CTG Snacks

CTG Snacks সুলভ মূল্যে সুস্বাদু ও স্বাস্থ্যকর হোম-মেইড খাবার অর্ডার করুন। Inbox Us

স্বল্প পরিসরে অর্ডার নেওয়া শুরু করেছি। স্টকে কিছুই রাখবোনা৷ আপনাদের যখন যেটা লাগবে জানাবেন৷ অগ্রিম অর্ডার করে নিবেন। এই ...
18/09/2025

স্বল্প পরিসরে অর্ডার নেওয়া শুরু করেছি। স্টকে কিছুই রাখবোনা৷ আপনাদের যখন যেটা লাগবে জানাবেন৷ অগ্রিম অর্ডার করে নিবেন।

এই মুহুর্তে অর্ডার নিচ্ছি যেগুলোর রিভিউ সবসময়ই খুব ভালো পেয়ে এসেছি। যেমন :
পরোটা,
সিঙ্গাড়া,
চিকেন সমুচা,
চিকেন রোল,
চিকেন মোমো,
চিকেন নাগেটস,
চিকেন মিনি পিজ্জা।

এর বাইরে কিছু প্রয়োজন হলে জানাবেন, সম্ভব হলে এবং কাঁচামাল এভেইলএবল থাকলে চেষ্টা করবো পৌঁছে দেওয়ার।

ফ্রোজেন এবং ভাজা যেকোনো ভাবেই অগ্রিম অর্ডার করে নিতে পারবেন ।

✅হোম ডেলিভারী (চার্জ প্রযোজ্য)
✅পিকআপ পয়েন্ট : আমাদের এড্রেস (জানতে ইনবক্স করুন)

অনেকদিন ব্রেক নিয়েছি। কি হয়েছিলো সবাই কমবেশি জানেন৷ আম্মু আলহামদুলিল্লাহ সুস্থ এখন। কিন্তু পুরোপুরি নয়৷ ডান পায়ের হাড়ের ...
12/08/2025

অনেকদিন ব্রেক নিয়েছি। কি হয়েছিলো সবাই কমবেশি জানেন৷
আম্মু আলহামদুলিল্লাহ সুস্থ এখন। কিন্তু পুরোপুরি নয়৷ ডান পায়ের হাড়ের দু'জায়গায় ভেঙে গিয়েছিলো। সার্জারি হয়েছিলো ১৭ জুন, আজকে প্রায় দুই মাস। এই সময়টা ভয়ংকর কেটেছে, আমি যেহেতু আম্মুর সাথেই ছিলাম, তাই গুরুতর কিছু না হলেও আমি প্রচন্ড ট্রমাটাইজ্ড ছিলাম। অদ্ভুত সব অভিজ্ঞতা হলো জীবন সম্পর্কে। কিছু মানুষের অবদান কখনো ভুলতে পারবোনা। 🤍

আম্মু এখন ক্লাচের সাহায্যে হাটতে পারেন খুবই সামান্য। কিন্তু কয়েক মিনিটের বেশি দাড়িয়ে থাকতে পারেননা।
এই বিজনেসের অধিকাংশ কাজ আম্মুই করতেন৷ সুতরাং বুঝতেই পারছেন আগের মতো পুরোদমে নিয়ে ফিরে আসতে সময় লাগবে।

অনেকেই জানতে চান এখন অর্ডার নিব কিনা। উত্তর টা হলো এখনো না৷ এখনো জানিনা কিভাবে কি করবো। সবকিছু এখনো এলোমেলো।

আচ্ছা আবার শুরু করলে অর্ডার করবেন তো?
ছবি সার্জারি আগে ও পরে এক্স-রে এর।

21/06/2025

We are unable to provide services untill further notice. An unexpected accident happened to us. Everyone please pray for us.
স্টকে কিছু ফ্রোজেন চিকেন সমুচা, সিঙাড়া, ডালপুরি ও চিকেন রোল আছে। প্রয়োজনে নিতে পারবেন৷ তবে আমাদের এড্রেস থেকে পিকআপ করে নিতে হবে।

আজকাল অনলাইন মার্কেটিং টিকে থাকে "শো-অফ" এর উপর👻। বেশিরভাগ বিজনেস পেইজ দিনে অন্তত সাত/আট টার বেশি "শো-অফ" টাইপের পোস্ট ক...
11/06/2025

আজকাল অনলাইন মার্কেটিং টিকে থাকে "শো-অফ" এর উপর👻। বেশিরভাগ বিজনেস পেইজ দিনে অন্তত সাত/আট টার বেশি "শো-অফ" টাইপের পোস্ট করে তার সেল বিষয়ক।
আমরা পেইজে সবরকমের তথ্য দিয়ে রেখেছি, যেন যে কেউ পেইজ ভিজিট করলেই বুঝতে পারে আমরা কি নিয়ে কাজ করি আর কিভাবে খুব সহজে অর্ডার কনফার্ম করা যায়। আমরা অনলাইন/অফলাইনে অর্ডার নিই আর ডেলিভারিতে দিয়ে দেই।

নিত্যনতুন ছবি ভিডিও, আর তেল মশলা মিশিয়ে "আলহামদুলিল্লাহ্ আজকের ডেলিভারিতে ছিল,
অমুক আইটেম ৩০পিস,
তমুক আইটেম ৫০পিস,
সমুক আইটেম ১২০পিস" পোস্ট বোধহয় আমাদের ধারা হবেনা। স্যরি গাইজ! 🤦‍♀️

06/06/2025

ত্যাগের মহিমায় উজ্জীবিত কোরবানির এই ঈদ আপনার জীবনে নিয়ে আসুক অসীম আনন্দ।
ঈদ মোবারক! ❤️❤️❤️

বাকরখানি, চালের গুড়ির রুটি, সিদ্ধ আটার রুটি, নরমাল পরোটা, বসনিয়ান পরোটা সহ সকল ফ্রোজেন ও ফ্রাইড নাস্তার প্রি-অর্ডার নেওয়...
02/06/2025

বাকরখানি, চালের গুড়ির রুটি, সিদ্ধ আটার রুটি,
নরমাল পরোটা, বসনিয়ান পরোটা সহ সকল ফ্রোজেন ও ফ্রাইড নাস্তার প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। অর্ডার করতে ইনবক্স করুন।

😜😜😜😜 বাসায় তৈরি  খাবার খান। প্রয়োজনে আমাদের থেকে অর্ডার করেন!
30/05/2025

😜😜😜😜 বাসায় তৈরি
খাবার খান। প্রয়োজনে আমাদের থেকে অর্ডার করেন!

বিফ খিচুড়ি 🧡💛💚🤍
30/05/2025

বিফ খিচুড়ি 🧡💛💚🤍

স্ট্রিট ফুড লাভার রা পকেটে অল্প কিছু টাকা আর পথচলতে মজাদার খাবার দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেনা... কমদামে মজার মজার খ...
29/05/2025

স্ট্রিট ফুড লাভার রা পকেটে অল্প কিছু টাকা আর পথচলতে মজাদার খাবার দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেনা... কমদামে মজার মজার খাবার, সন্তুষ্টি থাকে লেভেল ১০০ তে, বাসায় আসার পর পেটের অবস্থা যতই শোচনীয় হোক....😉

হোম-মেইড খাবারের মূল্য সবাই বুঝেনা!ছোটবেলা থেকে দেখছি আম্মু সবকিছু বাসায় তৈরি করতে পছন্দ করেন। ওনার ট্রেডমার্ক ছিলো বিরি...
25/05/2025

হোম-মেইড খাবারের মূল্য সবাই বুঝেনা!
ছোটবেলা থেকে দেখছি আম্মু সবকিছু বাসায় তৈরি করতে পছন্দ করেন। ওনার ট্রেডমার্ক ছিলো বিরিয়ানি আর আচার। যেকোনো ভর্তা-ভাজি, পোলাও-রোস্ট, কিংবা বাঙালি যেকোনো খাবার! সব পারেন। ফ্রোজেন সমুচা শিখার পর বানিয়ে ফ্রিজে রাখতেন, বাসায় আসা মেহমানদেরও ঝটপট খাওয়াতে পারতেন। সবাই সবসময় পছন্দ করে আম্মুর রান্না।
আমি বাইরের খাবার পছন্দ করতাম বেশি৷ দোকানের সিঙাড়া আর আলুর চপ ছিলো আমার প্রিয় নাস্তা। বড়ো হতে হতে বুঝতে লাগলাম বাসার খাবারের মতো সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার আর কোথাও পাওয়া যায়না৷ আমিও এটা ওটা বানানো শুরু করলাম আম্মুর সাথে।
সেই থেকে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় এই পেইজের যাত্রা৷ কোনো প্রোফেশনাল কোর্স নিইনি আমরা। যতটুকু শিখা প্রয়োজন অনলাইন রিসার্চ আর ইউটিউব ভিডিও থেকে শিখি। প্রতিনিয়ত শিখি আর চেষ্টা চালিয়ে যাই নিজেদের দক্ষতা আরো ভালো করার। ইনবক্সে নতুন যেকোনো খাবারের রিকোয়েস্ট আসলে শতভাগ চেষ্টা করি সরবরাহ করার। এখন আমরা পারবোনা এমন খাবার খুবই কম। চেষ্টা করলেই পারি। তবে সব খাবার ডেলিভারি করতে পারিনা কোনো ইস্যু থাকলে৷

©CTG Snacks

ছবির খাবারগুলো চট্টগ্রাম শহরে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন! পেইজের পিন পোস্টে আমাদের মেন্যুসহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

25/05/2025

মোমোর সাথে চিলি ওয়েল সম্পূর্ণ ফ্রী!!! 🥟 সাধারণ চিলি অয়েল না। তেঁতুলের টক দিয়ে তৈরি। টক, ঝাল, মিষ্টি!!! 😋😋😋

22/05/2025

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরোটার
প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। পরোটার অর্ডার করতে ইনবক্স করুন।

Address

Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when CTG Snacks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTG Snacks:

Share