Remix vibe$

Remix vibe$ New videos will be uploaded here. All videos about Travelling, tours, Short videos, Food, and Fun.

30/09/2024

× ✨🔥
🤜🤛

30/09/2024

আপার জন্মদিন পালনে বাধাঁ 🫤

30/09/2024

খৈয়াছড়া ঝর্নায় পাথর সরানোর কাজ চলতেছে 😊

28/09/2024

মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা সাময়িকভাবে বন্ধ ঘোষণা।

28/09/2024

মৃ'ত্যু ফাদে পরিনত হয়েছে "খৈয়াছড়া" 🥲

27/09/2024

মিরসরাই খৈয়াছড়া ঝর্ণায় একের পর এক মৃত্যু। আজকের ঘটনা 🥲💔

26/09/2024

যখন কোনকিছু বুঝতে আমাদের মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়।
🤣🤣

26/09/2024

সিলিন্ডার গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে😒

25/09/2024

বেশি বেশি প্রচার করুন!

মিডিয়ার নির্লিপ্ততার কারণে এত বড় একটা গণ-মার্চ সম্পর্কে আমাদের কোনো খবরই নেই।

ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করেছে অতঃপর বিজেপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে এর পরিপ্রেক্ষিতে পুরো ই.ন্ডি.য়া ফুঁসে উঠেছে।

মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে গতকাল মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করে তাদের ঈমানের পরিচয় দিয়েছে। ঐ পুরোহিতের বিচার দাবি করেছে।

ভারতের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা অন্যরকম এক প্রশান্তি দেয়।

25/09/2024

বন্ধুদের যখন শয়তানে খোচাঁয়🙊😬

24/09/2024

বাংলাদেশ সেনাবাহিনী এখনো ধৈর্য ধরে আছে 🙂

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন...
24/09/2024

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন। তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।

আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাত নসীব করুন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Remix vibe$ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share