Sruty Dey

Sruty Dey শিক্ষার কোনো অন্ত নেই
মৃত্যুর যাত্রা পথেও মানুষ শিক্ষা গ্রহণ করে💓

29/06/2025

এমন একটি বেদনাদায়ক খবর শুনে নিঃশব্দে মাথা নত হয়ে আসে..!🥺😰ফেনীর খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিতু নামের এক সনাতন...
18/05/2025

এমন একটি বেদনাদায়ক খবর শুনে নিঃশব্দে মাথা নত হয়ে আসে..!🥺😰

ফেনীর খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিতু নামের এক সনাতনী তরুণীর মর্মান্তিক মৃত্যু শুধু একটি ব্যক্তির হারিয়ে যাওয়া নয়, এ এক সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি। এক সম্ভাবনাময় জীবন, যাকে হয়তো পরিবার ভালোবাসায় আগলে রেখেছিল, স্বপ্ন দেখেছিল উজ্জ্বল ভবিষ্যতের; সেটি এক অসতর্ক, অনিয়ন্ত্রিত ও দায়িত্বহীন সড়ক বাস্তবতায় নিঃশেষ হয়ে গেল..!

সড়ক যেন প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদ হয়ে উঠছে। আইন আছে, নীতিমালা আছে, কিন্তু বাস্তবায়ন? কোথায় মানবিকতা, কোথায় দায়বদ্ধতা? আজ মিতু, কাল হয়তো আরেকজন। আর আমরা কেবল শোক প্রকাশে সীমাবদ্ধ থাকি..!

মিতু ছিলেন একজন সনাতনী তরুণী। তার পরিচয় আমাদের সমাজের ধর্মীয় বৈচিত্র্য, সামাজিক সহাবস্থানের এক প্রান্তিক কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। তার মৃত্যুতে শুধু একটি প্রাণ ঝরে যায়নি, আমরা হারিয়েছি একটি পরিচয়ের নীরব স্বপ্ন, এক নাবিকহীন তরুণ আশার গল্প..!

এই শোক প্রকাশের ভাষা নেই, তবু আমাদের বিবেককে জাগ্রত করা জরুরি। রাষ্ট্রকে, সড়ক ব্যবস্থাপনাকে, আমাদের আচরণ ও মনোভাবকে বদলাতে হবে। আমাদের প্রয়োজন শুধু ট্রাফিক আইন মেনে চলা নয়, বরং একে হৃদয় দিয়ে উপলব্ধি করা যে, প্রতিটি জীবন অপরিমেয় মূল্যবান..!

মিতুর আত্মা শান্তিতে থাকুক। তাঁর মৃত্যু যেন আমাদের কণ্ঠে ধ্বনিত হয় এক দৃঢ় অঙ্গীকারে, আরও কেউ যেন না হারায় এইভাবে। দায়িত্ব হোক বাস্তব, এবং করুণা হোক সক্রিয়..!

14/03/2025

বাবা কর্তৃক দশ বছরের সন্তান ধর্ষণের শিকার।
স্থান চট্টগ্রাম হাটহাজারী।
সোর্স কমেন্টে

13/03/2025

আছিয়ার ভাগ্য ভাল, তাই আছিয়ার জন্য পুরো বাংলাদেশ কাঁদতেছে! বরগুনার ৭ম শ্রেণির মেয়েটার পরিবার ধর্ষকের বিরুদ্ধে মামলা দিয়েছে বলে বাবাকেই হ'ত্যা করে ফেলল! কারো কোন শব্দ নেই! কেউ কাঁদার নেই! এই পরিবারটার এখন কি হবে,তা কেউই ভাবার নেই! ধর্ষিতাকেও মনে হয় স্বধর্মী হতে হয়,নইলে সহানুভুতি নয়!

মেয়ে ধর্ষণের সাক্ষী দেওয়ার আগের রাত্রি জীবন দিতে হলেও বাবার।বরগুনার কালীবাড়িতে মিন্টু দাস নামের একজন হত্যা
12/03/2025

মেয়ে ধর্ষণের সাক্ষী দেওয়ার আগের রাত্রি জীবন দিতে হলেও বাবার।
বরগুনার কালীবাড়িতে মিন্টু দাস নামের একজন হত্যা

শুভ সকালজয় মা💖
12/03/2025

শুভ সকাল
জয় মা💖

নেপালিরা আবার জেগে উঠেছে ❤️নেপাল ২৪০ বছর ধরে হিন্দু রাজতন্ত্র ছিল এবং ২০০৮ সালে এটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়...
11/03/2025

নেপালিরা আবার জেগে উঠেছে ❤️

নেপাল ২৪০ বছর ধরে হিন্দু রাজতন্ত্র ছিল এবং ২০০৮ সালে এটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল । আমেরিকা ও চীনের মদদে মাওবাদ ও ধর্মান্তর বেড়ে গিয়েছে ইদানিং । গণতন্ত্র নেপালে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে ।

সম্প্রতি কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানিয়েছেন। নেপালকে হিন্দু রাষ্ট্র হিসেবে পুনপ্রতিষ্ঠার দাবি ক্রমশ বাড়ছে ✊

