Nahar's Dream Collections

Nahar's Dream Collections Start with bismillah, end with Alhamdulillah, appreciate with subhanallah, hope with in sha allah and life will be blessed by Allah.

Our top priorities are excellent customer service, exceptionally quick order processing, ultra fast shipping times, and a hassle-free shopping policy. We value your feedback, whether positive or constructive and we are continuously working to improve your experience.

22/07/2025

এই জীবন টা নিয়ে কত্ত পরিকল্পনা,অথচ এই জীবনেরই কোনো নিশ্চয়তা নাই,
আহারে বাবা মার বুকের মানিক গুলা না পারি এত দূরের মানুষ হয়েও তোদের কষ্ট গুলাকে ভুলতে আর জান্নাতের ফুলগুলার বাপ মার কি অবস্থা তাতো কল্পনা ও করা যায়না,

যে বাচ্চা গুলাকে গরম দুধ গরম ভাত মা দশ বার ফু দিয়ে ঠান্ডা করে খাওয়ায়সে সেই বাচ্চা গুলাই ওই টগবগে তেলের মত আগুনের তাপে ঝলসায় মরসে,এমন পরীক্ষা এমন মরণ আল্লাহ্ কাউকে না দেক কাউকে না।
কোনো মানিক হয়তো বলসিলো আম্মু আমাকে ওইটা কিনে দিবা,বাপ মা বলসিলো হয়তো হ্যা মা আসলে কিনতে যাবো।কেউ হয়তো বলসিলো আম্মু পেস্ট্রি খাবো,বাবা কথা দিসিলো হয়তো বিকালে কিনে আনবো,যায়তে কোনো যাদু সোনা বলসিলো হয়তো আম্মু আজকে মুরগি রান্না করিও বা কি রানবা এইটা খাবো,মা ও রান্না করসিলো হয়তো,আহারে।।।
আল্লাহ।।।।। এই পোস্ট টা লিখতে গিয়ে অঝোর ধারায় কানতেসি, আমিও তো মা,আমিতো জানি আমার বাচ্চারা আমার জন্য কি।ঠিক প্রত্যেক বাপ মার কাছে তার সন্তান একই।
আমি তো আমার বাচ্চাকে স্কুলে পাঠায়তে সাহস বা মানসিকতা তৈরী করতে পারতেসিনা,নিজেকে এতটাই গভীরে নিয়ে গেসি বাচ্চা গুলা এই রুম থেকে ওই রুমে গেলে চিল্লাইতেসি,যাবিনা কোথাও আমার চোখের সামনে থাক।
কালকে রাতে একটু ও ঘুমাইনাই,একবার ডানে একবার বামে ঘুরি আর বাচ্চা দুইটাকে আদর করি আর ওই মাসুম বাচ্চাগুলার কথা ভাবি আর কাদি।ওদের মায়েরা ওতো আগের দিন রাতে এইভাবেই আদর করে ঘুম পারাইসে।
আমি খুব খুব খুব সেনসেটিভ টাইপ মা,সত্যি আমি পারিনা একজন স্বাভাবিক মার মত আচরণ করতে,আমি অসুস্থ যদি ও হই সোজা হয়ে দাড়াতেও যদি না পারি আমি ওই অবস্থায় ও ওদের কাজ আমিই করবো আমাকে কেউ হেল্প করতে চাইলেও আমি নেইনা, কারণ আমি তাতে সন্তুষ্ট হইতে পারিনা এমন না যে অন্য কেউ ভালো ভাবে করেনা কিন্তু আমি শান্তি পাইনা,আমি নিজেকে এতটাই ইনভলভ করে ফেলসি এই ট্রাজেডিতে আমি ঘরের ফ্যান এসি চালাইতে চুলা জ্বালাইতেও আতংক বোধ করতেসি।
রাতে যখন আমার বাচ্চা গুলা ঘুমায় আমি আধা ঘন্টা ওদের দেখি ঘুরায় ফিরায় কোথাও কোনো সামান্য আচড় ও লাগসে কিনা ওদেরকে ময়শ্চারাইজার লাগাই পাউডার দেই একটু পর পর অযথাই অভ্যাসের কারণে ২ মিনিট পর পর এসি চললেও চেক করি ঘামসে কিনা, কাথা গায়ে আছে কিনা এইসব করতে করতে আমি আজকে ১০ বছর পরিপূর্ন শান্তির ঘুম ঘুমাইনা,সাথে ইনসোমনিয়াতো আছেই,আমাকে ওর আব্বু মাঝে মধ্যে বলে ঘুমাও আমি আছি বসা, আর বাচ্চারাতো আছে এইখানেই,কিন্তু ওয়াসির জীবনের প্রথম জ্বর নিয়ে যে ঢাক্কাটা আমি খাইসিলাম আমি ১০ বছরেও মন থেকে সেই ঢাক্কা সরাইতে পারিনা ওই ভয়ে আমি আজ পর্যন্ত টানা ১ নাগাড়ে ২ ঘন্টা ঘুমাইনা,যারা আমার সাথে থাকে তারা জানে আমি কি করি।আমার বাচ্চারা বসা বা রিলেক্স আমি রিলেক্স হইতে পারিনা,আমি শুয়ে রেস্ট পর্যন্ত করিনা দিনে এক্টার পর একটা কাজ করতেই থাকি শুধু ওদের যাতে কিছুর কমতি না হয়।
আমাকে আমার অনেক আত্নীয় বলে আমি ওভার করি,কিন্তু আমি কেমনে বুঝায় আমার কাছে কেমন লাগে কি করতে ইচ্ছা করে,
আমি এই টাইপ মা,এখন তো আমার স্বাভাবিক জীবন টাই এইগুলো ভাবতে ভাবতে অস্বাভাবিক হয়ে যাচ্ছে জানিনা আমি এই ভয় কিভাবে দূর করবো কিভাবে স্বাভাবিক হবো,আমার কথা গুলাও উল্টা পালটা,বা কি বলতে কি বলসি জানিনা কতটুকু বুঝায় বলতে পারসি তাও জানিনা,শুধু জানি আল্লাহ্ প্রত্যেক বাপ মার বুকের ধন গুলাকে তার রহমতের চাঁদরের ছায়া দিয়ে রহমত করুক হেফাযতে রাখুক সুস্থ রাখুক,এই রহমত নেয়ামত গুলা আল্লাহ্ তার কোনো বান্দা কে দিয়ে ওই বান্দার জীবন থাকতে যাতে না নেয়, এই পরীক্ষায় যাতে না ফেলে কাউকে।সবাইকে মাফ করুক।
আল্লাহুম্মাগফিরলী।

বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশন নামক, নোংরামি, টাকা কামানোর ধান্দা টা একেবারে উচ্ছেদ করা যায়না????ইচ্ছে হলে একমত পোষন কর...
21/07/2025

বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশন নামক, নোংরামি, টাকা কামানোর ধান্দা টা একেবারে উচ্ছেদ করা যায়না????

ইচ্ছে হলে একমত পোষন করবেন আশা করি।

মানুষের রুপে মানুষ আছে,কিন্তু নেই কোন সহানুভূতি, মনুষ্যত্ববোধ।
আছে ভিউস আর টাকার নেশা।
সামনে কেউ মরে যাক তাতে কি??
হাতে মোবাইল আছে,,আগে কন্টেন্ট বানাতে হবে।
রিলস দিতে হবে। ইমোশন কাজে লাগিয়ে ভিউস বাড়াতে হবে।
যে কোনো উপায়ে শরীর দেখিয়ে হোক নোংরামী করে হোক কি এক মনিটাইজেশন পাইসি বলে পোস্ট করে এখন যেমনে পারে তেমনে ভিডিও বানাইতে হবে,আজব নিয়ম।
আজকে অনেক গুলো ভিডিওতে দেখলাম বাচ্চা গুলা পোড়া শরীর নিয়ে দৌড়াচ্ছে অথচ কিছু ভিউসের জন্য ভিডিও বানাইতেসে,কোথায় দৌড়ে গিয়ে বুকে নিয়ে আগে হসপিটালে দৌড়ানোর কথা।

