TastyCo

TastyCo TastyCo is a home made cake shop।। Content creator ।। Baking related information ।।Page related information।। Photography
(7)

Halal & Reliable Homemade Cake and Delivery in Chittagong town.

ড্রাই ফুল দিয়ে একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম আপনাদের সাথে কিন্তু মোবাইলের স্টোরেজ ক্লিন করতে গিয়ে ভিডি...
28/07/2025

ড্রাই ফুল দিয়ে একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম আপনাদের সাথে কিন্তু মোবাইলের স্টোরেজ ক্লিন করতে গিয়ে ভিডিওটা যে ডিলেট করে দিয়েছি বলতেও পারলাম না। শেষমেষ শুধুমাত্র এই ছবিটাই ভরসা।

এই ড্রাইফুলগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার কেই ড্রাই করে সংরক্ষণ করে সেল করে। যেকোন বেকিং শপে পেয়ে যাবেন।কেকের উপর সেট করার আগে পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ফুলগুলো মুছে নিতে হবে। কেক ডেলিভারির কিছু আগে ডেকোরেশন করলে ভালো তা নাহলে কেকের ভেজা ভাবের কারণে ফুলগুলো নরম হয়ে যেতে পারে ।

কেক ডেকরেশনের পর যদি ড্রাইফুল থেকে যায় তাহলে টিস্যু দিয়ে মুড়িয়ে এয়ারটাইট বক্সে অথবা প্যাকেটে রাখলে যেন বাইরের কোন বাতাস ভেতরে না ঢুকে সেভাবে মুখ বন্ধ করে ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষন করতে পারেন।

কে কোন ধরণের কেকের বেইসটা সবচেয়ে ভালোভাবে বানাতে পারেন??
27/07/2025

কে কোন ধরণের কেকের বেইসটা সবচেয়ে ভালোভাবে বানাতে পারেন??

পেইজে হাজার হাজার ফলোয়ার কিন্তু  ভিউ হচ্ছে না। কেন হচ্ছেনা এর বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরুনঅনেক সময় আমরা ফলো ব্যাক, স...
26/07/2025

পেইজে হাজার হাজার ফলোয়ার কিন্তু ভিউ হচ্ছে না। কেন হচ্ছেনা এর বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরুন

অনেক সময় আমরা ফলো ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট করে ফলোয়ার বৃদ্ধি করি। মনে রাখবেন যে পেইজগুলো এভাবে ফলোয়ার বাড়ায় তারা কখনও আপনার পোস্ট দেখার জন্য ফলোয়ার হয়নি। একটি ফলো পাওয়ার জন্য ফলোয়ার হয়েছে।
পেইজ ক্রিয়েট করার পর বারবার ক্যাটাগরি পরিবর্তন করবেন না। চেষ্টা করবেন ক্যাটাগরি ঠিক রেখে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে।

নিজের পেইজে পোস্ট করা, শেয়ার করার পাশাপাশি আপনার ফলোয়ার লিস্টে যারা আছেন তাদের পেইজের কন্টেন্ট দেখবেন, গঠনমূলক মন্তব্য করবেন।

ভালো মানের কন্টেন্ট আপলোড করবেন। ভালো কন্টেন্ট বলতে লক্ষ্য টাকার ডিএসলার ক্যামেরা ভিডিওকে বুঝায় না। এর মানে হচ্ছে হেল্পফুল, অডিয়েন্সের পছন্দনীয় কনটেন্ট।
অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটা এমনভাবে শুরু করেন মনে ভিডিওতে অনেক ইনফরমেশন শেয়ার করবেন কিন্তু শেষ পর্যন্ত তা দেয় না। ভিডিও বড় করার জন্য অপ্রয়োজনী কথা বেশি বলা। এতে ফলোয়ার হারানোর সম্ভবনা থাকে।

24/07/2025

জবাবদিহীতা। ক্ষমতার জবাবদিহীতা।। Semi fondant cake.

কতো আদরের সন্তান আর কি অনিশ্চিত জীবন!!একবার ভাবুন তো...আপনার ছোট্ট আদরের সন্তানের শরীর আগুনে পুড়ে যাচ্ছে। যে শিশুটিকে আপ...
22/07/2025

কতো আদরের সন্তান আর কি অনিশ্চিত জীবন!!
একবার ভাবুন তো...আপনার ছোট্ট আদরের সন্তানের শরীর আগুনে পুড়ে যাচ্ছে। যে শিশুটিকে আপনি কখনো গরম খাবারে হাত দিতে দেন না হাতে গরম লাগবে বলে আজ সেই সন্তান আগুনে পুড়ে চিৎকার করছে!! এই মায়েরা কিভাবে কাটাবে বাকী জীবনটা!!

