
06/08/2025
আমার ছোট্ট পাখিটার আজ ৬ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ❤️
মনে হচ্ছে ২ দিন আগেই ওটি রুমে নার্স এসে আমার মুখর সাথে নরম তুলতুলে এক পুতুলের মুখের স্পর্শ দিলো..!
যে স্পর্শের জন্য আমি ৯ মাস না ৩ টা বছর অপেক্ষা করেছিলাম।
আমার জীবনের সমস্ত সুখ মনে হচ্ছিলো আমি পেয়ে গেছি....!!!!
একটা কথা মনে পড়লে অভাক লাগে যে আমার সিজারের পরদিন রাতেই সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলো আর আমার বাচ্চাটা কানতেছিলো আমি জানিনা এ কাটা ব্যাথা নিয়ে, প্রস্রাবের ব্যাগ নিয়ে কোন শক্তির জোড়ে আপনা আপনি উঠে ব্রেস্ট ফিড করিয়েছিলাম।
মনের জোরেই পেরেছিলাম।
আর তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম কেনো এত দেরি করলে মা?
মা'যে কি তীব্র প্রতিক্ষায় দিন গুনতাম তুমার জন্য।
আজ, মনে হচ্ছে বড় হবার একটা ধাপ পার করে ফেলছে...!
সন্তান বড় হোক সব বাবা মা'ই চায়,, তবুও বড় হলে দূরে যাবার কি এক ভয় কাজ করে আমার মধ্যে...!