ব্রেকিং নিউজ...... হিন্দু নাবালিকাকে হিজাব পরিধান করতে বলা, ধর্ষণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং নারী বিদ্বেষী নানার...
10/03/2025

ব্রেকিং নিউজ......
হিন্দু নাবালিকাকে হিজাব পরিধান করতে বলা, ধর্ষণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং নারী বিদ্বেষী নানারকম কর্মকাণ্ডে বহুল সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান গ্রেপ্তার। ঢাকার সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।।

10/03/2025

#হিজাব না পড়ার কারণে এক হিন্দু বাচ্চাকে রাস্তায় হেনস্তা ।

আপনাকে হিজাব পড়লে সুন্দর লাগবে।
হিজাব পড়েনি কেন জিজ্ঞেস করাতে, বাচ্চা মেয়েটি সাবলীলভাবে মিষ্ট ভাষায় বলছিলো আমি হিন্দু!
উত্তরে হেনস্তাকারী বলছে তাতে কি হয়েছে?এইজন্যকি মানুষকে দেখানো লাগবে বলো!

অবাক হচ্ছি একটা বাচ্চা মেয়ের সাথে এইভাবে কেউ কথা বলে!তার কি আছে সে যে ঢাকবে?তাদের ভাষায় বলতে গেলে বড় বড় কি যেন ঢাকতে হয়!তাওতো নেইরে ভাই? তাহলে কেন এমন আচরণ করে বেড়াচ্ছেন?

এই ছেলে বলে বেড়াচ্ছে, যে বেপর্দায় থাকবে তাকে ধর্ষণ করবে!

এসব বলে সে নারীদের স্বাভাবিক জীবন যাত্রা হুমকির দিকে ঠেলে দিচ্ছে।অনেক বখাটে দেখা যাবে,এই ইস্যুটাকে সামনে রেখে ধর্ষণের মতো নিকৃষ্ট কাজে উৎসাহ পাবে।

প্রশাসনের উচিৎ এই বিকৃত মস্তিষ্কের মানুষদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করা।

এরা নয় মাস হতে নয় বছরের শিশুকে কি দিয়ে ঢাকবে?
আজকাল নবজাতক শিশু কিছু বুঝে উঠার আগে ধর্ষিতা হয়।
তাহলে তার কি অপরাধ?তার কি আছে তাকেযে ঢাকবে?

কেউ পর্দায় থাকুক এতে আমাদের কোন মাথা ব্যাথা নাই।সেটা একটা নির্দিষ্ট ধর্মের চর্চার অংশ।কিংবা শালীনতার সহিত আতঙ্ক না ছড়িয়ে কেউ সচেতনতামূলক ক্যাম্পেইন করুক, তাতেও কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু রাস্তাঘাটে মেয়েদের মাঝে আতঙ্ক ছড়িয়ে সচেতনতা কখনোই বৃদ্ধি হবেনা।এটা সম্পূর্ণ হুমকি দেয়া।পর্দায় আসো নাহয় ধর্ষণ করবো।এমন হুমকির পরেও সে এখনো দিবালোকে ঘুরে বেড়াচ্ছে!

পর্দা পড়তে বলেন,তবে এইভাবে মেয়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না।এর সুফল দেখা যাবে ভালো আসবেনা।

কখনো আতঙ্ক ছড়িয়ে বা হুমকি দিয়ে কিছুই আদায় করা যায়না।গেলেও তার স্থায়িত্ব বেশিদিন থাকেনা।

Khalid Mahmud Hridoy Khan  এর বাসা সাভারে। কেউ পর্দা করা ছাড়া বাহিরে বের হলে তাকে ধ র্ষ ন করা যাবে বলে ভিডিয়ো বানায়। এই ...
10/03/2025

Khalid Mahmud Hridoy Khan এর বাসা সাভারে। কেউ পর্দা করা ছাড়া বাহিরে বের হলে তাকে ধ র্ষ ন করা যাবে বলে ভিডিয়ো বানায়। এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েদেরকে হেনস্তা করে। রাস্তায় বয়স্ক মহিলারা চলতে পারে না।

শুধু মুসলিম নয় হিন্দু মেয়েদের ও বলছে, হিন্দু তাতে কী হয়েছে। তবুও হিজাব পড়বা। কতোবড় শুয়োরের বাচ্চা।

আমার এই পোস্ট শেয়ার করুন নয়তো কপি পোস্ট করুন। এই শুয়োরকে আইনের আওতায় আনুন।

সর্বশেষ আপডেট :😭😭😭আছিয়াকে ঢাকা সিএমএইচ এর আই/সিই/উতে রাখা হয়েছে। তার সারা শরীরে ইনফে/কশন ছড়িয়ে পড়েছে। বাঁচার সম্ভাবনা খু...
09/03/2025

সর্বশেষ আপডেট :😭😭😭
আছিয়াকে ঢাকা সিএমএইচ এর আই/সিই/উতে রাখা হয়েছে। তার সারা শরীরে ইনফে/কশন ছড়িয়ে পড়েছে।
বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছে। সবাই দোয়ায় করুন বাচ্চাটার জন্য🙏🙏


শুভ দুপুর হর হর মহাদেব 💖
08/03/2025

শুভ দুপুর
হর হর মহাদেব 💖

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sruty Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share