13/06/2023
দুনিয়াতে বিপদ, আপদ হাজার আসবে! এগুলো আল্লাহর পরীক্ষা আমাদের জন্য। পরীক্ষা হলো আমরা আল্লাহর উপর কতটা ভরসা করি, কতটা বিশ্বাস করি! আমরা বিপদে কি মানুষের কাস থেকে পাওয়ার আশা করি? না কি আল্লাহর কাস থেকে? আচ্ছা আমরা হতাশ না হয়ে কে কি বললো এগুলো ঝেড়ে ফেলে দেই। আমরা কি এটা একবারও ভাবিনা! বিপদ যদি আল্লাহ দেই! সমাধান ও আল্লাহর কাছেই! তাই অস্থির, হতাশা আর ভেঙে না পরে প্রতি সেকেন্ড আল্লাহর কাছে চাই!! ইনশাআল্লাহ যত টা কষ্ট আমরা বিপদের সম্মুখীন হয়ে পাচ্ছি এর দ্বিগুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন তার অফুরন্ত নিয়ামত। কে আমাকে কি বললো এগুলো চিন্তা করা মন খারাপ করা বোকার কাজ। একবার ভেবে দেখেছেন! কিয়ামতের দিন আপনার গর্ভের সন্তান ও আপনাকে কোনো আমল দিবেনা কেউ আপনাকে সাহায্য করবেনা। স্যাক্রিফাইস করেই যান! পাবেন আশা করবেন আল্লাহর কাস থেকে!! দুনিয়াতে নয়!!আপনি এটা চিন্তা করুন!( নবী রাসূল ) গণ অনেক কঠিন স্যাক্রিফাইস করেছিলেন তাদের জীবনে!!! না খেয়ে কাফের দের সাথে যুদ্ধ করে ইসলাম প্রচার করেছিলেন ভয়াবহ দিন পার করে! হাজার হাজার কঠিন বিপদ মোকাবেলা করেছিলেন!! নবী রাসূল গণ দুনিয়াবী জীবনে কোনো সুখ পাননি। আল্লাহর পরীক্ষা দিতে দিতে উনারা দুনিয়া ত্যাগ করেছেন ও জান্নাতে প্রবেশ করেছেন!!! তাহলে ভাবুন আমরা ও তো মুসলমান! নবী রাসূলের উম্মত! আল্লাহর বান্দা! কিছু পরীক্ষা না করে আল্লাহ আমাদের এমনিতে ছেড়ে দিবেন! যখন কোনো বিপদ এর সম্মুখীন হবেন! তখন ভাববেন এটা আপনার জন্য নিয়ামত!! দুনিয়া হলো পরীক্ষা গার! আল্লাহর উপর একনিষ্ঠ ভরসা রাখুন!!!!! ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এতো দিবেন!! আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেননা। গতকাল যা আপনার জীবনে ঘটেছে দুর্ঘটনা! সেটা গতকাল এই শেষ করে দিন সেই চাপটার! আজ থেকে সব ভুলে গিয়ে নতুন ভাবে বাঁচতে শিখুন! হাঁসি খুশি থাকুন। অন্তত এটা মাথায় রাখুন দুনিয়া ২দিনের কৃডা কওতুক আর মায়াজাল। এখানে কেউ আপনার আপন না। একমাত্র আল্লাহই আপনাকে সব থেকে বেশি ভালোবেসে! আল্লাহর কাছে আপনার মনের ভাব প্রকাশ করুন নীরব এ। সবর ও সলাত এর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকুন! একনিষ্ঠ আল্লাহর উপর ভরসা করে দেখুন। আর হতাশ হবেননা। নিজের শরীর খারাপ করবেননা। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ❤️