বিশ্বাস করেন ২০২০ সাল থেকে আমার পেইজ Nahar's Dream Collections এমন কি আমার পার্সোনাল আইডিতে পর্যন্ত মনিজাটাইশেন পাওয়া, আমি কখনো সেট আপ করার জন্য বিন্দু পরিমান চেষ্টা ইচ্চা কিছুই করিনাই না তখন ছিলো আর না এখন আছে।আমার খুব খুব সফল ব্যাবসা ছিলো ঘরে বসে দৈনিক ৫০/৬০ হাজার টাকা আমি সেল করতাম শোরুম ছাড়াই আমাকে যারা নিয়মিত পেইজে লাইভে দেখতেন বা আমার কাছের মানুষ জন জানেন আমার কি পরিমান সেল ছিলো ২০১৯-২০২২ পর্যন্ত।
আমাকে আল্লাহ্ কোনোদিকে কম দেয়নাই, আমি যখন রিয়েলাইজ করলাম এই টাকাতে কি আদৌ আমি শান্তি পাচ্ছি? হয়তো টাকা পাচ্ছি কিন্তু এখন যে মানুষিক শান্তি তৃপ্তি আছে তা তখন ছিলোনা।অনেকে বলবেন আমার অনেক আছে তাই আমি ১ মিনিটে ব্যাকআউট করেছি কিন্তু যে কোনো মানুষের ই যতই থাকুক আপনারা বুঝবেন টাকার ক্ষেত্রে মানুষ হুট করেই পারেনা এমন সিদ্ধান্ত নিতে,যখন আমি ওয়াজিহাকে কনসিভ করি আমি লাইভে গিয়ে আমার ব্যাবসাটা আমি এক কথায় ক্লোস করে দেই কারণ আমি ফিল করছিলাম এগুলো জীবন হতে পারেনা,
আমার বাচ্চারা যে এটেনশান যে কেয়ারের হকদার আমার কাছে আমি তাদের কে ওই টা পরিপূর্ন দিতে পারছিলাম না,আমি নিজেকে ব্যাবসায়, প্রোডাক্ট সোর্সিং, লাইভ, ক্যামেরায় খুব ইনভলভ করে ফেলছিলাম,আমার বাচ্চাকে দেখার জন্য ৬-৭ জন ছিলো কিন্তু আমি ফিল করলাম ওর মা তো আমি,আমার দায়িত্ব ওকে দেখা লালন পালন করা, অন্যের না, ২০২০ সাল থেকেই মেইল মেইল মেইল আমার মনিটাইজেশন কাইটেরিয়া ফিলআপ যেন সেটআপ করি, ইভেন পার্সোনাল আইডিতেও মেইল যেন সেট আপ করি।কিন্তু কখনো আমার সামান্যতম ইচ্ছা বা রুচি হয়নাই এই কাইটেরিয়া গুলা একটু ফিলআপ করে দেখি বা চেষ্টা করি,আমি ভিডিও বানাই আমার শখে সবাই যেমন নরমালী তাদের আউটিং ডে শেয়ার করে নরমাল তেমন। এ ছাড়া আর কিছুই না,ভালো লাগে ঘুরাফিরার ছবি বাচ্চাদের ছোটো ছোটো মুহূর্ত শেয়ার দিতে শুধু স্মৃতি থাকুক আর কিছুইনা।
আমার পেইজ বা আইডি দিয়ে ভিডিও আপলোড করে আমি এই টাকা নিতে হবে বলে দরকার বলে মনে করিনাই।আর না জীবনে করবো।sorry to say অনেকের গায়ে লাগতে পারে আবার অনেকে অনেক কিছু বলতেও পারেন কারণ আমি বাস্তব কিছু কথা বলছি,আমি এমন ও মানুষ দেখতেসি যে খুব ভালো ঘরের বউ ছিলো মা ছিলো কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এখন গায়ের কাপড়খুলে ফেলবে এমন ভান করে,এইরকম কত হাজার কোটি যে সংসার নষ্ট হচ্ছে, এই টাকা কামানোর হারাম রাস্তাটা বন্ধ হয়ে গেলে দেখা যাবে অনেক মানুষের মনুষত্ব ফিরে আসবে এই ভিডিও বানাইতে হবে ভিউস লাগবে এই সব চিন্তা থাকবেনা এট লিস্ট চোখের সামনে মানুষের বিপদ দেখলে ভিডিও না করে সাহায্য করবে।

কথায় আছে, ঈগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হলো কাক। এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে, তাকে বিরক্ত করার দুঃসাহস দেখ...
15/07/2025

কথায় আছে, ঈগলের পিঠে চেপে বসতে পারে একমাত্র পাখি হলো কাক। এই কাক কখনো কখনো ঘাড়ে ঠোকর মেরে, তাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়। কিন্তু ঈগল কি করে? সে কি তার এই বিরক্তিকর সঙ্গীর সাথে লড়াইয়ে নামে? না, ঈগল শুধু করে একটি কাজ – সে আরও উঁচুতে উড়ে যায়। যেখানে কাক টিকতে পারে না, শ্বাস নিতে পারে না। শেষমেশ কাক নিজেই হাল ছেড়ে পিঠ থেকে পড়ে যায়।

