tamanna1423

tamanna1423 2.5k follows .0 following

জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন কে কখনো চেনা যেত না...
17/01/2023

জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন কে কখনো চেনা যেত না...

10/01/2023

দুনিয়াটা যার কাছে যেমন কেউ দুনিয়াতে মজে আছে*
- আর কেউ আখিরাতের পানা খুঁজে..!😊❤️

যখন দেখবে মন খারাপ একা একাই ভালো হয়ে যায়, তখন বুঝে নিও তোমার আসলে কেউ'ই নেই; কেউ না। যারা তোমার আপন সেজে আছে, তারা কিন্ত...
10/01/2023

যখন দেখবে মন খারাপ একা একাই ভালো হয়ে যায়, তখন বুঝে নিও তোমার আসলে কেউ'ই নেই; কেউ না। যারা তোমার আপন সেজে আছে, তারা কিন্তু আপন না।

08/01/2023

কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে এমন মন্তব্য করো না যাতে সে কষ্ট পায়। কারণ আল্লাহ তা’আলা প্রত্যেকটি মানুষকে নিজ পছন্দ মতই সৃষ্টি করেছেন।
-ইমাম মালেক রহিঃ

06/01/2023

কথার আঘাতে রোজ কত মানুষ ম-রে যায় সে খবর আমরা জানিনা। এই যে আপনি মানুষটাকে দুটা কথা শুনিয়ে আসলেন আপনি কি জানেন আপনার সামান্য কথার অাঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে। কতদিন সে ঠিক মতো খেতে পারেনি; কত রাত সে একফোঁটাও ঘুমাতে পারেনি; কতদিন সে স্বাভাবিক ভাবে আর কারও সাথে কথা বলেনি। মানুষটা হাসতে ভুলে গেছে! আপনি কি এসব জানেন? না জানেন না! কথার আঘাত বড় ভয়ানক! কথার আঘাতে মানুষ পু-ড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ ম-রে যায়।

আসলে পৃথিবীতে কেউ কারোর ক্যরিয়ার গড়ে  করে দিতে পারে না।শুধু পথ দেখিয়ে দিতে পারে। বাকিটা নিজেদেরকে কঠোর পরিশ্রম করে তৈরি ...
31/12/2022

আসলে পৃথিবীতে কেউ কারোর ক্যরিয়ার গড়ে করে দিতে পারে না।
শুধু পথ দেখিয়ে দিতে পারে।

বাকিটা নিজেদেরকে কঠোর পরিশ্রম করে তৈরি করে নিতে হয়।

তাই আমরা যেনো কেউ কারো উপর নির্বর করে না থাকি।❤️❤️

-//এখন ডিসেম্বর মাস..🌸গত ডিসেম্বরে যাদের কাছে প্রিয় ছিলাম এই ডিসেম্বরে তাদের কাছে অপ্রিয় হয়ে গেছি।এই বারো মাসের ব্যাবধান...
27/12/2022

-//এখন ডিসেম্বর মাস..🌸
গত ডিসেম্বরে যাদের কাছে প্রিয় ছিলাম এই ডিসেম্বরে তাদের কাছে অপ্রিয় হয়ে গেছি।এই বারো মাসের ব্যাবধানে কতো মানুষ জীবন থেকে নাই হয়ে গেছে।বন্ধুর সংখ্যা কমতে কমতে শুন্যতে এসে দাড়িয়েছে।গত ডিসেম্বরে যারা সারাজীবন পাশে থাকার কথা দিয়েছিল এই ডিসেম্বরে কেউ কাউকে চিনি না।গত ডিসেম্বরে যারা সবচেয়ে কাছের বন্ধু ছিল এই ডিসেম্বরে যোগাযোগ হী'নতায় তাদের ঠিকানা ও নাই। আসলে আমরা সময়ের কাছে অসহায়। সময় সবকিছু বদলে দেয়..!💔🙂-//

#বিচ্ছেদ

হৃদয় বিদারক গঠনা 😭😭স্বজনের লা•শ শেষমেশ ঠাই পেলো তাসরিফ- ১ লঞ্চেএক পরিবার তাসরিফ-১ লঞ্চে করে একটি মর-দেহ নিয়ে ঢাকা থেকে...
25/12/2022

হৃদয় বিদারক গঠনা 😭😭
স্বজনের লা•শ শেষমেশ ঠাই পেলো তাসরিফ- ১ লঞ্চে

এক পরিবার তাসরিফ-১ লঞ্চে করে একটি মর-দেহ নিয়ে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। কতগুলো ছবি সামাজিক যোগাযোগে বাসছে দেখা যায়।

জানা যায় গতকাল বিকালে ঢাকা কোনো এক হাসপাতালে মারা যায় ক্যান্সার আক্রান্ত এক ব্যাক্তি।

স্বজনরা দ্রুত সদরঘাট এসে কফিন ছাড়াই তারাহুরো করে লঞ্চে উঠতে চেয়েছিল। কিন্তু কোন লঞ্চ তাদেরকে উঠায়নি! লা-শ দেখে।

তাশরীফ -১ লঞ্চ কর্তৃপক্ষের কাছে অনেক অনুনয় বিনয় করার পর জায়গা মিলে ছাদে!

কতটা অমানবিক বিষয় চিন্তা করছেন, এই কনকনে শীতের মাঝে লঞ্চের ছাদে করে হাতিয়া যাওয়া। এই জায়গাটাতে প্রচণ্ড বাতাস থাকে, আবার নদীর বাতাস। স্বজনরা যে জায়গাটাতে বসা। এটা হচ্ছে ইঞ্জিলের হাওয়া বের হওয়ার একটা জায়গা। এখানে প্রচুর পরিমাণ শব্দ হয়ে থাকে। সহ্য করা যায় না। আর এই লোগগুলো এখানেই বসা। তাঁদের কাছে প্রয়োজনীয় শীত নিবারণের পোষাক নেই। ঠাণ্ডায় বসে আছে।

যেসব লঞ্চ লা•শ বহন করতে চায় না, সেসব লঞ্চকে উচিৎ আমাদের বয়কট করা। কারন তাদের কাছে আমরা জীবিত অবস্থা ব্যবসায়ী পণ্য মৃ•ত আমরা মূল্যহীন। আর লঞ্চ এর ভিতরে লাশ এর জন্য আলাদা কেবিন এর ব্যবস্থা করা হোক।

Address

Chittagong
4707

Website

Alerts

Be the first to know and let us send you an email when tamanna1423 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share