07/01/2024
একদিন কোনো অন্ধ ভিখিরী
তার এক হাত ধরে
ব্যস্ত সড়ক পার করে দেব
একটু সময় করে
আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে
নেবো এই পৃথিবীর সব সুন্দর
আমার দু'চোখ ভরে
আমি সুন্দর হবো সুন্দর হবো
একটু একটু করে
আজ জগতের যত যন্ত্রণা দিয়ে
হৃদয় সাজাবো তোরে