একটা ভালো লাগার স্থান হয়ে দাঁড়াবে,আর সাথে আমার সপ্ন পূরন হবে।সবাই পেজ এ লাইক দিয়ে সাথে থাকবেন।এবং আপনাদের আস্থা অর্জনের সুযোগ দিবেন।আমি চাই আমার সকল শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা দিক।যাতে আমি আমার শখের "" Nahar's dream collections"" টাকে গুছিয়ে তুলতে পারি আপনাদের মন মতো করে। সবাই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন।