
24/08/2024
★আলহামদুলিল্লাহ, আজকের বাংলাদেশ আমার অচেনা ছিল। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। প্রতিনিয়তই মুগ্ধতা ছড়াচ্ছে আজকের এই বাংলাদেশ। সাবাস আসসুন্নাহ ফাউন্ডেশন। সাবাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবাস আপামর জনতা। সাবাস তারুণ্যের বাংলাদেশ। সাবাস বাংলাদেশের নিবেদিত সেনাবাহিনী। সাবাস গোটা বাংলাদেশ।
★যেখানে এক কোমলমতি শিশু তার একটু একটু করে প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা মুক্ত মনে হাসিখুশি হয়েই দিয়ে দিচ্ছে বানভাসিদের কল্যাণে। ছোট্ট বুড়িটি নাকি টাকাটা জমিয়ে ছিল সাইকেল কেনার জন্য।
★যেই বয়সে আমি আমরা বস্ত্রহীন হয়ে কাঁদা মাখা শরীর নিয়ে দিক-বেদিক ঘুরে বেড়াতাম সেই বয়সের এক কোমলমতি শিশু তার ওমরা করার উদ্দেশ্যে জমানো টাকা বুক ফুলিয়ে দিয়ে দিচ্ছে দেশের এই ক্রান্তি কাটাতে।
★সেনাবাহিনী তার অক্লান্ত পরিশ্রম দিয়ে খেটে যাচ্ছে। অসহায় অন্তঃসত্তা অবলা নারীকে নিয়ে এসে একটা সুস্থ পরিবেশে গর্ভপাতের ব্যবস্থা করে দিচ্ছে।
★আমাদের সনাতনীরা তাদের পূজোর জন্য রাখা অর্থ মুসলিম কর্তৃক তৈরী ফাউন্ডেশনে দিয়ে দিচ্ছে বানভাসিদের জন্য।
★টিএসসিতে ভীড় করছে মানুষ শেষটুকু দিয়ে হলেও দেশের মানুষকে বাঁচাতে এবং এই সংকট কাটিয়ে তুলতে।
★ফকিররাও বসে নেই দেশের এই ক্রান্তিলগ্নে। একজন ফকিরের আর কিবা থাকে? তার সর্বস্ব টুকুও দিয়ে দিচ্ছে দেশ ও দেশের মানুষের তরে।
★প্রবাসী ভাইয়েরা রেমিটেন্সের জয়জয়কার খেলা দেখাচ্ছে। দেশের মেরুদন্ড শক্ত রাখতে পাঠাচ্ছে বিপুল পরিমাণে রেমিট্যান্স। এমন বাংলাদেশ কি কখনো দেখেছেন?
★তারা কি দেখছে না বাংলাদেশ সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। আর তারা আসে আমাদের সাম্প্রদায়িকতা শেখাতে। আর তারা আসে আমাদের দেশপ্রেম শেখাতে।
★ আমরা মনে করি, দেশপ্রেম এক ধরনের সংক্রামক ব্যাধি। আমি, আমরা সবাই এই ব্যাধিতে আক্রান্ত। এ ব্যাধি সারানোর কোন ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। আর যারা আবিষ্কৃত করতে চায় তারা দেশ ও দশের শত্রু।
আর সব সময় আমরা এই ব্যাধিতে আক্রান্ত থাকতে চাই।
আমরা এই ব্যাধিতেই শান্তি পায়।
May Allah bless our country and people.