হযরত মাওলানা সৈয়দ আবদুস ছাত্তার শাহ রাঃ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • হযরত মাওলানা সৈয়দ আবদুস ছাত্তার শাহ রাঃ

হযরত মাওলানা সৈয়দ আবদুস ছাত্তার শাহ রাঃ Like & Follow Our page
to Get Latest Update.
হযরত মাওলানা সৈয়দ আবদুস ছত্তার শাহ্ নকশবন্দি
(রাঃ)

সফলতা কামনা করছি ছত্তারীয়া নকশবন্দিয়া দরবার  শরীফ রাংগুনীয়া চট্টগ্রাম
13/09/2025

সফলতা কামনা করছি
ছত্তারীয়া নকশবন্দিয়া দরবার শরীফ রাংগুনীয়া চট্টগ্রাম

03/09/2025
03/09/2025
24/08/2025
23/08/2025
🌸✨ আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ ✨🌸আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর নব-নির্বাচিত নেতৃত্বকে ছত্তারীয়া নকশবন্দি...
23/08/2025

🌸✨ আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ ✨🌸

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর নব-নির্বাচিত নেতৃত্বকে ছত্তারীয়া নকশবন্দিয়া দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও নূরানী শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে।

🔹 চেয়ারম্যান
শায়খুল হাদিস আল্লামা মঈন উদ্দিন আশরাফী (মা. জি. আ.)

🔹 নির্বাহী চেয়ারম্যান
পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (মা. জি. আ.)

🔹 সাধারণ সম্পাদক
প্রফেসর ড. আব্দুল্লাহ আল মারুফ সাহেব

🔹 সাংগঠনিক সম্পাদক
তরুণ সমাজের প্রেরণাদাতা, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

আল্লাহ তাআলা তাঁদের নেতৃত্বকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি, ঐক্য ও কল্যাণের মাধ্যম করুন। দ্বীন ইসলাম ও কওমের সেবায় এ নেতৃত্ব হোক একটি উজ্জ্বল দিগন্ত, ইনশা’আল্লাহ।

🤲 দোয়া রইল—
“রব্বানা তকাব্বাল মিন্‌না, ইন্নাকা আনতাস্‌সামীউল আলীম।”

14/08/2025

ব্যক্তিত্ব নাকি অহংকার? – চিনে নিন নিজের অবস্থান 🕊️

সবাই চায় “ব্যক্তিত্ববান” হতে।
কিন্তু না বুঝেই অনেকে অহংকারকে ব্যক্তিত্ব ভেবে বসে থাকে।
আসুন, হৃদয়ের আয়নায় নিজেকে যাচাই করি...

🟢 ব্যক্তিত্ব হলো—
🔹 বিনয়ী অথচ আত্মবিশ্বাসী
🔹 মানুষের প্রতি শ্রদ্ধাশীল
🔹 নিজের ভুল স্বীকারে কুণ্ঠিত নয়
🔹 গরীব-মিসকীনকেও সম্মান দেয়
🔹 সাফল্যে ‘আলহামদুলিল্লাহ’ বলে কাঁদে

🔴 অহংকার হলো—
⚫ নিজেকে সবার চেয়ে বড় ভাবা
⚫ দীনদের হেয় দৃষ্টি
⚫ উপদেশ সহ্য করতে না পারা
⚫ ক্ষমা চাইতে না পারা
⚫ “আমি” ও “আমার” এর মোহে অন্ধ হয়ে যাওয়া

📖 রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—

> "যার অন্তরে সরিষার দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।"
📚 সহীহ মুসলিম

🔹 ব্যক্তিত্ব আল্লাহভীরুতায় জন্ম নেয়,
🔸 অহংকার শয়তানী দম্ভ থেকে উৎসারিত হয়।

🕊️ সুতরাং, নিজের মাঝে যদি ব্যক্তিত্ব গঠন করতে চান — তবে আগে নম্রতা ও দীনতা শিখুন।
আল্লাহর কৃপা ছাড়া আমরা কিছুই নই...

📿 يا الله، اجعلنا من المتواضعين ولا تجعلنا من المتكبرين
“হে আল্লাহ! আমাদেরকে নম্র বানিয়ে দাও, অহংকারীদের অন্তর্ভুক্ত করো না।”

🤍 দাওয়াতি মহব্বতের পক্ষ থেকে
🕌 ছত্তারীয়া নকশবন্দিয়া দরবার শরীফ
🎙️ ছত্তারীয়া নকশবন্দিয়া ইসলামী শিল্পীগোষ্ঠী বাংলাদেশ

12/08/2025
بسم الله الرحمن الرحيمআহলে সুন্নাত ওয়াল জামাআত, পদুয়া ইউনিয়নের নব নির্বাচিত (২০২৫-২০২৭) সেশনের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত আ...
03/08/2025

بسم الله الرحمن الرحيم

আহলে সুন্নাত ওয়াল জামাআত, পদুয়া ইউনিয়নের নব নির্বাচিত (২০২৫-২০২৭) সেশনের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত আলেম-ওলামা মুরুব্বীগণ—

