
28/07/2025
ড্রাই ফুল দিয়ে একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম আপনাদের সাথে কিন্তু মোবাইলের স্টোরেজ ক্লিন করতে গিয়ে ভিডিওটা যে ডিলেট করে দিয়েছি বলতেও পারলাম না। শেষমেষ শুধুমাত্র এই ছবিটাই ভরসা।
এই ড্রাইফুলগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার কেই ড্রাই করে সংরক্ষণ করে সেল করে। যেকোন বেকিং শপে পেয়ে যাবেন।কেকের উপর সেট করার আগে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ফুলগুলো মুছে নিতে হবে। কেক ডেলিভারির কিছু আগে ডেকোরেশন করলে ভালো তা নাহলে কেকের ভেজা ভাবের কারণে ফুলগুলো নরম হয়ে যেতে পারে ।
কেক ডেকরেশনের পর যদি ড্রাইফুল থেকে যায় তাহলে টিস্যু দিয়ে মুড়িয়ে এয়ারটাইট বক্সে অথবা প্যাকেটে রাখলে যেন বাইরের কোন বাতাস ভেতরে না ঢুকে সেভাবে মুখ বন্ধ করে ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষন করতে পারেন।