দ্বীপ বার্তা

দ্বীপ বার্তা Education, culture, livelihood of the people of the island region of Bangladesh and travel guide

27/09/2025

শুভ রাত্রি

10/09/2025

আলহামদুলিল্লাহ
শুভ সকাল

20/08/2025

কুতুবদিয়া — সাগরের কোলে ঘুমানো দ্বীপ

সাগরের নীলে আঁকা এক স্বপ্ন,
নাম তার কুতুবদিয়া — নীরব, অপার।
ঢেউয়ের গান গায় প্রতি প্রহরে,
চাঁদের আলো ঝরে বালুর ধারায় সারি সারি।

কখনো ঝড়ে, কখনো জোয়ারে,
দ্বীপ বাঁচে নিজের সাহসে,
মানুষ বাঁচে, স্বপ্ন আঁকে,
প্রতিদিন নতুন দিনের আশায় থাকে।

বাতিঘর দাঁড়িয়ে পাহারাদার,
যেন দ্বীপের প্রাচীন ইতিহাসের খবরদার।
স্মৃতির পাতা ওল্টায় বাতাসে,
কোনো এককালের প্রেম, যুদ্ধ কিংবা আশ্বাসে।

ও কুতুবদিয়া, তুমি শুধু দ্বীপ নও,
তুমি ইতিহাস, তুমি বেঁচে থাকার নওয়া।
বাংলার বুকে তুমি এক মুক্তি-রেখা,
প্রকৃতি আর মানুষের চিরন্তন এক দেখা।

23/06/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/08/2023
মৎস্য সম্পদ সুরক্ষা ও বংশবিস্তারের লক্ষ্যে  ২০ মে  থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার পর জ...
02/08/2023

মৎস্য সম্পদ সুরক্ষা ও বংশবিস্তারের লক্ষ্যে ২০ মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার পর জেলেরা মাছ ধারার জন্য গভীর সাগরে গেলে নিম্নচাপের প্রভাবে সাগর বেশি উত্তাল থাকার কারণে দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া বিশটা ফিশিংবোট ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। আরও অনেক ফিশিংবোট নিখুজ রয়েছে। সাগর থেকে ফিরে আসা মাঝি-মাল্লাদের সাথে কথা বলে জানা গেছে,সাগরে দুশতাধিক এর বেশী ফিশিংবোট ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে গেছে বলে জানা গেছে। যারা শারীরিক ভাবে শক্ত ছিলো,তারা প্লাস্টিকের ড্রাম সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সাগর বাসমান অবস্থায় বেসে থাকতে দেখে অন্য নৌকার মাঝি মাল্লারা তাদের ,অন্য ফিশিংবোটে উদ্ধার করে। আরো অনেক মাঝিমাল্লা নিখুজ রয়েছে বলে জানা গেছে। স্হানীয় ফিশিংবোটের মালিকরা দাবি করে দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা জন্য, অন্যতায় অনেক মাঝি-মাল্লার প্রানহানী ঘটতে পারে বলে জানা গেছে

হারানো বিজ্ঞপ্তি : একটা ৫ বছরের বাচ্চা পাওয়া গেছে নিজের নাম,পিতা,মাতার নাম বলতে পারছে না। শুধু ঠিকানা বলছে বড়ঘোপ মুরালিয়...
01/08/2023

হারানো বিজ্ঞপ্তি : একটা ৫ বছরের বাচ্চা পাওয়া গেছে নিজের নাম,পিতা,মাতার নাম বলতে পারছে না। শুধু ঠিকানা বলছে বড়ঘোপ মুরালিয়া কুতুবদিয়া, কক্সবাজার। যদি কোন ব্যাক্তির পরিচিত হয় তাহলে পুর্ব আলী আকবর ডেইল ঘাটগরে মোহাম্মদ হায়দারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল 01634-543676

31/07/2023

শহরের অভিজাত শ্রেণির মানুষগুলো যখন গ্রামের বাড়িতে আসে তখন তাদের কি অবস্থা হয় তা দ্বীপ বার্তা প্রতিবেদনে দেখুন। দ্বীপ উপজেলা কুতুবদিয়া
https://youtube.com/

30/07/2023

কক্সবাজার জেলার সাগর কন্যা দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আদ্যোপান্ত:
কুতুবদিয়া কক্সবাজার জেলার অন্তর্গত একটি দ্বীপ উপজেলা, নানা রকম বৈচিত্র্য পরিপূর্ণ এই দ্বীপের আয়তন প্রায় ২১৬ বর্গ মিটা কিলোমিটার, এই দ্বীপটিতে প্রায়- ২লক্ষ মানুষের বসতি। এই দ্বীপে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্রে, সমুদ্র ১৬ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, লণ চাষ বাতিঘর, প্রাকৃতিক শুটকি উৎপাদন কেন্দ্র শাহ্ আব্দুল মালেক আল কুতুবীর ও কুতুব আউলিয়ার মাজার, ধারণা করা হয় চতুর্দশ শতাব্দীর শেষের দিকে - ২১° উত্তর অক্ষাংশ থেকে প্রায়- ৯১° পূর্ব দ্রাঘিমাংশে বঙ্গোপসাগরে বুকে কুতুবদিয়া জেগে উঠে।এ দ্বীপের উত্তর, দিক্ষিন ও পশ্চিমে বঙ্গোপসার পূর্বে কুতুবদিয়া চ্যানেল। পঞ্চম শতাব্দীর শেষের দিকে কুতুবদিয়া দ্বীপে মানুষের পদচারনা শুরু হয়। পঞ্চম শতাব্দীর শেষের দিকে কুতুবুদ্দীন নামে এক পরহেজগার ব্যাক্তি ও দ্বীপে আস্তানা স্থাপন করেন পরবর্তীতে আরাকান ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানেরা যখন এই দ্বীপে আসতে শুরু করে তখন কুতুবদ্দীন এদের আশ্রয় প্রদান করেন শ্রদ্ধার নিদর্শন হিসেবে কুতুবুদ্দীনের নামানুসারে এ দ্বীপের নাম রাখা হয় কুতুবুদ্দীনের দিয়া। যা পরবর্তীতে কুতুবদিয়া নামে পরিচিতি লাভ করে

১৯১৭ সালে মহেশখলা থানা থেকে পৃথক করে কুতুবদিয়া থানা গঠিত হয়। এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। বর্তমানে এ উপজেলার ৬টি ইউনিয়ন রয়েছে এবং এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। বর্তমানে দ্বীপের বয়স - ৬০০ বছর পেরিয়ে গেলে ও

বেড়িবাদের অনীয়মের কারণে সাগরে ঢেউয়ের প্রভাবে দ্বীপের আয়তন প্রায় দুই-তৃতীয়াংশ কমে গেছে। সাগরের বুকে জীবন যাপন করে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া শিক্ষা জরিপে প্রতিবারে ন্যায় এবার ও ৯৮% শিক্ষিত হয়ে শ্রেষ্ঠত্বের স্থান অক্ষুণ্ণ রাখে।

04/07/2023

জেলেদের জাল যেন আগুনের গুলা

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপ বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীপ বার্তা:

Share