23/06/2023
একজন প্রেমিকের চিঠি। ভাল লাগলো তাই শেয়ার করলাম।
কেও কাওকে এইভাবে ভালবাসতে পারে জানা ছিলনা
আমার হুররাম!!
তোমার অসুস্থতা আমাকে পীড়া দেয়। তোমার কান্না আমাকে কাঁদায়। তোমার কস্ট আমাকে কস্ট দেয়। তোমাকে পাবনা ভাবলেই মনের গভীরে এক প্রচন্ড মোচড় মারে। তোমাকে হারাব একথা যে আমার চিন্তাশক্তির বাইরে। তাই পরম করুণাময়ের কাছে দোয়া করি- তুমি ভাল থাক, সুখে থাক। যাকে ভালবাসি তার কল্যাণ ই যদি না চাইতে পারি, তাহলে এই ভালবাসা তো স্বার্থময়। আমি জানি তুমি কখনোই আমার হবার নয়। আমার স্বপ্নেই শুধু তুমি। স্বপ্নেই তোমার সাথে মাখামাখি আমার। আমি এটিকে দুঃস্বপ্ন বলব না। কারণ এই স্বপ্নকে যে আমি ভালবাসি! এই স্বপ্নের উৎপত্তি তো আমার ভালবাসা থেকে। তাই আমি এটির নাম দিয়েছি 'ভালবাসার অধরা স্বপ্ন'। তোমার সাথে কথা শেষ করে একটা ব্যবসায়িক কল এটেন্ড করলাম। এরপর গাড়ি নিয়ে সমুদ্রপাড়ের দিকে এসেছি। এফ এমে অন করে বুঝলাম তারা ও আমার মনের কথা জানে। গান চলছিল - এক পেয়ার কা নাগমা হে......... জিন্দেগী অর কুচভি নেহি, আনা অর যানা হে! শুনতে শুনতে খালি রোডে গাড়ি চালিয়ে সমুদ্রপাড়ে চলে এলাম। তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় যেটা ভিডিও করে দেখিয়েছিলাম। কিছুক্ষণ গাড়িতে বসে রইলাম। গাড়ির উপরে খেজুর গাছের মাথার উপরের চাঁদ দেখছিলাম। কানে সমুদ্রের জোয়ারের আওয়াজ এল। সমুদ্রপাড়ে এসে বসেছি। একটা সময় তোমার এই খুনসুটি গুলো ও আমাকে কাঁদাবে। উপরে চাঁদ, চাঁদনী রাত, সামনে সমুদ্রের বিশালতা, একপাশে উঁচু উঁচু দালান, পাশে ওয়াকিং ওয়ে আর আমি বসে আছি পাড়ের একটি চেয়ারে। এই লিখাটা লিখতাম না। তুমি আমার লিখা পড়তে চাও। তাই লিখি। তোমাকে লিখতে গেলে আমার লেখা ও যেন মসৃণ হয়ে উঠে। প্রেমে পড়লে সাহিত্যিক হওয়া যায় শুনেছি আগে। এখন বিশ্বাস করতে শুরু করেছি। তোমাকে লিখছি মনের সব আকুতি দিয়ে, মনের চক্ষু দিয়ে। কারণ আমার চোখে আমি ঝাপসা দেখছি। চোখ থেকে বেরিয়ে যাওয়া অশ্রু আমার গাল, থুতনি বেয়ে গেঞ্জি পর্যন্ত চলে আসছে। আমি একবারের জন্য ও মুছিনি। মুছতে ও চাইনা। ঝরে যাক কিছু দুঃখ। চলে যাক কিছু বেদনা।ইচ্ছে করছে সমুদ্রে একটা ডুব দি। চোখের নোনা জল আর সমুদ্রের নোনা জল মিশে একাকার হয়ে যাক। এই বিচে নামা নিষেধ। নইলে নেমে যেতাম এতক্ষণে। তোমার এই চিঠি লেখা শেষ করে আকাশের দিকে মুখ করে পায়ের উপর পা তুলে কিছুক্ষণ শুয়ে থাকব। আমার চাঁদ কস্টে আছে। সে ঘুমাক। আমি আপাতত সবার চাঁদকেই দেখব। দুই তিনজন লোক ওয়াক করছে। আমার শুয়ে থাকা দেখে তারা হয়ত ভাববে- কোন নবাবের বেটা সমুদ্র দর্শনে এসে পাইক পেয়াদার পাহারায় খোলা আকাশের নিচে শুয়ে আছে! তারা তো আর জানেনা- আমি এই পৃথিবীর সবিচাইতে অভাগা প্রেমিক। তাদের বলাবলি আর ভাবাভাবিতে আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি নিজেই আছে মহাকালের গভীর ভাবে মগ্ন।
আমার ভাবের বিষয়বস্তু - তুমি 🧡!
ভাবের শিরোনাম - আমি তোমাকে ভালবাসি 💚!
ভাবের উপসংহার - তোমার থেকে দূরে চলে যাওয়া আমার কাছে মৃত্যুকে আলিঙ্গন করার চাইতে কঠিন ♥️!
আমার জান, আমার কলিজা, আমার পরান, আমার চাঁদ, আমার রাণী, আমার জলপরী, আমার হুররাম ভাল থাকুক। তার ভালতেই আমার ভাল।
পৃথিবীর কেউ আমার আর তোমার ভালবাসা সম্পর্কে হয়ত জানবে না। অব্যক্ত আর লুকায়িত! অথচ, দেখ! মনে হয় যেন শতবছরের প্রেম আর হাজারবছরের সংসার!!
ভালবাসি!
বিশ্বাস কর- অনেক ভালবাসি!
একটু আগে একটা কবিতা পড়লাম। ভাবলাম ওইটা এড করি এইখানে।
এমন যদি হতো..
একটা প্রেমের গল্প হতো,
দূরে থেকেও ভালবাসা হতো,।
এমন যদি হতো……
জীবন অনেক ব্যস্ত হতো,
তবুও হাতে তার হাতটা হতো।
এমন যদি হতো……
রাত জেগে ভোর হতো,
তবুও প্রেমালাপ শেষ না হতো।
এমন যদি হতো……
সকাল পেরিয়ে দুপুর হতো,
কেউ অপেক্ষায় অভিমানি হতো৷
এমন যদি হতো……
আলো লুকিয়ে সন্ধ্যা হতো,
কেউ আমার ভাবনায় আনমনে হতো।
এমন যদি হতো……
জীবনে অনেক ঝড় হতো,
তবুও তাকে পাওয়া হতো....
Collected.