30/11/2025
আলহামদুলিল্লাহ, Content Creation এর ১২ সপ্তাহে পা রাখলাম। এই ৪৮ দিনের সফরে আল্লাহ পাকের অশেষ রহমতে ৩০ টা ভিডিও আপলোড করেছি।
এই ৪৮ দিনে মানুষের ভালোবাসা, পরিবারের সাপোর্ট, পাড়া প্রতিবেশী প্রায় Almost সবার ই সাপোর্ট পেয়েছি। পথে ঘাটে দেখলে ভাইয়া আপনি ভিডিও বানান যে না? এইরকম শুনি ভালোই লাগে। আবার অনেকেই মেসেজ দিয়ে বলে ভিডিও সুন্দর হয় এগিয়ে যাও ইত্যাদি। মাঝে মধ্যে ছোট বাচ্চারা দেখলে তো ভাইয়া ভাইয়া বলে এরপর এসে বলে ঘটনা কোথায় গেছি -কি হইছে সমস্ত কিছু এক্সপ্লেইন করে দেয়😁।
এই ১২ সপ্তাহে আল্লাহর রহমতে চট্টগ্রামের ৯ টির ও বেশি উপজেলা এক্সপ্লোর করেছি যেগুলার অনেও গুলা ভিডিও করি নি।মাশাল্লাহ বলে জাবেন বদনজর দিয়েন নাহ!
এই পুরো সফর জুড়ে সাথে ছিল ইস্পাহান যাকে প্রায় সবাই চিনেন বাংলা সাইকেল নিয়ে দেশের যেকোন প্রান্তে যেতে প্রস্তুত সে 🤭
তবে আমরা যে এইভাবে ঘুরাফিরা করি কিছু মানুষ অনেক Jelous করে!বুঝি না ভাই।
সবশেষে একটাই কথা সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ 🤍 তিনিই শেষ ভরশা।দোয়া করবেন যাতে অন্তরের মধ্যে মোহাব্বত থাকে মতো অহংকার জিনিস টা না আসে মতো।😊
কালকে দেখা হবে সকাল ১০ টায় মইজ্জারটেক ওরশ বিরিয়ানির ওপেনিং এ ইনশাআল্লাহ।