15/01/2024
- কী করেন?
- দূরত্ব জমাই।
- কার সাথে?
- কারো সাথে না।
- তাহলে।
- মানে দূরত্ব নিয়ে লিখা আমার টুকরো লেখাগুলোকে
একসাথে জমা করছি।
- ওহ আচ্ছা তাই বলুন, কই? দেন তো দেখি!
- নিচে দিলাম, দেখতে পারেন। এগুলো খণ্ডকালীন দূরত্ব,
তুলনামূলক বড় দূরত্বগুলো অন্য একদিন দেখাবো।
❑
এইযে ছুটে আসি, দুঃখ পাই।
চলে যেতে যেতে ভাবি; ফিরবো না আর।
অথচ খানিক এগুতেই দেখি;
পিছুটান ছাড়া পথ নেই কোথাও যাবার!
❑
দূরত্ব ঘোচাবো বলে
যতটা এসেছি কাছাকাছি
কাছে এসে দেখি;
কেবলি পথ পেরিয়েছি
কাছে যেতে চেয়ে
আরও ঢের দূরে চলে গেছি।
❑
এইযে মান বাড়ে, বাড়ে দূরত্ব, বিষাদের ঢেউ,
কতটা কে পুড়ে গেল, কার কতো ক্ষত হলো
অভিমান ভুলে গিয়ে, সেই খোঁজ রাখেনি তো কেউ!
❑
দূরত্ব আনেনি ভৌগোলিক স্থান, দূরত্ব আনেনি জনে,
দূরত্ব এনেছে নিরব অভিমান, চুপচাপ মনে মনে।
❑
অতটা দূরে নয় আকাশ
যতটা দূরত্বে তোমার বসবাস।
❑
ঠিক যখনই পড়লো ভাটা তোমার গুরুত্বে
আমরা দু'জন ছিটকে গেলাম– তারার দূরত্বে!
❑
কখনো কখনো কাছে আসা মানে; দূরত্বের পূর্বাভাস।
কখনো কখনো কাছে আসা মানে–
আমি আর ফিরবো না, আমাকে ভুলে যাস।
❑
আপনত্বের অধিকার খাটাতে গিয়ে অপরাধী
হবার চেয়ে অন্য মানুষ হয়ে দূরত্ব পোষা ঢের ভালো।
❑
চুপচাপ দূরে সরে যাব; নিঃশব্দে
একা আকাশের মত; নিঃসঙ্গ।
যতটা দূরে গেলে–
কারো দহনে আর পুড়বে না মন,
যতটা দূরত্বকে লোকে বলবে 'আকাশ এমন'।
❑
আপনি দূরত্ব চাইলেন
আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।
❑
অবশেষে জানলাম;
যা কিছু দূর থেকে সুন্দর,
তার মধ্যে শীর্ষে আছে মানুষের নাম।
অথচ এতকাল আমি—
আকাশকেই দূরত্বের উপমা দিয়ে এলাম।
❑
প্রিয় দূরত্বতমা, এইসব অভিমানের দিন
দূরত্বের আলোকবর্ষ আর অপেক্ষার ইতি টেনে দিয়ে
একদিন চিঠি লিখবেন– আকাশের ঠিকানায়।
_