
06/07/2025
এই পৃথিবী শব্দ পছন্দ করে। প্রচণ্ড রকম কোলাহল পছন্দ করে। এখানে নিঃশব্দের যত্ন, মায়া, ভালোবাসা, রাগ, দুঃখ কোনোদিন অন্যের হৃদয়ে পৌঁছায় না, পৌঁছাতে পারে না। পরিবারের যে সদস্য রান্না করে, ঘর গোছায়, ঘুমানোর আগে মশারি টাঙিয়ে যায়, তার যত্নের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই।
এই কাজগুলোকে Take for granted ধরে নেয়া হয়। নিয়মের ব্যত্যয় ঘটলে দুচারটা কথা শোনাটাও আশ্চর্যজনক নয়। কৃতজ্ঞতা তার জন্য যে কোনো একদিন ভালোবেসে দশদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় 'এই দেখো তোমার জন্য কী কী করেছি।'