ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ পাপের বোঝা হালকা করো "পুণ্যের বোঝা করো ভারী l যেকোনো মূহূর্তে যেতে হবে তোমায়
এই দুনিয়া ছাড়ি.....💛🦋
🧡🦋----হরে কৃষ্ণ🍀-----(ভগবান শ্রীকৃষ্ণ)🍀
(3)

ওঁ নমঃ শ্রী শ্রী কামাক্ষ্যা দেবী মাতা |🌸🌺🌿🙏-------- মেধস মুনির আশ্রম ।🌸🌺🌿🙏🙏🙏   #জয়রাম_জয়গোবিন্দ               ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀ...
30/11/2025

ওঁ নমঃ শ্রী শ্রী কামাক্ষ্যা দেবী মাতা |🌸🌺🌿🙏

-------- মেধস মুনির আশ্রম ।🌸🌺🌿🙏🙏🙏
#জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দীনঃদয়ালদীনঃদয়ালু প্রভু দীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়ালগুরুর নামোঃ বৈ কেবলম্ — গুর...
30/11/2025

প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দীনঃদয়াল
দীনঃদয়ালু প্রভু দীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।
জয় রাম । সকল বন্ধু ও গুরু ভাই বোনদের জানাই.
শুভ সুপ্রভাত 🌺🌿... জয় রাম জয় গোবিন্দ।
গুরু কৃপাহি কেবলম্। 🌺🌿🙏🙏🙏
🧡🌿জয় রাম জয় গোবিন্দ!
গুরু কৃপাহি কেবলম্! 🌺🌿🙏
#জয়রাম_জয়গোবিন্দ #জয়রাম_জয়গোবিন্দ_শুভ_সকাল

🌿🌺🌿 হরে কৃষ্ণ! 🌿🌺🌿🙏🙏🙏🌿 ক্রোধ মানুষের ধৈর্যতাকে সম্পূর্ণ ভাবে নষ্ট করে।      ঈর্ষা মানুষের বিবেককে প্রলোভিত করে।      আর ...
29/11/2025

🌿🌺🌿 হরে কৃষ্ণ! 🌿🌺🌿🙏🙏🙏

🌿 ক্রোধ মানুষের ধৈর্যতাকে সম্পূর্ণ ভাবে নষ্ট করে।
ঈর্ষা মানুষের বিবেককে প্রলোভিত করে।
আর মিথ্যা মানুষকে তার ধ্বংসের দিকে আরো
একধাপ নিয়ে যায়।🥰
-----ভগবান শ্রীকৃষ্ণ )🌺🌸🌿🙏🙏
#জয়রাম_জয়গোবিন্দ

🌿 "এসেছি একা যাবো একা"      "কিন্তু হরিনাম না করলে"       "অন্তিমকালে পাবো না প্রভুর দেখা"       গেলো এই মানব জীবন বৃথা।...
29/11/2025

🌿 "এসেছি একা যাবো একা"
"কিন্তু হরিনাম না করলে"
"অন্তিমকালে পাবো না প্রভুর দেখা"
গেলো এই মানব জীবন বৃথা।🥲

🌿🌺🌿 হরে কৃষ্ণ! 🌺🌿🙏🙏🙏
#জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

✨মোক্ষদা একাদশী আসছে ১ ডিসেম্বর। 🌿🌺🌺যে ব্যক্তি ভগবানের একাদশী বার্তা অন্য ভক্তের কাছে পৌছে দেয়, সেও অধিক পূণ্যে অর্জন কর...
29/11/2025

✨মোক্ষদা একাদশী আসছে ১ ডিসেম্বর। 🌿🌺🌺
যে ব্যক্তি ভগবানের একাদশী বার্তা অন্য ভক্তের কাছে পৌছে দেয়, সেও অধিক পূণ্যে অর্জন করে এবং ভগবানের অশেষ কৃপা লাভ করে।
একাদশী ব্রত নিজে পালন করুন এবং অন্যকে পালনে উৎসাহিত করুন।
হরে কৃষ্ণ🌿🌺🌿 " রাধে রাধে🌿🌺🌿


