Razia Sultana Isha

Razia Sultana Isha As a Muslim I'm trying to explore my religion

আমার ছোট্ট পাখিটার আজ ৬ মাস পূর্ণ  হলো আলহামদুলিল্লাহ❤️মনে হচ্ছে  ২ দিন  আগেই ওটি রুমে নার্স এসে আমার মুখর সাথে  নরম তুল...
06/08/2025

আমার ছোট্ট পাখিটার আজ ৬ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ❤️

মনে হচ্ছে ২ দিন আগেই ওটি রুমে নার্স এসে আমার মুখর সাথে নরম তুলতুলে এক পুতুলের মুখের স্পর্শ দিলো..!
যে স্পর্শের জন্য আমি ৯ মাস না ৩ টা বছর অপেক্ষা করেছিলাম।
আমার জীবনের সমস্ত সুখ মনে হচ্ছিলো আমি পেয়ে গেছি....!!!!
একটা কথা মনে পড়লে অভাক লাগে যে আমার সিজারের পরদিন রাতেই সবাই যখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলো আর আমার বাচ্চাটা কানতেছিলো আমি জানিনা এ কাটা ব্যাথা নিয়ে, প্রস্রাবের ব্যাগ নিয়ে কোন শক্তির জোড়ে আপনা আপনি উঠে ব্রেস্ট ফিড করিয়েছিলাম।
মনের জোরেই পেরেছিলাম।
আর তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম কেনো এত দেরি করলে মা?
মা'যে কি তীব্র প্রতিক্ষায় দিন গুনতাম তুমার জন্য।

আজ, মনে হচ্ছে বড় হবার একটা ধাপ পার করে ফেলছে...!
সন্তান বড় হোক সব বাবা মা'ই চায়,, তবুও বড় হলে দূরে যাবার কি এক ভয় কাজ করে আমার মধ্যে...!

প্রায় ৩ ঘন্টা   আমাকে নাজেহাল করে পাখিটা এখন আমার বুকে ঘুমাচ্ছে .. কি শান্তি!ও ঘুমিয়ে  গেলে আমি প্রায়ই আরও অনেকক্ষণ  বু...
09/07/2025

প্রায় ৩ ঘন্টা আমাকে নাজেহাল করে পাখিটা এখন আমার বুকে ঘুমাচ্ছে ..
কি শান্তি!
ও ঘুমিয়ে গেলে আমি প্রায়ই আরও অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখি আর ভাবি এ অনুভূতিটার জন্য মনে হয় মেয়েরা মা হতে চায়, সন্তানকে বুকে জড়ানোর মত শান্তি পৃথিবীতে মনে হয় দ্বিতীয়টি আর নেই...!

মাঝে মাঝে চিন্তা করি নিজের মাঝে এমন ধৈর্য্যের পরিবর্তন কিভাবে যে আসলো..
সেই ১১ টায় আসছি শুইতে......
তার সাথে যথেষ্ট খেলাধুলার পর মশারী টানিয়ে ঘুমাতে যাবো কিন্তু সে মশারির ভেতর থাকবেনা বের হয়ে হাটতে হবে,
হাঁটছি... গান শুনাচ্ছি...🎶
চোখ বুজে আসছে..
আমিও চেষ্টা করছি আস্তে আস্তে মশারির ভেতর ডুকে একটু বসতে
বসলাম,,, সাথে সাথে পুতুলের চোখ খুলে আবার অস্বস্তি...
আবার বের হলাম,গান ধরলাম...
আবার ঘুম
আবার ঢুকলাম আবার সেই....☹️
কিন্তু প্রতিবারই চাঁদমুখখানি দেখলে আর বিরক্ত লাগেনা, একটা আদর করা ছাড়া কি বা করা যায়!!!

তৃতীয় বারের মত রাত ২ টা ১ মিনিটে সফল হলাম....!

