RUPI MITRA

RUPI MITRA মানুষ যারে চায়, তার সঙ্গ পায় না কোনোভাবে। এই না পাওয়া— মানুষকে খাঁটি করে, পেলে তো সবকিছু এমনেই হালকা হয়��

10/02/2025
21/01/2025
29/12/2024

"একদিন শখ করে নরক দেখতে চাইলাম ... স্রষ্টা আমারে নরক দেখাইলো...

সারাদিন পর ঘরে ফিরে দেখলাম, কেউ নাই ... বুকের মধ্যে সারাদিনের জমানো কথা ছিলো, শোনার কেউ নাই ... এক আধটা দীর্ঘশ্বাসও লুকানো ছিলো, খেয়াল করার কেউ নাই ... দুই চোখে ভীষণ ক্লান্তি ছিলো, শক্ত করে জড়ায় ধরার কেউ নাই !!

স্রষ্টা আমারে নরক দেখাইলো ... সেই নরকে আগুন ছিলো না ... সেই নরকে আমার ঘর ছিলো, আমার জমানো অনেক গল্প ছিলো, কিন্তু সেই গল্প শোনার মানুষ ছিলো না !!

"কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি?
মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে?"🙂

28/12/2024

নিজেদের ছবি ভাইরাল করে দোষ দাও অন্য কারো নিজেরাই গুরুপ খুলে ছবি দাও আবার আসো অন্য কারো হ্মতি করতে সোনা এবার আসো খেলবো 😂 ভাইরাল এর খেলা বন্ধু নিয়ে খেললা আবার আসো অন্যকে দোষ দিতে তোদের তো সালা এখন মনে হচ্ছে জন্মের ঠিক নাই 😂 আবার আসো ভালো সাজতে কিছু জানো না তোমাদের কে ভাইরাল করলো তাই তো বলি চুপ কেনো জানো তার জন্য তো চুপ আবার গুরুপ এর ডিটেইলস দাও পুলিশ এর কাছে 😂 ভাইরাল গুরুপ এর এডমিন আসো এবার খেলবো ভালো করে তার পরে সামনে বসে মুরগির মতো যখন ধরে মশলা দিবো তখন বুঝতে পারবি অন্য কে ফাঁসানোর মজা কারে বলে😂সালা নিলজ্জ শরম লাগে না 😂😂

27/12/2024

সবকিছুর কি ক্ষমা হয়? এই যে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হুটহাট চোখে পানি আসে এইসব কি প্রমাণ করেনা যে চাইলেও আমরা সব ক্ষমা করতে পারিনা? আমার সবোর্চ্চ এইটুকু চাইতে পারি "স্রষ্টা ক্ষমা করুক, ভালো থাকুক।" এইটুকুই ব্যাস...!❤️‍🩹

Follow this page❤️
14/12/2024

Follow this page❤️

01/10/2024

আপনি ভাত খেতে বসছেন। আপনার মনে একটুও শান্তি নাই, জীবনে ঝড় বয়ে যাচ্ছে। প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তি টাও পাচ্ছেন না! ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন, আপনার চোখে পানি! চোখে পানি নিয়েই আপনি ভাত খেতে থাকলেন! আপনি জানেন আপনার কিছু করার নাই! কষ্ট টা কমাইতে পারবেন না কোনো ভাবে!

মানুষ এর জীবনে এতো 'খারাপ' সময় না আসুক!🤍

কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব যন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মধ্যর...
22/09/2024

কোথাও না কোথাও তুমি আমার সাথেই রয়ে গেছো, স্মৃতিতে, দুঃস্বপ্নে, অসম্ভব যন্ত্রণায়, মন খারাপ করা প্রতিটা গানের লাইনে, মধ্যরাতের বুকের ব্যথায়, তুমি আছো। আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিল, সে সব ভালো তোমার হোক। ভগবান এর কাছে এটুকুই চাই। অনেক অনেক ভালো থেকো তুমি। ভালো থাকুক ভালোবাসা..!

Address

Chittagong Epz
Chittagong
4216

Telephone

+441311278890

Website

Alerts

Be the first to know and let us send you an email when RUPI MITRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUPI MITRA:

Share