এই বাস্তবতা আমাদের জীবনের জন্যও এক অনন্য অনুপ্রেরণা। আমাদের চারপাশে অনেক কাক-স্বরূপ মানুষ রয়েছে – সমালোচক, হীনমন্য, ঈর্ষান্বিত, যারা আপনার সাফল্যকে হজম করতে পারে না। তারা কখনো আপনাকে ছোট করার চেষ্টা করবে, কখনো আপনার বিশ্বাসে আঘাত করবে। বন্ধুর ছদ্মবেশে, সহকর্মীর মুখোশে, এমনকি কাছের আত্মীয়রাও হতে পারে এই কাক-চরিত্রের ধারক।

কিন্তু আপনি যদি তাদের পাল্টা উত্তর দিতে যান, তাদের অপমানের জবাবে উত্তরে সময় ব্যয় করেন, তবে আপনি ধীরে ধীরে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। আপনি যদি ঈগলের মতো হন, তাহলে আপনাকে জানতে হবে – আসল লড়াইটা নিজেকে উচ্চতায় নিয়ে যাওয়া, নিচে থাকা কাকের সাথে নয়।

আপনার সাফল্যই হবে সেরা প্রতিশোধ। যত সমালোচনা আসুক না কেন, আপনি যদি প্রতিনিয়ত নিজের কাজের মাধ্যমে উন্নতি করেন, আপনি যদি ধৈর্য ধরে নিজের লক্ষ্য ঠিক রাখেন, তবে একসময় সেই সমালোচকরাই হার মানবে। কারণ আপনার উচ্চতা, আপনার মানসিক দৃঢ়তা, আপনার লক্ষ্য – এই সবই এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কাকেরা টিকতে পারবে না।

উচ্চতা মানে শুধুমাত্র সামাজিক মর্যাদা নয়, বরং এটি আপনার চরিত্র, আপনার ধৈর্য, আপনার সহনশীলতা, আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক। জীবনের এই পথচলায় যখনই কোনো কাক দেখবেন, নিজেকে মনে করিয়ে দিন – ঈগল কিন্তু কখনো কাকের সাথে লড়াই করে না। সে শুধু আকাশে আরও ওপরে উঠে যায়।

তাই আপনি যখন নিজের পথে হাঁটছেন, যখন চারপাশের মানুষ আপনাকে নিয়ে অকারণে বিচার করছে, তখন মনে রাখবেন – তারা আপনাকে নিচে রাখতে চায়, কারণ তারা জানে আপনি অনেক ওপরে যেতে পারবেন। আর আপনি যদি ঈগলের মতো হন, তাহলে তাদেরকে আপনার সাথে নিয়ে উঁচুতে উড়ুন, যেখানে তাদের টিকে থাকা অসম্ভব।

তাই সমালোচকের সাথে নয়, নিজের উন্নতির দিকেই মনোযোগ দিন। কারণ সত্যিকার বিজয় তখনই আসে, যখন আপনি প্রমাণ না দিয়ে নিজের উচ্চতা দিয়ে সবাইকে নীরব করে দেন।

#অঙ্গার

যারা বেরসিক স্বভাবের সঙ্গী পায়, তারা কখনো দাম্পত্য জীবনের সুখ উপভোগ করতে পারে না! একজন রসিক স্বভাবের মানুষ কখনোই তার সঙ্...
14/07/2025

যারা বেরসিক স্বভাবের সঙ্গী পায়, তারা কখনো দাম্পত্য জীবনের সুখ উপভোগ করতে পারে না! একজন রসিক স্বভাবের মানুষ কখনোই তার সঙ্গীকে অকারণে কষ্ট দিতে পারে না। তারা আর যাই হোক, সঙ্গীর মূল্য বোঝে, গুরুত্ব বোঝে, সঙ্গীকে ভালোবাসে, সম্মান দেয়।

আত্মকেন্দ্রিক এবং বেরসিক স্বভাবের মানুষগুলো সঙ্গীর প্রতি নিতান্তই উদাসীন হয়! তারা সঙ্গীর মন বোঝার চেষ্টা করে না, সঙ্গীর চাওয়া-পাওয়ার কোনো মূল্য দেয় না। তার কাছে কেবল গুরুত্ব পায় নিজের ভালো লাগা।

পক্ষান্তরে একজন রসিক স্বভাবের মানুষ তার সঙ্গীর প্রতি যত্নবান হয়। সঙ্গীর মন বোঝার চেষ্টা করে। একজন রসিক স্বভাবের মানুষ সঙ্গী হিসাবে যে পায়, সে কখনোই দাম্পত্য জীবনে অসুখী হয় না।

বেরসিক এবং আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষ শুধুমাত্র প্রয়োজনের সময় সঙ্গীকে চায়। দিনের পর দিন সঙ্গীকে মানসিক যন্ত্রণা দেয়া, সঙ্গীর সাথে দুর্ব্যবহার, সঙ্গীকে অবহেলা করাই তাদের স্বভাব!