মনে হয় একটা যুদ্ধ জয় করলাম।
কিন্তু এ যুদ্ধ করার জন্যই যেনো আমার এত দিনের অপেক্ষা........
মাতৃত্ব কি ভয়ংকর সুন্দর.....!!! ¡❤️❤️

এ'কি মধুর অনুভূতি দিলে গো তুমি আমায়........যেদিন প্রথম  ফিল করলাম আমার ভেতর তুমাকে,  সেদিনের প্রথম  সে অনুভূতি  আমি কিছু...
04/12/2024

এ'কি মধুর অনুভূতি দিলে গো তুমি আমায়........

যেদিন প্রথম ফিল করলাম আমার ভেতর তুমাকে, সেদিনের প্রথম সে অনুভূতি আমি কিছুতেই ভুলতে পারবোনা...! এ ছোট্ট তুমি টা এখন প্রতিনিয়ত আমাকে ফিল করাও যে তুমি আছো আমার সাথে, আমার একদম কাছে। ❤️ তুমার প্রত্যেকটা মুভমেন্ট যেনো আমার ঠোঁটের কোণায় ভেসে উঠা হাসির একমাত্র কারন আর তুমার নিরবতা আমার বিষন্নতা, ভীতি।
তুমাকে চোখ জুড়িয়ে দেখার যে তীব্র ইচ্ছে সেটা দিন দিন যেনো আমার অপেক্ষার বাধ ভেঙে দিচ্ছে।
তুমাকে স্পর্শ করার যে আকুলতা সেটা তুমি বুঝো?...!!
তুমার সুস্থতা নিয়ে যে আমার সারাবেলা ভাবনা।

তুমি আমার না দেখা ভালোবাসা, আমার জীবনের সেরা প্রাপ্তি হতে যাচ্ছো... (ইনশাআল্লাহ)

প্রেগন্যান্সির   সময়টাতে স্বাভাবতই মায়েদের মোড সুইং  অনেক বেশি হয়। এ সময়  কাছের মানুষের  যত্ন, ভালোবাসা ,  তার সাথে সুন্...
23/11/2024

প্রেগন্যান্সির সময়টাতে স্বাভাবতই মায়েদের মোড সুইং অনেক বেশি হয়।
এ সময় কাছের মানুষের যত্ন, ভালোবাসা , তার সাথে সুন্দর সময় কাটানো অনেক বেশি প্রয়োজন।

সারাদিন ঘরবন্দি না হয়ে মাঝে মাঝে আউটিং এ যাওয়া শরীর এবং মন দু'টোর জন্যই অনেক ভালো।
দু'একদিন জাংক ফুড খাওয়াই যায়, তাইনা..!?! 😌

শারিরীক নানান সমস্যার কারনে আমার বার্গার, পিৎজা, কোল ড্রিংকস খাওয়া তো একেবারেই প্রোহিবিটেড😒
কিন্তু তাও মাঝে মাঝে আমি এ নিয়ম মানি না।😐

মনের সুস্থতাই বড় সুস্থতা, তাইনা???

মালাই রোল....❤️❤️❤️বাসার সবার পছন্দের একটা ডেজার্ট 😋😋😋😋কে কে পছন্দ করেন......??????
30/01/2024

মালাই রোল....❤️❤️❤️

বাসার সবার পছন্দের একটা ডেজার্ট 😋😋😋😋
কে কে পছন্দ করেন......??????

26/01/2024

আপনি যদি ট্রান্সজেন্ডার এবং হিজড়ার পার্থক্য না বুঝেন চলুন জেনে নিই.......

#হিজড়া কিংবা থার্ড জেন্ডার হচ্ছে যৌন ত্রুটি
, এটি এক প্রকার অটিজম।
আল্লাহ প্রদত্ত, তাই তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া বাঞ্ছনীয়।

কিন্তু #ট্রান্সজেন্ডার বলতে মূলত যারা ছেলে হয়ে মেয়ের বেশভোষা ধারন করে কিংবা মেয়ে হয়ে ছেলের বেশভোষা ধারন করে অথবা তথাকথিত যারা মনে মনে নিজেদের ছেলে কিংবা মেয়ে মনে করে তারা।

