চাদেঁর আলো১২৩

চাদেঁর আলো১২৩ " স্বাগতম"
আশা করছি আমার পেজের ভিডিও গুলো আপনার মন ছুঁয়ে যাবে।ভালো লাগলে একটা ফলো দিয়ে সাথেই থাকুন।

**কষ্টের ইতিহাস**  মানব ইতিহাস কষ্ট ও সংগ্রামের গাথায় ভরা। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানুষ যুদ্ধ, দারিদ্র্য, রোগ ও শো...
19/07/2025

**কষ্টের ইতিহাস**

মানব ইতিহাস কষ্ট ও সংগ্রামের গাথায় ভরা। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানুষ যুদ্ধ, দারিদ্র্য, রোগ ও শোষণের বিরুদ্ধে লড়াই করে আসছে। প্রাচীন সভ্যতায় দাসপ্রথা, যুদ্ধবিগ্রহ ও রাজনৈতিক অস্থিরতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। মধ্যযুগে ধর্মীয় উন্মাদনা, সামন্ততন্ত্রের শোষণ ও মহামারি লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

আধুনিক যুগেও কষ্টের ইতিহাস কম নয়। ঔপনিবেশিক শাসন, বিশ্বযুদ্ধ, হত্যাযজ্ঞ ও গণহত্যা মানবতাকে লাঞ্ছিত করেছে। দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট বিপর্যয়ও মানুষকে অশ্রু ও রক্তের সাগরে ভাসিয়েছে। বর্ণবাদ, জাতিগত বিদ্বেষ ও অর্থনৈতিক বৈষম্য আজও কোটি কোটি মানুষকে শৃঙ্খলিত করে রেখেছে।

ব্যক্তিগত জীবনেও কষ্টের শেষ নেই। প্রিয়জনের বিচ্ছেদ, ব্যর্থতা, অসুস্থতা ও নিঃসঙ্গতা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু এই কষ্টই মানুষকে শক্তিশালী করে, সংবেদনশীল করে। ইতিহাস প্রমাণ করে, কষ্টের মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পায়।

প্রতিদিন আমরা দেখি, মানুষের মাঝে বিরাজ করছে এক অদ্ভুত প্রতিযোগিতা। কেউ যেন আরেকজনকে টেনে নামাতে ব্যস্ত। আমাদের সমাজে অনে...
14/07/2025

প্রতিদিন আমরা দেখি, মানুষের মাঝে বিরাজ করছে এক অদ্ভুত প্রতিযোগিতা। কেউ যেন আরেকজনকে টেনে নামাতে ব্যস্ত। আমাদের সমাজে অনেকেই মনে করেন, তাদের হক মেরে অন্যের উপরে উঠতে পারা একটি সাফল্য। কিন্তু আমরা কি ভেবেছি, এই আচরণ আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকর?

একটি মুহূর্তের জন্য চিন্তা করুন, আজ আপনি আছেন, কিন্তু কাল হয়তো আপনি থাকবেন না। এই ভাবনাটি আমাদের আত্নসমালোচনা করতে বাধ্য করে। কেন আমরা আমাদের আশেপাশের মানুষের প্রতি খারাপ আচরণ করি? কেন আমরা অন্যের সুখ-দুঃখের পরোয়া না করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই?

আসুন আমরা পদক্ষেপ নিই এই নীরব প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার। মানুষের সাথে সদালাপ এবং সদাচার বজায় রাখা আমাদের প্রথম কর্তব্য। তাদের হক মরা, তাদের অধিকার লঙ্ঘন করা – এটা কখনই একটি সফলতার লক্ষণ নয়। বরং, এটি আমাদের মানবিক পরিচয়কে ক্ষুণ্ণ করে।

এখন সময় এসেছে একসাথে সমাজ গড়ার, যেখানে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব। আলোচনায় আসুন, পরস্পরের মতামত ও অনুভূতিকে গুরুত্ব দিন। আসুন আমরা একে অপরের সাফল্যে আনন্দিত হই এবং কঠিন সময়ে সহায়ক হই।

শেষে বলবো, খারাপ আচরণ কেবল আমাদের নিজেদের ক্ষতি করে। তাই আসুন, আমরা সবাই একযোগে চেষ্টা করি আমাদের বিশেষ এই পৃথিবীটিকে ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে সাজাতে। মানুষের হক মেরে খাওয়া কেনা নিশ্চিতভাবে আমাদের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে। আসুন, আমরা ভালো মানুষ হিসেবে নিজেদের তৈরি করি।

জীবন মানেই সংগ্রাম, এই ধারণাটি আমাদের সকলের জন্য প্রযোজ্য। প্রতিটি মানুষের জীবনেই বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন...
13/07/2025

জীবন মানেই সংগ্রাম, এই ধারণাটি আমাদের সকলের জন্য প্রযোজ্য। প্রতিটি মানুষের জীবনেই বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে হয়। এই সংগ্রামের মাধ্যমে আমরা নিজেকে গড়ে তুলি, শিখি এবং উন্নতি করি। ছেলেবেলায় পড়াশোনা, কর্মজীবনে সফলতা অর্জন, স্বাস্থ্য রক্ষার মতো বিষয়গুলোর জন্য প্রচুর শ্রম ও উদ্যোগ প্রয়োজন।

সংগ্রাম ছাড়া জীবনের অর্থই হয় না। এটি আমাদের শক্তি ও উদ্যম প্রদানের একটি মাধ্যম। সংগ্রামের সময় আমরা সমস্যাকে মোকাবেলা করে নিজেদের মেধা ও দক্ষতা পরীক্ষা করতে পারি। যত নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই, ততই আমাদের আশা ও সংকল্প বৃদ্ধি পায়।

যখন আমরা সংগ্রামের মধ্যে দিয়ে যাই, তখন আমরা নতুন অভিজ্ঞতা লাভ করি এবং তা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে। আসলে সংগ্রামের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আবিষ্কার করি এবং সাফল্যের নতুন দিগন্তে পৌঁছাই। জীবন সংগ্রামই আমাদেরকে শক্তিশালী, ধৈর্যশীল ও সফল মানুষ হিসেবে গড়ে তোলে। তাই, সংগ্রামই হল জীবনের অঙ্গ।
゚viralシfypシ゚viralシ

12/07/2025

সাফল্য পেতে হলে অবশ্যই নিজের পতি আস্থা থাকতে হবে।
゚viralシfypシ゚viralシ

11/07/2025

@everyone

11/07/2025

সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমরা সবাই ভালো কিছু পাবো❤️‍🩹💔❤️

29/08/2023

রাসেল পাগলার আরেকটি বিচ্ছেদ গান💔🥰

24/08/2023

রাসেল।পাগলার কন্ঠে অসাধারণ একটা গান।

Address

Chittagong
KHULSHI

Alerts

Be the first to know and let us send you an email when চাদেঁর আলো১২৩ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাদেঁর আলো১২৩:

Share