The Guardian Sports

The Guardian Sports Cricket and Football lover
(4)

02/02/2025

So good sommo Sarkar

02/02/2025

দূর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা হোটেল বন্দী। ৫/৭ জন ক্রিকেটার আছেন, সাথে টিমবয় ও লজিস্টিকস ম্যানেজার। তাদের হোটেলে থাকতে বলা হয়েছিল আজ পাওনা টাকা দেয়া হবে, এই কথা বলে। আপাতত রাজশাহীর মালিক ফ্র্যাঞ্চাইজির সিনিয়র ক্রিকেটারদের ফোন ধরছেন না। ক্রিকেটাররা আজ অপেক্ষা করবেন। যদি টাকা না পান, আগামীকাল হোটেল ছেড়ে যার যার বাড়িতে চলে যাবেন।

দুই ক্রিকেটারের সাথে কথা বলে এমনই জানলাম। জিজ্ঞেস করলাম, হোটেলে থাকার বিল পরিশোধ করা হয়েছে কিনা? প্রশ্ন শুনে ক্রিকেটাররা যে নতুন দুশ্চিন্তায় পড়ে গেল!

-Deb Chowdhry

02/02/2025

কথাতে কোনো বীমা নেই
ভরসাটা ইমানেই।

02/02/2025

পৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে-প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র্য বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে-মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে “ভয় পেয়ো না, আমি আছি।” বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না।

একদিন আপনার অনেক কিছু হবে। অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার সামনে-পিছে ঘুরঘুর করবে; আপনার কিছু লাগবে কি না, তার জন্য একপায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের ঘ্রাণে-কেনা কিছু মৌমাছি কেবল।

তারাই আপনার আপনজন আর কাছের জন, যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর, কখনোবা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়ে ছিল।

বড়ো হোন, ততটুক‌ই বড়ো হোন, যতটুক বড়ো হলে আপনার মাথাটা আকাশ ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। ক্ষুদ্র হোন, ততটুক‌ই ক্ষুদ্র হোন, যতটুক ক্ষুদ্র হলে আকাশ-ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায়, যে-মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকে ছিল।

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো।

যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসতো, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসতো, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসতো, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।

বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

মানুষটা আছে, অথচ মানুষটা নেই।

এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

#এই #এই #এইপৃথিবীর অনেক কিছুই রিপ্লেসেবল। তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয়; এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে-বন্ধুটি নিজের পকেটের সীমিত টাকার মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। আপনার যে-প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র্য বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো রিপ্লেসমেন্ট হয় না।

আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে-মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে “ভয় পেয়ো না, আমি আছি।” বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না।

একদিন আপনার অনেক কিছু হবে। অনেক বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন আপনার সামনে-পিছে ঘুরঘুর করবে; আপনার কিছু লাগবে কি না, তার জন্য একপায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই। এরা আসলে আপনার কেউই হয় না, এরা আপনার সুসময়ের ঘ্রাণে-কেনা কিছু মৌমাছি কেবল।

তারাই আপনার আপনজন আর কাছের জন, যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর, কখনোবা মাটি হয়ে পায়ের নিচে ঠাঁই হয়ে ছিল।

বড়ো হোন, ততটুক‌ই বড়ো হোন, যতটুক বড়ো হলে আপনার মাথাটা আকাশ ফুঁড়ে বেরিয়ে যেতে পারে। ক্ষুদ্র হোন, ততটুক‌ই ক্ষুদ্র হোন, যতটুক ক্ষুদ্র হলে আকাশ-ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায়, যে-মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাঁই হয়ে পায়ের তলায় থেকে ছিল।

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো।

যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসতো, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসতো, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসতো, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।

বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

মানুষটা আছে, অথচ মানুষটা নেই।

এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

তাই সময় থাকতে প্রকৃত বন্ধুর মূল্যায়ন করুন।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

#এই #এই #এই

02/02/2025

এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।

যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন - আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন—এটাই আমাদের প্রতিশ্রুতি।

ঢাকা ক্যাপিটালসের খেলোয়ার, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।

This year, I had the opportunity to step into the BPL arena for the first time with Dhaka Capitals. It has been a new experience, a new challenge for me. Your expectations were sky-high, and we gave our best effort. However, being our debut season, there were some shortcomings, which we humbly acknowledge.