যা সম্পূর্ণ নিজেদের মনগড়া একটা অপসংস্কৃতি বা ধ্বংসাত্মক চিন্তা মানুষের। যাকে প্রমোট করে দেশ ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম কে ধ্বংসের দিকে আহ্বান করা হচ্ছে।

আল্লাহ রাব্বুল আলামীন, সেসব নারী পুরুষদের নালত করেছেন যারা কিনা বিপরীত লিঙ্গের বেশ ধারন করে।

আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে সরব প্রতিবাদ হোক...!!!!🤚🤚🤚

★ধনেপাতা সতেজ এবং  ভালো রাখার ঘরেয়া টেকনিক- ধনেপাতা বাজার থেকে আনার ২/১ দিন পর সাধারনত   নষ্ট হয়ে যায়, নরমাল ফ্রিজে  রাখ...
25/01/2024

★ধনেপাতা সতেজ এবং ভালো রাখার ঘরেয়া টেকনিক-

ধনেপাতা বাজার থেকে আনার ২/১ দিন পর সাধারনত নষ্ট হয়ে যায়, নরমাল ফ্রিজে রাখলেও ২/৩ দিন পর পাতা হলুদ হয়ে যায়, কিন্তু.........👉👉👉👉
যদি একটি বোতলে কিছু পানি নিয়ে তাতে ধনেপাতা গুলো এভাবে কিছু অংশ ভিজিয়ে রেখে দেয়া যায় তবে ৭/৮ দিন অব্দি একদম সবুজ টাটকা থাকে।

#পরিক্ষীত

রেসিপি-১চিংড়ি মাছের মালাইকারি💥যা ডা ব্যবহার করেছি:-১. পিয়াজ কুচি ১ কাপ২.আদা রসুন পেস্ট ১ টেবিল  চামচ ৩.মরিচের গুড়া ২ চা ...
19/01/2024

রেসিপি-১
চিংড়ি মাছের মালাইকারি💥

যা ডা ব্যবহার করেছি:-

১. পিয়াজ কুচি ১ কাপ
২.আদা রসুন পেস্ট ১ টেবিল চামচ
৩.মরিচের গুড়া ২ চা চামচ
৪.হলুদের গুড়া ১ চা চামচ
৫. ঝিরার গুড়া-২ চা চামচ
৬. বাদাম, দুধ এবং পিঁয়াজ বেরেস্তার একটি পেস্ট
৭.পরিমান মতো তেল এবং লবন

প্রণালী :-👉👉👉
প্রথমে ৬-৭ টা মাঝারি সাইজের চিংড়ি ক্লিন করে হালকা লাল করে ভেজে নিয়েছি।
এরপর চিংড়ি গুলি তুলে নিয়ে , একই তেলে পিঁয়াজ টা হালকা ব্রাউন হওয়া অব্দি ভেজে নিয়ে (পিয়াজে হালকা লবণ দিয়ে দিলে পিয়াজ সহজে পুড়ে যায়না এবং তাড়াতাড়ি ভাজা হয়) এরপর একে একে আদা রসুন, মসলা সমূহ দিয়ে হালকি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে চিংড়ি গুলো দিয়ে, ভালো ভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি, ২ মিনিট পর বাদাম, দুধ ও বেরেস্তা পেস্ট দিয়ে আবার নেড়ে ২ মিনিট রান্না করেই তৈরি করে পেললাম ফ্রাইডে স্পেশাল ★চিংড়ি মাছের মালাইকারি★

ধন্যবাদ 💙

03/01/2024



আজকে দুপুরের স্পেশাল প্লেটার🥰আপনার কি ছিলো????
01/01/2024

আজকে দুপুরের স্পেশাল প্লেটার🥰
আপনার কি ছিলো????

01/01/2024

সব্বাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা 💙

নতুন বছরে নিজের জন্য নেয়া নিজের সাথে আপনার চ্যালেঞ্জ গুলো কি কি????
কমেন্টে জানাবেন।

30/12/2023

সবাই নিজেদের বিকেলের নাস্তার ছবি দিন....
দেখি আজ কার কি ম্যানু🥰

Address

Bangladesh
Chittagong
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razia Sultana Isha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razia Sultana Isha:

Share