দাম্পত্য জীবন মানেই শুধু নিজে সুখী হওয়া নয়। নয় কেবল নিজের চাহিদা মিটানো। দাম্পত্য জীবন কিংবা সংসার হলো সেই চুক্তি, যেখানে স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের ভালো থাকার দায়িত্ব নেয়, পরস্পরের চাহিদা পূরণ করার দায়িত্ব নেয়।

সঙ্গীকে ভালোবাসতে কিংবা সঙ্গীর প্রতি যত্নবান হতে যারা কৃপণতা করে, তাদের চাইতে স্বার্থপর মানুষ পৃথিবীতে আর হয় না। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে সবার আগে সঙ্গীর সাথে আচরণ থাকতে হয় বন্ধুত্বপূর্ণ। সঙ্গীর প্রতি যত্নবান হতে হয়, সঙ্গীকে ভালোবাসতে হয়। যারা দাম্পত্য জীবনকে শুধুমাত্র দায়বদ্ধতা কিংবা দায়িত্ববোধ হিসাবে দেখে, তাদের সাথে অন্তত সুখে–শান্তিতে সংসার করা যায় না! বেরসিক এবং আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষদের খুশি রাখতে হয়, নিজের সব আনন্দকে বিসর্জন দিয়ে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া

কি পিনছত ভাই না বইন এইটা??
12/07/2025

কি পিনছত ভাই না বইন এইটা??

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত ,শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা ...
05/07/2025

ছবিতে যিনি একা বসে আছেন, তিনি একজন স্বামী, তাঁর প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত ,শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়।

কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, “ওকে আর একটু থাকতে দাও… সামনে থাকুক, আমি দেখছি!”

তাঁর ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালে। কিন্তু রাতের পুরোটা সময়, যখন চারপাশের সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে। স্ত্রীর পাশে, নিঃশব্দ প্রহর গুণে। যেন বলছিলেন, “তুমি একা না, আমি আছি। এখনো আছি।”

এ এক নিঃশব্দ ভালোবাসা, যার সাক্ষী হয়ে রইলো রাত, নীরবতা আর সেই একফালি আলো। মৃ'ত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়।

বড়ই ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী, যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাঁকে মৃ'ত্যুর পরেও একা ফেলে যাননি।

আমরা সবাই চাই, এমন একজনকে, যিনি শুধু জীবনে নয়, মৃ'ত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবে।

সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী কে বিদায় দেয়া কি এতো সহজ? না সহজ নাহ ।
বৃদ্ধ ও পারেন নি।

01/07/2025

আমার পুতুল।কার কার শখের পুতুল কে নিয়ে এইভাবে সমুদ্র বিলাশ করেছেন?

24/06/2025

আমার রাজপুত্রের এইবারের জন্মদিনটা আমরা কিভাবে আর কোথায় করলাম।পুরো ডিটেইলস নেক্সট ভিডিওতে।

23/06/2025

তোমাকেই চাই শুধু তোমাকেই চাই,আর কিছু জীবনে পাই বা না পাই.

Alhamdulillah.

Address

Khulshi Town Center
Chittagong
4100

Telephone

+8801878789308

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar's Dream Collections posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahar's Dream Collections:

Share

বিশ্বস্ততাই আমাদের মূলধন।সব অনলাইন পেইজ মানেই যে প্রতারণা নয়,এই ধারণা দূর করতেই আমাদের এই চেষ্টা।

বিশ্বস্ততাই আমাদের মূলধন।সব অনলাইন পেইজ মানেই যে প্রতারণা নয়,এই ধারণা দূর করতেই আমাদের এই চেষ্টা।

এখানে আপনারা সব রকমের দেশি-বিদেশি থ্রী পিস,টু পিস,কেটলগ ড্রেস,কারচুপী, কুর্তী টু পিস,বিভিন্নরকম বুটিক কালেকশন ## ##সবাই যদি পাশে থাকেন আজকের এই ছোটো পেইজ টা একদিন অনেক বড় একটা ভালো লাগার স্থান হয়ে দাঁড়াবে,আর সাথে আমার সপ্ন পূরন হবে।সবাই পেজ এ লাইক দিয়ে সাথে থাকবেন।এবং আপনাদের আস্থা অর্জনের সুযোগ দিবেন।আমি চাই আমার সকল শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা দিক।যাতে আমি আমার শখের "" Nahar's dream collections"" টাকে গুছিয়ে তুলতে পারি আপনাদের মন মতো করে। সবাই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন।