27/08/2025
মন ভালো নেই আজ বহুদিন ধরে, হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে।
সবকিছু ঠিক আছে বললেও, ভেতরের অশান্তিটা থামে না কিছুতেই।
কারও সঙ্গে কিছু ভাগ করে নিতে ইচ্ছেও করে না, কারণ সবাই শুধু শুনে-কেউ বোঝে না।
রাতের পর রাত কেটে যায়, ঘুম আসে না চোখে, শুধু পুরোনো কিছু কথা চোখের পাতায় হালকা জলের মতো জমে থাকে।
আসলে, মন ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ।
মন ভালো নেই!