07/10/2025
🪔🪔 #দামোদর_লীলা_কথামৃত🌺🌿🙏
------ #পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার সাথে যে সকল লীলা করেছিলেন, তার মধ্যে 'দামবন্ধন' বা 'দামোদর লীলা' অনেক আশ্চর্য ও চমকপ্রদ লীলা। দামোদর লীলাটি হয়েছিল দীপাবলী উৎসবের দিন। তখন শ্রীকৃষ্ণের বয়স ছিল তিন বছর চার মাস। সেইদিন নন্দবাবা যমুনার পশ্চিম তীরে ছটিকরাতে চলে যান। রোহিনী দেবীও বলরামকে নিয়ে উপানন্দের বাড়িতে নিমন্ত্রণের জন্য চলে যান।🪔🌿
সেই দিন মা যশোদা চিন্তা করেছিলেন যে, কৃষ্ণ কেন অন্যান্য গোপীদের বাড়িতে দধি, মাখন চুরি করে খায়। নিশ্চয়ই তাঁর ঘরের তৈরি দধি-মাখন সুস্বাদু লাগছে না। তাই অন্যের দধি-মাখন চুরি করে। আর যখন ওরা বিচার দেয়, তখন যশোদার কাছে খুব খারাপ লাগে, যদিও তারা প্রমাণ করতে পারে না। তাই তিনি মনস্থির করলেন- আজ দীপাবলির দিনে তার কৃষ্ণের জন্য নিজ হাতে রান্না করবেন। এইজন্য তিনি গৃহপরিচারিকাদের অন্য কাজে নিযুক্ত করে নিজেই দধি মন্থন করতে বসলেন।🪔🌿
নন্দ মহারাজের নয় লক্ষ গাভী ছিল। তার মধ্যে আট দশটি ছিল দেবতাদের দেওয়া পদ্মগন্ধিনী গাভী। এই পদ্মগন্ধিনী গাভীগুলিকে ঘাসের পরিবর্তে বিভিন্ন প্রকারের ঔষধি ও সুগন্ধি তৃণ-গুল্মলতা খাওয়ানো হত। আর তাদের দুধ একমাত্র কৃষ্ণের জন্য নির্ধারিত ছিল। যশোদা মাতা মনে করেছিলেন যে, দাসীরা ঠিকমতো দুধ আহরণ, দধি মন্থন ও রান্না করে না, তাই কৃষ্ণ অন্যের জিনিস চুরি করে খায়। তাই তিনি অনেক রাত থেকেই দুধ আহরণ করে, ছানা করে, বিভিন্ন প্রকার দুগ্ধ জাতীয় সন্দেশ, দই তৈরি করে বাকী দুধ অন্য একটি চুলায় গরম করতে বসিয়ে নিজেই দধি মন্থন করতে বসলেন।🪔🌿
ঘরের বারান্দায় কাঠের খুঁটির সাথে দধির ভাণ্ড বেঁধে কৃষ্ণকে খাটে একাকী ঘুম পাড়িয়ে মা যশোদা দরজার ফাঁকে কৃষ্ণকে দেখে দেখে মৃদুভাবে দধি মন্থন করছিলেন। সেদিন যশোদা মা স্যাফরন হলুদ রঙের রেশমী কাপড় পড়েছিলেন, হাতে কঙ্কন, কানে কুণ্ডল, মাথায় ফুলের মালা পড়ে সেবায় ব্যস্ত কম্পিত দেহে দধি মন্থন করতে করতে তার ছোট্ট শিশু কৃষ্ণের বিভিন্ন লীলার কথা ভাবছিলেন, কৃষ্ণের ঘুমন্ত চাঁদ বদন দেখছিলেন আর মুখে মধুর সুরে বেদের সামগীত গাইছিলেন। হাতের কঙ্কনদ্বয়ের অস্ফুট ঝন্ ঝন্ শব্দ, কানের কুণ্ডলের ঝুমুর আওয়াজ, যশোদা মায়ের ঔদ্ধত্য সাজ, মুখে ভগবানের লীলাগান যেন চিন্ময় জগতের অভিব্যক্তি ফুটে উঠল। আর যশোদা মা ঘুমন্ত কৃষ্ণকে দেখে বাৎসল্য প্রেমে উদ্বেলিত হলে তার স্তনদ্বয় হতে আপনাআপনি দুগ্ধ নিঃসরিত হতে লাগলো।🪔🌿
