Ctgeye

Ctgeye বিনোদনমুলক ভিডিও কনটেন্ট,সময়োপযোগী তথ্যের ভাণ্ডার

28/07/2025

গতকাল থেকে মুষলধারে বৃষ্টির ফলে নগরীর প্রায় সড়কে কোমড় পানি। সকাল ১১টায় চকবাজার,বাদুরতল,কাপাসগোলা এলাকার পানির প্রতিচ্ছবি

★ দৃষ্টি আকর্ষণ★ উদ্ধারকৃত মোবাইলের আপডেট লিস্ট:যে মোবাইলগুলো লক থাকার কারণে IMEI দেয়া যায়নি, সেই মোবাইলগুলো হতে আইফোন আ...
15/07/2025

★ দৃষ্টি আকর্ষণ★ উদ্ধারকৃত মোবাইলের আপডেট লিস্ট:
যে মোবাইলগুলো লক থাকার কারণে IMEI দেয়া যায়নি, সেই মোবাইলগুলো হতে আইফোন আগামী শনিবার বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ও রবিবার বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অন্যান্য এন্ড্রয়েড মোবাইল মুনছুরাবাদ ডিবি পশ্চিম অফিসে দেখানো হবে। উপযুক্ত প্রমানসহ হাজির হতে পারেন

★ দৃষ্টি আকর্ষণ ★  ★ দৃষ্টি আকর্ষন ★চট্টগ্রাম নগরীতে যারাই মোবাইল হারিয়েছিলেন, নিম্নোক্ত তালিকায় সেই মোবাইল আছে কিনা দেখ...
12/07/2025

★ দৃষ্টি আকর্ষণ ★ ★ দৃষ্টি আকর্ষন ★
চট্টগ্রাম নগরীতে যারাই মোবাইল হারিয়েছিলেন, নিম্নোক্ত তালিকায় সেই মোবাইল আছে কিনা দেখে নিতে পারেন। উপযুক্ত প্রমানাদি নিয়ে সিএমপি কার্যালয় থেকে শখের মোবাইলটি ফেরত নিতে পারবেন।

এসএসসি তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা।
10/07/2025

এসএসসি তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা।

09/07/2025

অতিবৃষ্টিতে রূপসী ঝর্ণায় আটকে ছিলেন ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির ৮জন শিক্ষার্থী। ৯৯৯ এ কল করে যেভাবে উদ্ধার হল!!
তথ্য ও ভিডিও জাতীয় জরুরীসেবা ৯৯৯ থেকে নেওয়া

28/06/2025

সালমান মুক্তাদির ও তার স্ত্রীর পথ রোধ করেছে তৌহিদী জনতা ❤️❤️

এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকে...
26/06/2025

এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মীরপুর বাংলা কলেজে।

কিন্তু ভাগ্য খারাপ! লেট হওয়ায় পরীক্ষার হলে প্রবেশের সুযোগ পায়নি। অঝোরে কাঁদছিল মেয়েটি। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন, তাদের কেমন লেগেছে জানি না! কিন্তু ভিডিওটা দেখে কিঞ্চিৎ হলেও অনুভূতি বুঝতে পারছিলাম।

একজন মানুষ বোর্ড পরীক্ষার দিনে নিশ্চয়ই রঙঢঙ করে সময় নষ্ট করে না। অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষার হলে ছুটে আসা— কিন্তু বস্তাপচা সিস্টেম মেয়েটির একটা বছর নষ্ট করে দিল।
কর্তৃপক্ষ যুক্তি দিবে— লেট করে আসলে প্রবেশের সুযোগ নেই। কিন্তু মানবিকতার চেয়ে নিয়ম বড় না। একটা বাচ্চা মানুষ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরেছে, আর আপনারা বা*লের যত নিয়ম ফলান।

যত নিয়ম, যত সিস্টেম সব বিপদগ্রস্থ মানুষের জন্য, সব অসহায়দের জন্য। আর চোর-বাটপার, টাকা পাচারকারী, প্রভাবশালীদের জন্য সব জায়েজ।
মানবিকতার চেয়ে মহান আর কি! এই প্রত্যয়ী মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলে দেশটা কি রশাতলে যেত? আর ওর পরীক্ষা না দেওয়ায় দেশটা কি সুইডেন হয়ে গেছে?
sanaul haque sunny

23/06/2025

চট্টগ্রাম নগরীতে চসিকের বাজেটে নাগরিক প্রতি বরাদ্দ ৩ হাজার ৬৫ টাকা.....