!! #একাদশী বার্তা ও #মাহাত্ম্য !! 🦚✨🌺🌿

তারিখ: ০১-ডিসেম্বর-২০২৫ ইং
বার: সোমবার
#একাদশীর_নাম_মোহ্মদা.✨🌺🌿

পারণের দিন: পরের দিন অর্থাৎ মঙ্গলবার

বাংলাদেশ-ঢাকা পারণের সময়: সকাল ০৬:২৪ থেকে ০৯:৫৯ মি: মধ্যে।

ভারত-কলকাতা পারণের সময়: সকাল ০৬:০০ থেকে ০৯:৩৭ মি: মধ্যে।

#মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্যঃ✨🌸🌺🌿🙏🙏🙏

যুধিষ্ঠির বললেন- হে বিষ্ণো! আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধিই বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন – হে মহারাজ! আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।

অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ‘মোক্ষদা’ নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রীদামোদর। তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ, ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীদামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নৃত্য-গীত আদি সহ রাত্রিজাগরণ করা কর্তব্য। হে মহারাজ! প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ:যোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন।

কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্‌গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন- হে ব্রাহ্মণগণ। গতরাত্রিতে স্বপ্নে নরকযাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন- ‘হে পুত্র, তুমি আমাকে নরকসমুদ্র থেকে উদ্ধার কর।’ তাঁর সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী-পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপরুষেরা যদি নরকযন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন?

ব্রাহ্মণগণ বললেন- হে মহারাজ! আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তাঁরা দুর থেকে ঋষিবরকে সষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন- হে প্রভু! আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আর্তনাদ্‌ শুনে অত্যন্ত দু:খিত ও চিন্তাগ্রস্থ হয়েছি। হে ঋষিবর। কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি।

রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন- হে মহারাজ! পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান কর। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজগৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী-পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদাণ করলেন। ঐ পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। ‘হে পুত্র তোমার মঙ্গল হোক।’ এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন।

হে মহারাজ যুধিষ্ঠির! যে ব্যাক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্যসংখ্যা আমিও জানি না। চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন।শ্রীকৃষ্ণ বললেন – হে মহারাজ! আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।

অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ‘মোক্ষদা’ নামে পরিচিত। সর্বপাপনাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রীদামোদর। তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ, ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রীদামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নৃত্য-গীত আদি সহ রাত্রিজাগরণ করা কর্তব্য। হে মহারাজ! প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ:যোনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন।

কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্‌গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন- হে ব্রাহ্মণগণ। গতরাত্রিতে স্বপ্নে নরকযাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন- ‘হে পুত্র, তুমি আমাকে নরকসমুদ্র থেকে উদ্ধার কর।’ তাঁর সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী-পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপরুষেরা যদি নরকযন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন?

ব্রাহ্মণগণ বললেন- হে মহারাজ! আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তাঁরা দুর থেকে ঋষিবরকে সষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন- হে প্রভু! আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আর্তনাদ্‌ শুনে অত্যন্ত দু:খিত ও চিন্তাগ্রস্থ হয়েছি। হে ঋষিবর। কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন- হে মহারাজ! পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান কর। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজগৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী-পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদাণ করলেন। ঐ পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। ‘হে পুত্র তোমার মঙ্গল হোক।’ এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির! যে ব্যাক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্যসংখ্যা আমিও জানি না। চিন্তমণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।✨🌺🌿🙏🙏
#জয়রাম_জয়গোবিন্দ_শুভ_সন্ধ্যা #জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

আজ শুভ শনিবার।,💙✨🌿শনিবারে অবশ্যই একবার হলেও এই অষ্টোত্তর শতনাম পাঠ করবেন তাহলে শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন ঃনিয়মাবলি ...
29/11/2025

আজ শুভ শনিবার।,💙✨🌿

শনিবারে অবশ্যই একবার হলেও এই অষ্টোত্তর শতনাম পাঠ করবেন তাহলে শনির কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন ঃ

নিয়মাবলি ঃ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, শনিদেবকে প্রণাম করে এই অষ্টোত্তর শতনাম পাঠ করুন।।🦚🦋💙✨🌿

