Our's E-School

Our's E-School welcome to Our's E-School. Everybody like ,follow, and Fulfill your needs to Our community

❤️❤️
02/04/2025

❤️❤️

30/06/2022

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এ চান্স পেয়েছেন,শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ❤️। পজিশনঃ-৪৫০🥰

26/06/2022

♦️♦️♦️ব্রেকিং নিউজ♦️♦️♦️
পদ্মা সেতুতে বাইক এক্সিডেন্ট করে ২ যুবকের মৃত্যু 😪😪

17/06/2022

♦️সিলেটে বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এস এস সি পরীক্ষা স্থগিত করা হয়েছে...

's_E_-_School

বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা স্পেনের জনসংখ্যার চেয়ে ও বেশি! 😲📝 ৪ কোটি ৮০ লাখ ব্যবহারকারী নিয়ে বিশ্বে দশম অবস্থা...
02/06/2022

বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা স্পেনের জনসংখ্যার চেয়ে ও বেশি! 😲
📝 ৪ কোটি ৮০ লাখ ব্যবহারকারী নিয়ে বিশ্বে দশম অবস্থানে বাংলাদেশ 🔥
🍁 আমরা যদি #ডিজিটাল_মার্কেটিং এর একটা পার্ট শুধু মাত্র #ফেসবুক_মার্কেটিং টাও ভালো ভাবে শিখে নিষ্ঠা ও সততার সাথে নিজেদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের দেশে কত মানুষের নতুন করে কর্মসংস্হানের সৃষ্টি হবে এটা আর বলার অপেক্ষা রাখে না.... ☺
📜 এতে করে একদিকে আমরা নিজেরা ও আর্থিকভাবে স্বাবলম্বী হবো অন্যদিকে দেশের অর্থনীতিতে ও বিশাল অবদান রাখতে পারবো💰💸
❤️
💻

কীসের টানে? কেন? কী আছে এ দেশে?টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরগড়ে অবস্থিত কালিয়াকৈরে গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্য...
14/05/2022

কীসের টানে? কেন? কী আছে এ দেশে?
টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরগড়ে অবস্থিত কালিয়াকৈরে গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পর মারা যান নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়স্ক ডাক্তার এড্রিক বেকার। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত ছিলেন।
দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে অনেকেই চেয়েছিলেন- উনাকে ঢাকাতে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে। তিনি ঢাকা যাননি। তাঁর তৈরি করা মধুপুরের ওই হাসপাতালেই তিনি ২০১৫ সালে মারা যান এবং হাসপাতালের পাশেই তাকে সমাহিত করা হয়।
মৃত্যুর পূর্বে তিনি চেয়েছিলেন- এই দেশের কোনো মানবতবাদী ডাক্তার যেন গ্রামে এসে তাঁর প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরে। ডা: বেকার তার শেষ ইচ্ছা পোষণ করে গণমাধ্যমকে বলেছিলেন, প্রতি বছর বাংলাদেশে কয়েক হাজার ছেলেমেয়ে ডাক্তার হয়ে বের হচ্ছে। এদের মধ্য থেকে অন্তত একজন ডাক্তার চলে আসবেন আমাদের এই গরিবের হাসপাতালে। নিজেকে নিয়োজিত করবেন গ্রামের অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবায়।
কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে - ডাঃ বেকারের মৃত্যুর ৭ বছর হয়ে গেলেও এ দেশের একজন ডাক্তারও তাঁর সেই আহ্বানে সাড়া দেয়নি।
দেশের কেউ সাড়া না দিলেও তাঁর আহ্বানে সূদর আমেরিকা থেকে ছুটে এসেছেন- আরেক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি। যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল। শুধু নিজেরা যে এসেছেন তা না। নিজেদের সন্তানদেরও সাথে করে নিয়ে এসেছেন। ভর্তি করে দিয়েছেন গ্রামেরই স্কুলে। গ্রামের শিশুদের সাথে খেলছে। ডাক্তার জেসিন কী সুন্দর করে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন।
অথচ আমরা সুযোগ পেলেই গ্রাম থেকে শহরে ছুটি। শহর থেকে বিদেশ পাড়ি দেই। শিশু জন্মের পর থেকেই চিন্তা থাকে কত দ্রুত সন্তানকে আধুনিক মিডিয়াম ইংরেজি স্কুলে বাচ্চাকে পড়াবো। লুঙ্গি পরাতো আমাদের রুচির সাথে আজ বড়ই বেমানান। লুঙ্গি পরতে পারিনা বলতে পারলে- আমাদের আভিজাত্যের পারদ শুধু একটুকু না অনেকটুকুই বাড়ে।
সেই জায়গায় ডাঃ এড্রিক বেকারের মতো ডাঃ জেসন এবং মেরিণ্ডা দম্পত্তি আমাদের এক বিশাল লজ্জায় ফেলে দিলেন।
তারা বলেন, ‘প্রথমে ভাষা শিখতে শুরু করি। ভাত আর পাঙ্গাশ মাছ খাওয়া রপ্ত করেছি। বাঙালি পোশাক পরতে আমরা দুজনেই ভালোবাসি। ডাক্তার ভাই যে পদ্ধতিতে হাসপাতাল চালাতেন, আমরা সে পদ্ধতিই অনুসরণ করছি। এখানে সবাই আন্তরিক।'
এই দম্পতিরও ইচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত, মরতে চান এই দেশের মাটিতেই....
অথচ, আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার ডাক্তার তৈরি হচ্ছে যারা সরকারি/বেসরকারি বড় বড় হাসপাতাল রেখে উপজেলা/ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেই যায় না! ট্রান্সফার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও তিন মাসের বেশি থাকেন না, তবদির করে ফিরে যান ঢাকার বড় কোন হাসপাতালে||
আর হৃদয়বান এই দম্পতি সম্পদ আর সুখের মোহ ত্যাগ করে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে এসেছেন টাঙ্গাইলের মধুপুরে। এখন গ্রামের মানুষের কাছে জেসিন হয়ে উঠেছেন নতুন ডাক্তার ভাই ...
এই মানুষদেরকে স্যালুট না দিয়ে কী পারা যায়......????
(সংগৃহীত লেখা)