এদিকে কৃষ্ণ এই ভোরের শীতে প্রতিদিন মাকে জড়িয়ে ধরে যশোদা মায়ের বুকে ঘুমিয়ে থাকেন। আজ কি যেন নেই, আবার কঙ্কনের ঝন্ ঝন্ শব্দ, দধি মন্থনের গর গর শব্দ মনে হয় করতাল ও মৃদঙ্গের বাদ্য। মায়ের মুখে কৃষ্ণলীলা গান তাঁর কর্ণে প্রবেশ করে যেন তাঁর যোগনিদ্রা ভঙ্গ হল, সাথে মায়ের বুকের দুধের তৃষ্ণা পাওয়ায় "মাইয়া মাইয়া" বলে ঘুম থেকে উঠে এক লাফে খাট থেকে নেমে দু'খানি পদ্মহস্ত দ্বারা নেত্রযুগল মার্জনা করতে করতে সেই দধি মন্থনের স্থানে এলেন। মা যশোদার কি প্রগাঢ় প্রেমের সেবানিষ্ঠা! তার কাছে কৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন, কোন খেয়ালই নেই, তিনি মন্থন কার্য চালিয়েই যাচ্ছেন। কৃষ্ণ ভাবলেন- কিছু একটা করা দরকার। তাই মন্থন দণ্ড চেপে ধরলেন। মা বললেন- "একটু সবুর কর বাছা, অল্প একটু মাখন তুলে নিই।" কৃষ্ণ বললেন- "না আমি এখনি দুধ খাব।" এই বলে জোর করে মায়ের কোমরে জাপটে ধরে জানুর উপর পা দিয়ে কোলে উঠে পড়লেন। আর যশোদা মায়ের স্তন থেকে নিঃসরিত দুগ্ধধারা আস্বাদনে মনযোগ দিলেন। মা যশোদা কৃষ্ণের নয়নাভিরাম সুমধুর মুখপানে তাকিয়ে বাৎসল্য রসের আনন্দ উপভোগ করছিলেন।🪔🌿
কিন্তু বারান্দায় বৃহৎ চুল্লীর উপরে পদ্মগন্ধিনী গাভীর দুধ গরম করা হচ্ছিল। সেই দুধ ভাবলো- হায় হায়! আজও কি কৃষ্ণ আমায় গ্রহণ করবে না? যশোদা মায়ের বুকের দুধ কি ফুরাবে না? প্রেমবুভুক্ষ কৃষ্ণের তৃষ্ণা কি মিটবে না? যুগ যুগ তপস্যার ফল কৃষ্ণের অধরের স্পর্শ কি আজ সফল হবে না? তারচেয়ে বরং এই অগ্নিকুণ্ডে আত্মাহুতি দেওয়াই ভালো। এই বলে অগ্নিতাপে দুধ স্ফীতা হয়ে দুগ্ধ পাত্রের গা বেয়ে উপচে পড়তে লাগলো। এভাবে কয়েক মুহূর্ত কেটে গেল। হঠাৎ মা যশোদা দুধ পোড়ার গন্ধ পেলেন। আর অমনি ঝপ করে কৃষ্ণকে কোল থেকে মাটিতে রেখে উনুনের দিকে দৌড় দিলেন। আর কৃষ্ণ হতভম্ব! এটা কি হলো? আমি বৈকুণ্ঠধাম ছেড়ে মা তোমার কাছে এসেছি। আর সামান্য দুধের জন্য আমায় দুগ্ধপানের আনন্দ থেকে বঞ্চিত করলে? ঠিক আছে, আমিও দেখাচ্ছি মজা।🪔🌿
এই বলে কৃষ্ণ সেই দধি মন্থন করার পেষনী দিয়ে দধির ভাণ্ডটি ভেঙ্গে ফেললেন। ঘরে গিয়ে সদ্য রান্না করা সব উল্টে ফেলে দিলেন। ঘর-বারান্দায় দধি, মাখন ও অন্যান্য সুস্বাদু খাদ্য দ্বারা মাখিয়ে ফেললেন। যশোদা মা ফিরে এসে এইসব দেখে কৃষ্ণের উপর অনেক রাগ করে হাতে একটি ষষ্ঠি নিয়ে কৃষ্ণকে ধরতে ছুটলেন। কৃষ্ণও ভয়ে দৌড় দিল এবং কৃষ্ণের ইচ্ছায় মা যশোদা কৃষ্ণকে ধরতে পারলেন। তখন কৃষ্ণকে একটা উদখলের সাথে বেঁধে রাখার জন্য দড়ি নিয়ে এলেন এবং অনেক কষ্টের পর কৃষ্ণের ইচ্ছায় মা যশোদা তাঁকে কোমর ও পেটের মধ্যস্থলে বাঁধতে পারলেন।🪔🌿
-------হরে কৃষ্ণ।। 🌺🪔🌿🙏🙏🙏🙏
#দামোদর #জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