Oོnོuོvོhོuོtོiོrོ ོgོoོlོpོoོ ོkོoོtོhོoོkོ

Oོnོuོvོhོuོtོiོrོ ོgོoོlོpོoོ ོkོoོtོhོoོkོ তুমি আমার দূরে থাকা, ভী'ষ'ণ কাছের কেউ। যাকে পাওয়ার ইচ্ছা ভী'ষ'ণ, কিন্তু তাতে বাঁ'ধা সাত সমুদ্রের ঢেউ

15/01/2024

- কী করেন?
- দূরত্ব জমাই।
- কার সাথে?
- কারো সাথে না।
- তাহলে।
- মানে দূরত্ব নিয়ে লিখা আমার টুকরো লেখাগুলোকে
একসাথে জমা করছি।

- ওহ আচ্ছা তাই বলুন, কই? দেন তো দেখি!
- নিচে দিলাম, দেখতে পারেন। এগুলো খণ্ডকালীন দূরত্ব,
তুলনামূলক বড় দূরত্বগুলো অন্য একদিন দেখাবো।


এইযে ছুটে আসি, দুঃখ পাই।
চলে যেতে যেতে ভাবি; ফিরবো না আর।
অথচ খানিক এগুতেই দেখি;
পিছুটান ছাড়া পথ নেই কোথাও যাবার!


দূরত্ব ঘোচাবো বলে
যতটা এসেছি কাছাকাছি
কাছে এসে দেখি;
কেবলি পথ পেরিয়েছি
কাছে যেতে চেয়ে
আরও ঢের দূরে চলে গেছি।


এইযে মান বাড়ে, বাড়ে দূরত্ব, বিষাদের ঢেউ,
কতটা কে পুড়ে গেল, কার কতো ক্ষত হলো
অভিমান ভুলে গিয়ে, সেই খোঁজ রাখেনি তো কেউ!


দূরত্ব আনেনি ভৌগোলিক স্থান, দূরত্ব আনেনি জনে,
দূরত্ব এনেছে নিরব অভিমান, চুপচাপ মনে মনে।


অতটা দূরে নয় আকাশ
যতটা দূরত্বে তোমার বসবাস।


ঠিক যখনই পড়লো ভাটা তোমার গুরুত্বে
আমরা দু'জন ছিটকে গেলাম– তারার দূরত্বে!


কখনো কখনো কাছে আসা মানে; দূরত্বের পূর্বাভাস।
কখনো কখনো কাছে আসা মানে–
আমি আর ফিরবো না, আমাকে ভুলে যাস।


আপনত্বের অধিকার খাটাতে গিয়ে অপরাধী
হবার চেয়ে অন্য মানুষ হয়ে দূরত্ব পোষা ঢের ভালো।


চুপচাপ দূরে সরে যাব; নিঃশব্দে
একা আকাশের মত; নিঃসঙ্গ।
যতটা দূরে গেলে–
কারো দহনে আর পুড়বে না মন,
যতটা দূরত্বকে লোকে বলবে 'আকাশ এমন'।


আপনি দূরত্ব চাইলেন
আর আমি দূর থেকে আপনাকে চাইলাম।


অবশেষে জানলাম;
যা কিছু দূর থেকে সুন্দর,
তার মধ্যে শীর্ষে আছে মানুষের নাম।
অথচ এতকাল আমি—
আকাশকেই দূরত্বের উপমা দিয়ে এলাম।


প্রিয় দূরত্বতমা, এইসব অভিমানের দিন
দূরত্বের আলোকবর্ষ আর অপেক্ষার ইতি টেনে দিয়ে
একদিন চিঠি লিখবেন– আকাশের ঠিকানায়।

_

❝যেহেতু অভিমান, অভিযোগ লিখে রাখবার জন্য আকাশ ব্যতীত আমার দ্বিতীয় কোনো রাফখাতা নেই। নেই নোটখাতা'র মতোন একান্ত ব্যক্তিগতকো...
13/12/2023