১।ॐ শনৈশ্চরায় নমঃ
২।ॐ শান্তায় নমঃ
৩।ॐ সর্বাভীষ্টপ্রদায়িনে নমঃ
৪।ॐ শরণ্যায় নমঃ
৫।ॐ বরেণ্যায় নমঃ
৬।ॐ সর্বেশায় নমঃ
৭।ॐ সৌম্যায় নমঃ
৮।ॐ সুরবন্দ্যায় নমঃ
৯।ॐ সুরলোকবিহারিণে নমঃ
১০।ॐ সুখাসনোপবিষ্টায় নমঃ
১১।ॐ সুন্দরায় নমঃ
১২।ॐ ঘনায় নমঃ
১৩।ॐ ঘনরূপায় নমঃ
১৪।ॐ ঘনাভরণধারিণে নমঃ
১৫।ॐ ঘনসারবিলেপায় নমঃ
১৬।ॐ খদ্যোতায় নমঃ
১৭।ॐ মন্দায় নমঃ
১৮।ॐ মন্দচেষ্টায় নমঃ
১৯।ॐ মহনীযগুণাত্মনে নমঃ
২০।ॐ মর্ত্যপাবনপদায় নমঃ
২১।ॐ মহেশায় নমঃ
২২।ॐ ছাযাপুত্রায় নমঃ
২৩।ॐ শর্বায় নমঃ
২৪।ॐ শততূণীরধারিণে নমঃ
২৫।ॐ চরস্থিরস্বভাবায় নমঃ
২৬।ॐ অচঞ্চলায় নমঃ
২৭।ॐ নীলবর্ণায় নমঃ
২৮।ॐ নিত্যায় নমঃ
২৯।ॐ নীলাঞ্জননিভায় নমঃ
৩০।ॐ নীলাম্বরবিভূশণায় নমঃ
৩১।ॐ নিশ্চলায় নমঃ
৩২।ॐ বেদ্যায় নমঃ
৩৩।ॐ বিধিরূপায় নমঃ
৩৪।ॐ বিরোধাধারভূমযয় নমঃ
৩৫।ॐ ভেদাস্পদস্বভাবায় নমঃ
৩৬।ॐ বজ্রদেহায় নমঃ
৩৭।ॐ বৈরাগ্যদায় নমঃ
৩৮।ॐ বীরায় নমঃ
৩৯।ॐ বীতরোগভযায় নমঃ
৪০।ॐ বিপত্পরম্পরেশায়নমঃ
৪১।ॐ বিশ্ববন্দ্যায় নমঃ
৪২।ॐ গৃধ্নবাহায় নমঃ
৪৩।ॐ গূঢায় নমঃ
৪৪।ॐ কূর্মাঙ্গায় নমঃ
৪৫।ॐ কুরূপিণে নমঃ
৪৬।ॐ কুত্সিতায় নমঃ
৪৭।ॐ গুণাঢ্যায় নমঃ
৪৮।ॐ গোচরায় নমঃ
৪৯।ॐ অবিদ্যামূলনাশায় নমঃ
৫০।ॐ বিদ্যাবিদ্যাস্বরূপিণে নমঃ
৫১।ॐ আযুষ্যকারণায় নমঃ
৫২।ॐ আপদুদ্ধর্ত্রে নমঃ
৫৩।ॐ বিষ্ণুভক্তায় নমঃ
৫৪।ॐ বশিনে নমঃ
৫৫।ॐ বিবিধাগমবেদিনে নমঃ
৫৬।ॐ বিধিস্তুত্যায় নমঃ
৫৭।ॐ বন্দ্যায় নমঃ
৫৮।ॐ বিরূপাক্ষায় নমঃ
৫৯।ॐ বরিষ্ঠায় নমঃ
৬০।ॐ গরিষ্ঠায় নমঃ
৬১।ॐ বজ্রাঙ্কুশধরায় নমঃ
৬২।ॐ বরদাভযহস্তায় নমঃ
৬৩।ॐ বামনায় নমঃ
৬৪।ॐ জ্যেষ্ঠাপত্নীসমেতায় নমঃ
৬৫।ॐ শ্রেষ্ঠায় নমঃ
৬৬।ॐ মিতভাষিণে নমঃ
৬৭।ॐ কষ্টৌঘনাশকর্ত্রে নমঃ
৬৮।ॐ পুষ্টিদায় নমঃ
৬৯।ॐ স্তুত্যায় নমঃ
৭০।ॐ স্তোত্রগম্যায় নমঃ
৭১।ॐ ভক্তিবশ্যায় নমঃ
৭২।ॐ ভানবে নমঃ
৭৩।ॐ ভানুপুত্রায় নমঃ
৭৪।ॐ ভব্যায় নমঃ
৭৫।ॐ পাবনায় নমঃ
৭৬।ॐ ধনুর্মণ্ডলসংস্থায় নমঃ
৭৭।ॐ ধনদায় নমঃ
৭৮।ॐ ধনুষ্মতে নমঃ
৭৯।ॐ তনুপ্রকাশদেহায় নমঃ
৮০।ॐ তামসায় নমঃ
৮১।ॐ অশেষজনবন্দ্যায় নমঃ
৮২।ॐ বিশেশফলদাযিনে নমঃ
৮৩।ॐ বশীকৃতজনেশায় নমঃ
৮৪।ॐ পশূনাং পতযে নমঃ
৮৫।ॐ খেচরায নমঃ
৮৬।ॐ খগেশায নমঃ
৮৭।ॐ ঘননীলাম্বরায় নমঃ
৮৮।ॐ কাঠিন্যমানসায় নমঃ
৮৯।ॐ আর্যগণস্তুত্যায় নমঃ
৯০।ॐ নীলচ্ছত্রায় নমঃ
৯১।ॐ নিত্যায় নমঃ
৯২।ॐ নির্গুণায় নমঃ
৯৩।ॐ গুণাত্মনে নমঃ
৯৪।ॐ নিরামযায় নমঃ
৯৫।ॐ নিন্দ্যায় নমঃ
৯৬।ॐ বন্দনীযায় নমঃ
৯৭।ॐ ধীরায় নমঃ
৯৮।ॐ দিব্যদেহায় নমঃ
৯৯।ॐ দীনার্তিহরণায় নমঃ
১০০।ॐ দৈন্যনাশকরায নমঃ
১০১।ॐ আর্যজনগণ্যায নমঃ
১০২।ॐ ক্রূরায় নমঃ
১০৩।ॐ ক্রূরচেষ্টায় নমঃ
১০৪।ॐ কামক্রোধকরায় নমঃ
১০৫।ॐ কলত্রপুত্রশত্রুত্বকারণায় নমঃ
১০৬।ॐ পরিপোষিতভক্তায় নমঃ
১০৭।ॐ পরভীতিহরায নমঃ
১০৮।ॐ ভক্তসংঘমনোঽভীষ্টফলদায নমঃ

