
19/07/2025
**কষ্টের ইতিহাস**
মানব ইতিহাস কষ্ট ও সংগ্রামের গাথায় ভরা। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানুষ যুদ্ধ, দারিদ্র্য, রোগ ও শোষণের বিরুদ্ধে লড়াই করে আসছে। প্রাচীন সভ্যতায় দাসপ্রথা, যুদ্ধবিগ্রহ ও রাজনৈতিক অস্থিরতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। মধ্যযুগে ধর্মীয় উন্মাদনা, সামন্ততন্ত্রের শোষণ ও মহামারি লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
আধুনিক যুগেও কষ্টের ইতিহাস কম নয়। ঔপনিবেশিক শাসন, বিশ্বযুদ্ধ, হত্যাযজ্ঞ ও গণহত্যা মানবতাকে লাঞ্ছিত করেছে। দুর্ভিক্ষ, বন্যা, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট বিপর্যয়ও মানুষকে অশ্রু ও রক্তের সাগরে ভাসিয়েছে। বর্ণবাদ, জাতিগত বিদ্বেষ ও অর্থনৈতিক বৈষম্য আজও কোটি কোটি মানুষকে শৃঙ্খলিত করে রেখেছে।
ব্যক্তিগত জীবনেও কষ্টের শেষ নেই। প্রিয়জনের বিচ্ছেদ, ব্যর্থতা, অসুস্থতা ও নিঃসঙ্গতা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু এই কষ্টই মানুষকে শক্তিশালী করে, সংবেদনশীল করে। ইতিহাস প্রমাণ করে, কষ্টের মধ্য দিয়েই মানুষ বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পায়।