❝যেহেতু অভিমান, অভিযোগ
লিখে রাখবার জন্য আকাশ ব্যতীত
আমার দ্বিতীয় কোনো রাফখাতা নেই।
নেই নোটখাতা'র মতোন একান্ত ব্যক্তিগত
কোনো প্রেয়সী কিংবা প্রিয়জন।
যেহেতু আমার দুঃখবোধ শোনার জন্য
কেউ কান পাতেনি, এগিয়ে আসেনি দু'পা।

হৃদয়ের যত ব্যথা, যত সুর, যত কাতরতা,
আমি তাই আকাশের বুকে লিখে রাখি।
অশ্রুর কালিতে লেখা আকাশ
আমার একান্ত ব্যক্তিগত রাফখাতা।

লিখে রাখা সেই সব কথা শোনার জন্য
প্রতি রাতে এক মহান সত্তা ছয় আসমান
পেছনে ফেলে– আকাশে নেমে আসেন।
অথচ, মানুষের পৃথিবীতে আমার দুঃখবোধ
শোনার জন্য কেউ দু'পা এগিয়ে আসেনি!

.আমাদের তো অনেক কিছুই বাকি থেকে যায়। ঐ যে রোজ মানুষটাকে বলবেন বলে কথা গুলো গুছিয়ে আনেন শেষ পর্যন্ত আর বলা হয় না সেই কথা ...
12/12/2023

.আমাদের তো অনেক কিছুই বাকি থেকে যায়। ঐ যে রোজ মানুষটাকে বলবেন বলে কথা গুলো গুছিয়ে আনেন শেষ পর্যন্ত আর বলা হয় না সেই কথা গুলো তো বাকিই থেকে যায়। না বলা কথার ভার বয়ে নিয়ে বেড়ানোটা খুব কঠিন। তবুও তো বয়ে বেড়াতে হয় ইচ্ছায় কিংবা অনিচ্ছায়!

ঐ যে মানুষটার উপর আমাদের এতো আক্ষেপ, অভিমান, ভালোবাসা তার সবটা কি আমরা প্রকাশ করতে পারি? যতটুকো প্রকাশ করি তার চেয়েও কত বেশি প্রকাশহীন থেকে যায়। প্রকাশহীন কত অনুভূতি রোজ আমরা নিজেরাই আড়াল করে নেই। কত রাগ, অভিমান, ভালোবাসা থেকে যায় অপ্রকাশিত।

ঐ যে মাঝরাতে মানুষটার কথা ভেবে রোজ চোখের অশ্রু ফেলেন সেই মানুষটা কি জানবে কোনদিন? চোখের দিকে তাকিয়ে মনের সমস্ত কথা গুলো কোনদিনও কি সেই মানুষটাকে বলা হয়ে উঠবে? অথচ কথা নির্ঘুম রাত আপনি কাটিয়ে দিয়েছেন সেই মানুষটার কথা ভেবে। সেই সব কথা তো না বলাই থেকে যাবে।

আমাদের তো বাকি থেকে যায় আরও অনেক কিছুই। বাকি থেকে যায় কত ইচ্ছে, কত স্বপ্ন। অপ্রকাশিত রয়ে যায় কাউকে না বলে কত কথা। তবুও জীবন চলে যায়, আমরাও চালিয়ে নেই। তারপরও হুট করে কোন একদিন সেই সব অপূর্ণতার কথা ভেবে মন খারাপ হয়, চোখের পাতা ভিজে যায়। এই হঠাৎ হওয়া মন খারাপ আর দীর্ঘশ্বাসের কারণটুকু পৃথিবীর আর কারও জানা হয়ে উঠে না।
❝নিভৃতে কিছু মানুষের প্রতি থেকে যায় আমাদের
এক আকাশ অভিমান❞!🌸

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oོnོuོvོhོuོtོiོrོ ོgོoོlོpོoོ ོkོoོtོhོoོkོ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oོnོuོvོhོuོtོiོrོ ོgོoོlོpོoོ ོkོoོtོhོoོkོ:

Share