Nabil's ICT Point

Nabil's ICT Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabil's ICT Point, Digital creator, Chittagong.

26/11/2023

আমাদের প্রাইভেট ব্যাচ ,অনলাইন ব্যাচ সহ সকল শিক্ষার্থী আইসিটিতে এ+ অর্জন করেছে, সকলকে Nabil's ICT Point এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

এইচএসসির শিক্ষার্থীরা তাদের বিভাগ ভিত্তিক বিষয়গুলোকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় আইসিটির মত ট্রেন্ডি বিষয়ে দুর্বল হয...
25/09/2023

এইচএসসির শিক্ষার্থীরা তাদের বিভাগ ভিত্তিক বিষয়গুলোকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় আইসিটির মত ট্রেন্ডি বিষয়ে দুর্বল হয়ে পড়ে।
তাই উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ হতেই প্রত্যেক শিক্ষার্থীর উচিত তাদের প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে এবং সমানভাবে প্রাধান্য দেওয়া।
বর্তমান শিক্ষার্থীদের মাঝে একটি প্রবণতা দেখা দেয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এ বিষয়টিতে গুরুত্ব কম দিয়ে থাকে। ফলে এইচএসসিতে অনেক শিক্ষার্থী বঞ্চিত হয় তাদের আশানুরূপ ফলাফল থেকে।পরিশেষে জিপিএ ফাইভের (A+)হার কমে যায়। আইসিটিতে অকৃতকার্য হওয়া যতটা সহজ ঠিক জিপিএ-৫ (A+)পাওয়া তার চেয়েও বেশী সহজ। এছাড়াও বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর, এই তথ্য প্রযুক্তি নির্ভর পৃথিবীতে উচ্চশিক্ষা কিংবা বহির্বিশ্বে উচ্চশিক্ষার জন্য আইসিটি ওতপ্রোত ভাবেই সংযুক্ত।

সুতরাং নিজেকে সকলের মাঝে টিকিয়ে রাখতে এবং এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে নিজের অবস্থান শক্ত করতে নিজেকে করতে হবে আইসিটিতে পারদর্শী। বর্ণমালা ছাড়া যেমন আমরা পড়তে পারিনা ঠিক তেমনি উচ্চমাধ্যমিকে আইসিটির যথেষ্ট জ্ঞান ছাড়া সামনে আগাতে পারবো না। তাই শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ থেকেই নিজেকে আইসিটিতে করে তুলতে হবে পারদর্শী। আর এই পারদর্শিতার অর্জনে আপনাদের জন্য সাথে আছে 𝐍𝐚𝐛𝐢𝐥'𝐬 𝐈𝐂𝐓 𝐏𝐨𝐢𝐧𝐭.

Address

Chittagong
4000

Telephone

+8801838938434

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabil's ICT Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share