সভাপতি: আলহাজ্ব মাওলানা আবদুল হামিদ নঈমী
সেক্রেটারি: মাওলানা কাজী আবছার উদ্দিন
সাংগঠনিক: মাওলানা আবদুল হালিম আলকাদেরী

ছত্তারীয়া নকশবন্দিয়া দরবার শরীফ, পদুয়া নারিশ্চা, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের পক্ষ থেকে এবং দরবারের শাহ্জাদা হিসেবে অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আল্লাহ তাআলা আপনাদের এই দায়িত্বকে দ্বীনের খেদমত, রাসূলে পাক ﷺ এর সুন্নতের ইশাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐক্য ও শক্তি বৃদ্ধির মাধ্যম বানিয়ে দিন। আপনাদের নেতৃত্বে পদুয়া ইউনিয়নের তাবলিগ, তরবিয়ত ও সঠিক আকীদার প্রচার প্রসার লাভ করুক।

اللهم بارك في أعمارهم وأعمالهم، ووفقهم لما تحب وترضى
(হে আল্লাহ! তাদের জীবন ও কাজে বরকত দিন এবং এমন কাজে তাওফিক দিন যা আপনি পছন্দ করেন ও সন্তুষ্ট হন)।

— শাহ্জাদা সৈয়দ আহ্সানুল হুদা সাব্বির
ছত্তারীয়া নকশবন্দিয়া দরবার শরীফ
পদুয়া নারিশ্চা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

ইয়াকীনহীনতা — বর্তমান মুরিদ সমাজের সবচেয়ে মারাত্মক ব্যাধি 🕊️📌 আমাদের মুর্শিদ, আমাদের খাস রহমত, আলআদ্দে রাসূল, গাউসে জা...
28/07/2025

ইয়াকীনহীনতা — বর্তমান মুরিদ সমাজের সবচেয়ে মারাত্মক ব্যাধি 🕊️

📌 আমাদের মুর্শিদ, আমাদের খাস রহমত, আলআদ্দে রাসূল, গাউসে জামান, খাজায়ে কায়িনাত, মিযানে রহমত, হুজূর সৈয়দ মুহাম্মদ তাহের শাহ কুদ্দিসা সিররুহুল আজিজ এর ইরশাদ:

🔸 "ইয়াকীন যতটা পাকা হবে, উতনা মিলে গা।"

🟨 বাংলা অর্থ: মুরিদদের প্রতি বিশ্বাস যত প্রবল হবে, ততটুকুই (খোদারী নেয়ামত) অর্জিত হবে।

🔍 গভীর ভাবার্থ: কালামটি একটি উদাহরণ দিয়ে উপস্থাপন করতে পারি— যেমন, জলে যে ঝটকুন আছে, ততটুকুই ডুব দিলে অর্জিত। অর্থাৎ, পীর ও মসজিদের প্রতি যেরূপে ঝটকুন বিশ্বাসে ভরপুর, ততটুকুই রূহানী মসজিদ থেকে নেয়ামত প্রাপ্ত হবে।

📚 খাজা শামসুদ্দিন হাফিজ সিরাজী (রহ.) এমনই এক অলৌকিক ইশারা করেছেন, যেটা ইয়াকীনের শেষ সীমানা স্পর্শ করে:

> بِمِی سجاده رنگین کن گر ت پیرِ مغان گوید
کە سالک بی‌خبر نبود ز راه و رسم منزل‌ها

🕯️ অর্থাৎ, তোমার পীরে কামিল যদি বলে সিজদাহর জায়গায় মদ ঢেলে জায়নামাজ রঙিন করতে — তবে তাই কর। কারণ সালিক (রূহানী পথের যাত্রী) কখনো মঞ্জিলের রীতিনীতিতে অজ্ঞ নয়।

🌀 এই চিন্তাধারা শুধু হাফিজের নয়; নজরুল, রবীন্দ্রনাথ, গেইটে সহ বিশ্বসাহিত্যের বহু দার্শনিক এই রূহানিয়াতের সামনে অবনত।

🔺 আজ আমাদের দরকার শুধু হুজুরের নাম স্মরণ নয় — ইয়াকীনে অটল থাকা, মুর্শিদের প্রতি নিঃশর্ত আস্থা রাখা। কারণ এটাই ইমামেরা, আউলিয়ারা আমাদের শিখিয়ে গেছেন।

🤲 এই পোস্টটি শেয়ার করার আগে একবার দরুদ শরীফ পাঠ করুন।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم

🖋️ কৃতজ্ঞতা: ড. মুহাম্মদ সাইফুদ্দীন আলম (উপাধ্যক্ষ, জামেয়া হুসাইনিয়া মাদ্রাসা)
তার থেকে (হু. যা. মা.) উল্লেখিত বানী সরবরাহ করা হয়েছে।

#ইয়াকীন #মুর্শিদপ্রেম #তাহেরশাহ #সুফিবাদ #রূহানিয়াত #ইসলামিকপোস্ট

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when হযরত মাওলানা সৈয়দ আবদুস ছাত্তার শাহ রাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হযরত মাওলানা সৈয়দ আবদুস ছাত্তার শাহ রাঃ:

Share