But this is just the beginning! I would like to say one thing with all humility—I never lose; I either win or learn. This time, we have learned. In the next season, you will see Dhaka Capitals return stronger, more aggressive, and fully prepared to claim victory—that is our promise.

Your love, support, and faith are our greatest strength. Let’s unite, dream big, and turn Dhaka Capitals into Champion for real.


💙

02/02/2025

আমার পোস্ট টা আপনার সামনে পড়লে একটা সালাম দিয়েন☺️

01/02/2025

ফিরে আসার গল্প

01/02/2025

কেমন কাটল বছরের প্রথম মাস?

31/01/2025

হামজা বাংলাদেশে আসলে যেমন হবে দল

31/01/2025

হামজা চৌধুরী বাংলাদেশে আসলে যেমন হবে

31/01/2025

লোক লজ্জায় বলতে পারি না আমি রেস্টুরেন্ট আর ব্যাংকের দরজা গুলো সহজে খুলতে পারি না শক্তির অভাবে! 🙂

30/01/2025

সাদি ও মানে জীবনের গল্প

30/01/2025

অপেক্ষার শেষ'টা সুন্দর হোক, ঘর ছেড়ে দেওয়া প্রতি'টা ছেলে সফল হোক। ❤️‍🩹🌼

30/01/2025

🚨 ব্রেকিং নিউজ

রংপুরের হয়ে খেলতে আসছেন তিনি বিদেশী প্লেয়ার! অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিড! অন্যজন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অলরাউন্ডার সুনীল নারাইন!💥

~ দৈনিক প্রথম আলো'র এক প্রতিবেদনে বলা হয়েছে, 'রংপুর ফ্র্যাঞ্চাইজি সূত্রের দাবি, টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারাইনের সঙ্গেও চুক্তি হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে।'চলমান বিপিএলে টানা ৮ ম্যাচে জয় নিয়ে আগেই প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। তবে নিজেদের শেষ দুই ম্যাচে তাদের রাইডার্সের জয়ের ধারায় ধাক্কা দেয় দুর্বার রাজশাহী। এক রাজশাহীর কাছেই পরপর দুই ম্যাচে হারল রংপুর। তবুও তারা টেবিল টপারই।

সোর্স: প্রথম আলো!

#বাংলাদেশ_ক্রিকেট_আমাদের_গর্ব_ও_অহংকার

29/01/2025

সাব্বির রহমান ফর্মে থাকলে যেমন হয়।

29/01/2025

টেস্ট ইতিহাসে ১৫ তম এবং চতুর্থ অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে টেস্টে ১০ হাজার রানের ক্লাবে স্মিথ

29/01/2025

খেলোয়াড় থাকা অবস্থায়ই MCC এর সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছেন পুরো বিশ্ব ক্রিকেটে এমন খেলোয়াড় আছেন মাত্র দুইজন।

১. কুমার সাঙ্গাকারা (উইকেট কিপার ব্যাটসম্যান শ্রীলঙ্কা)।
২. সাকিব আল হাসান (অলরাউন্ডার, বাংলাদেশ)।

মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC)হলো, বিশ্বের সবচেয়ে সক্রিয় ক্রিকেট ক্লাব। লর্ডস গ্রাউন্ডের মালিক এবং খেলার আইনের অভিভাবক।

That's the standard of Shakib Al Hasan at International cricket. Proud of you Nobab😊🤩

#বাংলাদেশ_ক্রিকেট_আমাদের_গর্ব_ও_অহংকার

Address

চট্টগ্রাম
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Guardian Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Guardian Sports:

Share