🥰তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🥰🌙
02/05/2022

🥰তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🥰🌙

24/04/2022

পড়াশোনার পাশাপাশি যদি আপনি প্রেম করতে পারেন,
তাহলে পড়াশোনার পাশাপাশি নিজের একটা আয়ের রাস্তা কেনো তৈরি করতে পারেন না?
সমস্যা কোথায় জানেন?
প্রেমিক হিসাবে সফল হওয়ার জন্য আপনার হাতে অগণিত সময় থাকলেও, ক্যারিয়ারের পিছনে একটু সময় ব্যয়ের জন্য সুন্দর মনমানসিকতা আপনার নেই।
সবার আগে সত্যিকারের প্রেম হওয়া উচিৎ নিজের জীবনের সাথে, ক্যারিয়ারের সাথে, ক্যারিয়ার সুন্দর হলে আশপাশ সুন্দর,
দুইদিন আগে আর পরে; সব বুঝবেন!
নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের ভবিষ্যতের জন্য সময় দিন!
মোঃ আতাউর রহমান খান(মানিক)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

♦️প্রজন্ম থেকে প্রজন্মের সুখ দুঃখের সাথী🥰
24/04/2022

♦️প্রজন্ম থেকে প্রজন্মের সুখ দুঃখের সাথী🥰

নিজের স্বপ্নগুলোকে জাগিয় তুলুন, নিজের বিশ্বাসগুলোকে বাস্তব রুপ দান করুন।আশাহত না হয়ে চেষ্টা চালিয়ে যান,দক্ষতার অর্জন হয়ে...
23/04/2022

নিজের স্বপ্নগুলোকে জাগিয় তুলুন, নিজের বিশ্বাসগুলোকে বাস্তব রুপ দান করুন।আশাহত না হয়ে চেষ্টা চালিয়ে যান,দক্ষতার অর্জন হয়ে গেলে সফলতা স্বর্ন রুপে ধরা দিবে❤️

Address

Hathazari, Chattogram
Chittagong
4330

Telephone

+8801834932957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our's E-School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our's E-School:

Share