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময়...
12/06/2025

প্রতীক জোশী গত ছ’টা বছর ধরে লন্ডনে একা একা দিন কাটাচ্ছিলেন। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন বুনছিলেন — নিজের স্ত্রী আর তিনটে ছোট ছেলেমেয়েকে নিয়ে বিদেশে একটা ভাল জীবন গড়ে তুলবেন।

স্ত্রী কোমী ভ্যাস, পেশায় ডাক্তার, আর বাচ্চারা তখনও ভারতে। প্রতীক প্রতিদিন কাজের ফাঁকে শুধু এটাই ভাবতেন — “একদিন ওদের সবাইকে নিয়ে আসব এখানে, একসাথে একটা নতুন জীবন শুরু করব।”

অনেক কষ্টে, হাজারটা কাগজপত্র, বছরের পর বছর অপেক্ষা — সব পেরিয়ে অবশেষে সেই দিনটা এল। মাত্র দু’দিন আগে কোমী নিজের চাকরি ছেড়ে দিলেন। বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখা হল, আত্মীয়দের বিদায় জানানো হল, আর সবার চোখে মুখে শুধুই নতুন জীবনের রঙিন স্বপ্ন।

আজ সকালে পাঁচজনের সেই ছোট্ট পরিবার, বুকভরা আনন্দ, আশায়-ভরপুর মন আর নতুন সূর্যকে বরণ করার উত্তেজনা নিয়ে উঠল এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর ফ্লাইটে — লন্ডনের টিকিট কাটা, একমুখী পথ — ফেরার কথা নয়, এবার শুধু এগিয়ে চলা।
একটা সেলফি তুলল সকলে, হেসে, জড়িয়ে, যেন নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। সেই ছবিটা পাঠাল আত্মীয়-পরিজনদের — "দেখো, আমরা যাচ্ছি নতুন জীবনের খোঁজে!"

কিন্তু ভাগ্য বড়ই নির্মম। সেই প্লেন আর পৌঁছল না। আকাশেই ভেঙে পড়ল। আর কেউ ফিরল না।

এক মুহূর্তে সব শেষ।
একটা গোটা পরিবারের শত স্বপ্ন, হাজার রঙ, সমস্ত হাসি কান্না — সব কিছু ছাই হয়ে গেল।

এই ঘটনা আমাদের একটা গভীর সত্যি মনে করিয়ে দেয় — জীবনটা ভীষণই নরম, ভীষণই অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সবকিছু বদলে যায়, কেউ জানে না।
যা কিছু ভালোবাসো, যাদের জন্য বাঁচো, যাদের নিয়ে স্বপ্ন দেখো — একটাও নিশ্চয়তা নেই যে তারা আগামীকাল থাকবে।

তাই যেদিনটা তোমার হাতে আছে, আজকের দিনটা — সেটাকেই ভালোবেসো।
মনের কথা বলো, প্রিয়জনকে জড়িয়ে ধরো, আর সুখের জন্য কালকের অপেক্ষা কোরো না।

কারণ কাল যে আদৌ আসবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।

✍️ডাঃ সপ্তদ্বীপা সাহা

12/06/2025

ভারতের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত।

10/06/2025

ছুটির দিনে পতেঙ্গা সমুদ্রসৈকতে ছিল পর্যটকদের উপচেপড়া ভীড়

09/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

সোর্স : সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

Address

BD
Chittagong
4208

Telephone

+8801516116131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ctgeye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ctgeye:

Share