
07/10/2025
এবার আসুন গুরুত্বপূর্ণ কথা বলি। লেখাটি পড়লে আপনার জন্য ভালো হবে। আমরা যারা নতুন আছি অনেকেই পেইজে সময় না দিয়ে যারা আঁধার দেয় মানে ফুল দেয় ১/২/১০ টা করে তাদের পেছনে পরে থাকি সারাদিন। তারমানে আপনি আপনার পেইজটি ডুবিয়ে দিলেন। বলতে পারেন কিভাবে? আপনি তার লাইভে পড়ে থাকেন। তার পোস্টে পড়ে থাকেন মানে যে তিন চার জন ১/২ টা করে ফুল দেয় তাদের পেছনে সময় দিয়ে অন্যান্যদের ভুলে যান। আর এটাই হলো নিজেকে ডুবিয়ে দেওয়া। উইকলি চ্যলেঞ্জ না হলে কি ফেইসবুক আপনাকে সাজা দিবে? এই ১/২ টা ফুলের আশায় অনেকেই নিজের ফলোয়ারদের পোস্টে ঠিক ভাবে যেতে পারে না সময় দিতে পারে না কমেন্ট করতে পারে না। পড়ে নিজেই পোস্ট দেয় আমার ভিউ হয়না, কমেন্ট আসেনা, কেউ ভালোবাসে না। অতএব এসব ছেড়ে পেইজে সময় দিন ফলোয়ারদের সময় দিন আপনার পেইজ বড় করেন সবকিছু আপনার অনুকূলে চলে আসবে ইনশাআল্লাহ 💙 আজ এতো টুকুই। কেউ রাগ করলে কইরেন আমার কিছু যায় আসে না। শুভ রাত্রি