Moriam's babies

Moriam's babies we try to learn anything within joy
(82)

  Convocation   of Chittagong
16/05/2025

Convocation
of Chittagong

আশিক চৌধুরীকে ডক্টর ইউনূস নিজে ফোন করেছিলেন।বলেছিলেন, দেশের কাজ করার একটা সুযোগ পাওয়া গেছে।করবা কি না? আশিক সাহেব সিঙ্গ...
09/04/2025

আশিক চৌধুরীকে ডক্টর ইউনূস নিজে ফোন করেছিলেন।

বলেছিলেন, দেশের কাজ করার একটা সুযোগ পাওয়া গেছে।করবা কি না?

আশিক সাহেব সিঙ্গাপুরের দামী চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন। ৫৯ সেকেন্ডের একটা ফোন কলে। এমনকি স্ত্রীর সাথেও কথা বলার প্রয়োজন মনে করেননি।

এমন কত আশিক যে আছে দুনিয়ার নানান প্রান্তে।

কত অভিমান নিয়ে শুধু একটা ফোন কলের জন্য ওয়েট করছে। টাকা লাগবে না, উন্নত জীবন লাগবে না, জাস্ট একটু কাজ করার সুযোগ।

সেই সুযোগটাই কেউ দেয় না এদের।

২০২২ এ আমেরিকার খুব ভালো ইউনিভার্সিটি থেকে একটা লোক পিএইচডি করে দেশে এসেছিলো। একটা ভার্সিটির টিচার হওয়ার জন্য ২০ টা ভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছে। হয় নাই।

কারণ বাংলাদেশের এইসব পদ বিক্রি হয় টাকার কাছে।

আপনার ইউনিভার্সিটির প্রফেসর বলেন আর লেকচারার বলেন সব শালাই ঐ চুরির মাল।

অথচ শুধু আমেরিকাতেই বাংলাদেশের এতো ভালো ভালো গবেষক আছে, এরা সবাই দেশে আসলে আজ ঐ আশিক সাহেবের মতোই সব সেক্টরে হইচই পড়ে যাইতো।

স্টেটসম্যানদের কাজ কিন্তু সবকিছু নিজে করা না।

স্টেটসম্যানের কাজ হলো যোগ্য মানুষটাকে যোগ্য জায়গায় আইনা নিজে শান্তিতে থাকা।

এই যে BIDA, এইটা নিয়ে আর ইউনূসের নিজের কিছু করতে হবে? হবে না। আশিক সাহেব নিজেই যথেষ্ট।

এমন ১০ টা সেক্টরে ১০ টা আশিক বসাইয়া দেওয়াই স্টেটসম্যানের কাজ।

স্টেটসম্যান কখনোই সারারাত জেগে নামাজ পড়বেন না, সব ইস্যুতে হস্তক্ষেপ করবেন না। যেটা হাসিনা করতো।

মাহথির মোহাম্মদ মালয়েশিয়াকে মালয়েশিয়া বানাইছিলো এই প্রসেসে।

আমেরিকাতে কাজ করা একজন মালয়েশিয়ার নাগরিক। হুট করে মাহথির ফোন করতেন। বলতেন, আমার তো টাকা নাই যে তোমাকে সারা বছরের জন্য নিয়োগ করবো। তুমি বরং ছুটিটা দেশে কাটাইয়া যাও। দেশের জন্য কিছু করো।

মাহথিরের ফোন পেয়ে লোকজন ছুটে আসতো। এভাবেই মালয়েশিয়া আজকের মালয়েশিয়া হয়েছে।

ডক্টর ইউনূসও সেইম কাজটাই করেছেন।

একটা ফোন কল।

আসলে মেধা বা দেশপ্রেমের অভাব বাংলাদেশের মানুষের মধ্যে কখনও ছিলোই না। বাংলাদেশের মানুষেরা হলো পাগল। এরা ব্রিটিশ খেদাইছে, পাকিস্তান খেদাইছে, হাসিনা খেদাইছে যেমনে, স্বাভাবিক হলে পারতো না।

এই পাগলের দল দেশের জন্য জান দিয়া দিতে প্রস্তুত থাকে। দেশের সস্তা চাকরির জন্য বিদেশের দামী চাকরি ছাইড়া দেয়, বৌরে জিগায়ও না।

এই দেশে মেধা বা মেধাবীদের অভাব কখনোই ছিলো না।

অভাব খালি ছিলো ঐ একটা ফোন

09/04/2025

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়, এ কথা বলেই কাঁ'দ'লেন ড. ইউনূস

মানুষের দুঃখ ক ষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁ দে ফেলেছেন সবার সামনে।