💙🌿💙জয় শনিমহারাজের জয়।। 💙✨🌿🙏🙏🙏
#জয়রাম_জয়গোবিন্দ_শুভ_সন্ধ্যা #জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

28/11/2025

হরে কৃষ্ণ।। 🌺🌿🙏

#জয়রাম_জয়গোবিন্দ_শুভ_সন্ধ্যা #জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

Joy ma |🌺❤️🌺🌿🙏 🙏 🙏  Dua Lipa - ACTRESSThe Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------  -------------...
28/11/2025

Joy ma |🌺❤️🌺🌿🙏 🙏 🙏
Dua Lipa - ACTRESS
The Hidden Secrets Behind Dua Lipa’s Stellar Success---------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
In the dazzling world of pop music, few stars shine as brightly as Dua Lipa. With a career that has seen meteoric rise, chart-topping hits, and a legion of adoring fans, the 28-year-old British-Albanian singer-songwriter has become a global sensation. Yet behind the glitz and glamour lies a web of secrets that contribute to her phenomenal success. From hidden inspirations to strategic career moves, here’s an inside look at the untold facets of Dua Lipa’s journey to superstardom.
A Star is Born: The Early Struggles
Dua Lipa’s path to fame wasn’t paved with gold. Born in London to Alban
#জয়রাম_জয়গোবিন্দ

প্রতিদিন একটি হলেও শ্রীমদভগবদগীতার শ্লোক পাঠ বা শ্রবণ করুন। ----------এতে করে জীবন চলার পথ অনেক সরল হয়💛🌿🌿🌺🌿জয় গীতা🌿🌺🌿🙏🙏🙏...
28/11/2025

প্রতিদিন একটি হলেও শ্রীমদভগবদগীতার শ্লোক পাঠ বা শ্রবণ করুন। ----------এতে করে জীবন চলার পথ অনেক সরল হয়💛🌿
🌿🌺🌿জয় গীতা🌿🌺🌿🙏🙏🙏
#জয়রাম_জয়গোবিন্দ_শুভ_সন্ধ্যা #জয়রাম_জয়গোবিন্দ ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ

Address

Chittagong
4324

Alerts

Be the first to know and let us send you an email when ᴋᴀɪʙᴀʟʏᴀɴᴀᴛʜ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share