নিউজ ফিডে যতবারই ছবি, ভিডিওগুলো সামনে আসছে ততবারই ভয়ে আতঙ্কে কেঁপে উঠছি! এই জায়গায় তো আমাদের বাচ্চাও থাকতে পারতো!!

হে আল্লাহ তুমি রহম করো যে বাচ্চাগুলো হাসপাতালে কাতরাচ্ছে ওদের কষ্ট কমিয়ে দাও, আল্লাহ।

এই দেশে বেঁচে থাকাটাই এক বিস্ময়কর! আমাদের রক্তে রক্তে দুর্নীতি, ক্রাইসিস সময়ে ব্যবসায়ী হয়ে ওঠা। খুব কষ্ট হয় কিন্তু নিরুপায়।

আমরা কথায় কথায় আমাদের ভাগ্যকে দোষারোপ করি। ভাগ্য কখনও কোন মানুষকে push করে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেনা, যতক্ষ...
20/07/2025

আমরা কথায় কথায় আমাদের ভাগ্যকে দোষারোপ করি। ভাগ্য কখনও কোন মানুষকে push করে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেনা, যতক্ষন না পর্যন্ত আমরা নিজেকে পরিবর্তনের চেষ্টা করি।।

19/07/2025

ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করুন মজাদার অথেন্টিক রেসিপি!!


ফেসবুক তো এখন গণহারে মনিটাইজেশন সেট আপ দিচ্ছে। কে কে পেয়েছেন??
17/07/2025

ফেসবুক তো এখন গণহারে মনিটাইজেশন সেট আপ দিচ্ছে। কে কে পেয়েছেন??

এই পৃথিবী শব্দ পছন্দ করে। প্রচণ্ড রকম কোলাহল পছন্দ করে। এখানে নিঃশব্দের যত্ন, মায়া, ভালোবাসা, রাগ, দুঃখ কোনোদিন অন্যের হ...
06/07/2025

এই পৃথিবী শব্দ পছন্দ করে। প্রচণ্ড রকম কোলাহল পছন্দ করে। এখানে নিঃশব্দের যত্ন, মায়া, ভালোবাসা, রাগ, দুঃখ কোনোদিন অন্যের হৃদয়ে পৌঁছায় না, পৌঁছাতে পারে না। পরিবারের যে সদস্য রান্না করে, ঘর গোছায়, ঘুমানোর আগে মশারি টাঙিয়ে যায়, তার যত্নের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই।

এই কাজগুলোকে Take for granted ধরে নেয়া হয়। নিয়মের ব্যত্যয় ঘটলে দুচারটা কথা শোনাটাও আশ্চর্যজনক নয়। কৃতজ্ঞতা তার জন্য যে কোনো একদিন ভালোবেসে দশদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় 'এই দেখো তোমার জন্য কী কী করেছি।'

... শুনলে কথা কান জ্বলে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে এরা মন ভরে যায়আমার কিছু বন্ধু আছে।।
02/07/2025

... শুনলে কথা কান জ্বলে যায়
হাসলে পেটের খিল খুলে যায়
থাকলে এরা মন ভরে যায়
আমার কিছু বন্ধু আছে।।

একজন বেইকারের সমস্যা কোথায় বলেন তো? সে যখন টানা বেকিং এর কাজ করে তখন সে অপেক্ষায় থাকে কখন কাজ শেষ হবে একটু আরাম করবে। ...
01/07/2025

একজন বেইকারের সমস্যা কোথায় বলেন তো? সে যখন টানা বেকিং এর কাজ করে তখন সে অপেক্ষায় থাকে কখন কাজ শেষ হবে একটু আরাম করবে। আবার যখন ২/১ দিন কাজ থেকে বিরত থাকে তখন আবার কখন বেকিং এর কিছু একটা কাজ করবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। একেই বলে উভয় সংকট!😊

Plain vanilla butter pound cake...চায়ের পার্ফেক্ট সঙ্গী!
30/06/2025

Plain vanilla butter pound cake...চায়ের পার্ফেক্ট সঙ্গী!

Address

Chittagong
4377

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801924911808

Alerts

Be the first to know and let us send you an email when TastyCo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TastyCo:

Share