এর আগে কেঁ দেছিলেন আবু সাঈদের কথা বলতে যাইয়া।

সম স্যা হলো,অন্যান্য পলিটি'শিয়া'নদের মতো উনি কা'ন্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান। কথাই বলতে পারেন না।

মানুষের জন্য আমাদের পলি'টিশি:য়ানরা কখনোই কা'ন্নাকা'টি করেন নাই। উনারা কা'ন্নাকা'টি করেন নিজের পরিবারের জন্য, মেট্রোরেল বা উন্নয়নের জন্য, বড় জোর নিজের দলের কর্মীদের জন্য।

দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খা'ইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দা'রি'দ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো।

এই প্রথম কোন রাষ্ট্র প্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন, আমার দেশের মানুষ দ'রি/দ্র।

আসলেই তো, এরচে সরল স্বীকারোক্তি আর কী আছে?

বাটার দোকান লুট হইছে স ন্ত্রা/সের জন্য না। গরী'বের জন্য। রিয়েলিটি হলো, এই দেশের কমপ'ক্ষে ৪ কোটি মানুষের দৈনিক ইনকাম ১০০ টাকার কম।

ক্যান ইউ ইমাজিন?

অথচ ইউনূসের এসবের দরকার ছিলো না।সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারতো। নিজের সম্মান, গাটস ঠিক রেখে শেষ করতে পারতো।

বাট উনি সেইটা করলেন না।

নিজের আত্মস'ম্মা'নবোধও এক প্রকার বিস'র্জনই দিলেন বোধহয়, কোন উন্নয়নের গল্প শোনান নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মি"থ্যা বলেন নাই, স্বজন হা'রা/নোর বেদনা করেন নাই, খালি বলেছেন, আমার দেশের মানুষ খুব গরীব।

আমি এর আগে এই লোককে কখনোই এতো আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওউন করতে দেখিনি।

যুগে যুগে মানুষের দা'রি'দ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন।

এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দা'রি'দ্রকে ওউন করে নিজের ইমেজ বিস'র্জ ন দিলেন।

জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।

লিখেছেন © -সাদিকুর রহমান খান

26/02/2025

পাহাড়ি গান
আলুটিলা,খাগড়াছড়ির

06/02/2025
06/02/2025

মানফুসাহ

03/02/2025

স্কুলে বাচ্চাদের ক্রিড়া প্রতিযোগিতা

কাপড় দিয়ে চোখ বেঁধেছি,       মুখ বেঁধেছি,     কানও বেঁধেছি। কিন্তু বিবেক বাঁধবো কি দিয়ে!!!বন্ধ চোখ দেখেনিআবু সাঈদের পেত...
03/08/2024

কাপড় দিয়ে চোখ বেঁধেছি,
মুখ বেঁধেছি,
কানও বেঁধেছি।
কিন্তু বিবেক বাঁধবো কি দিয়ে!!!
বন্ধ চোখ দেখেনি
আবু সাঈদের পেতে দেয়া বুক,
ঝাঁঝরা করেছে শকুন।

বেঁধে রাখা কান শুনেনি,
"পানি লাগবে পানি"?
মুগ্ধের করুন মায়া মাখা,
মুগ্ধ করা সুর।
বেঁধে রাখা মুখ বলতে পারেনি
আস্ত একটা বাংলাদেশের মুখ,
খিলে খাওয়ার জন্য
চেপে ধরেছ কোন শকুন?

কিছুই দেখিনি,
কিছুই শুনিনি,
কিছুই বলিনি।
তবুও ঘুমাতে পারিনা কেন?
ভেসে ওঠে,
চোখে গুলি বিদ্ধ আহাদ,
ছাদে খেলায় মগ্ন রিয়া,
মিছিল দেখতে যাওয়া তাহমিদ,
হোসাইন, মোবারক ও ইফাত,
জালানা বন্ধ করতেছে সামির
এবং নিজ বারান্দায় উৎসুক
কিশোরী নাঈমার মুখ।

কারো কাছে কী কিছু আছে,
মন-বিবেক বাঁধার জন্য?
দড়ি কিংবা মন্ত্র?
আমিতো ঘুমাচ্ছি,
তাহলে চারদিকে এত এত
লাল কেন?
এত এত চিৎকার,
এত এত স্লোগান,
গলা শুকিয়ে যাচ্ছে,
পানি হবে পানি?

মরিয়ম আক্তার
৩/৮/২০২৪
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (২০১৪-১৫)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

04/05/2024

Address

Chittagong University Campus
Chittagong
4331

Telephone

+8801872058912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moriam's babies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moriam's babies:

Share

Category