হিদায়াহ্-Hidayah

হিদায়াহ্-Hidayah দ্বীনের খেদমতই হোক জীবনের প্রধান লক্ষ...
**********************
টেলিগ্রামে আমাদের পোস্টগুলো পেতে চ্যানেলে জয়েন করুনঃ
https://t.me/Hidayaahctg

আলহামদুলিল্লাহ্

কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবে না
[সহীহ্ মুসলিম: ২৬৭৪]

13/07/2025

"আমি ঠিক নেই..." — সেই নীরব চিৎকারের জবাব

নামাজে মন বসে না।দুআ করতে গিয়ে কান্না আসে না।
মনে হয় কুরআনের দিকে তাকানোরও যোগ্যতা হারিয়ে ফেলেছি। মনে হয়—সবকিছু এলোমেলো, আমি তো আর আগের আমি নই।

---
এক বোন ইনবক্সে লিখেছেন:

> ❝সব কিছু অদ্ভুত অস্থির। মনে হয় কিছুতেই শান্তি নেই।ফরজ নামাজ কোনোমতে হচ্ছে, তাহাজ্জুদের নামই নেই...কুরআন খুলি, কিন্তু মন বসে না।ইচ্ছা আছে, চেষ্টা করি—but কিছুই চালিয়ে যেতে পারি না।একসময়ের স্বপ্নগুলো এখন শুরু করতেই ভয় লাগে।সময় গেছে অলসতায়, সুযোগ গেছে অবহেলায়—এখন নিজেকেই মনে হয় ব্যর্থ, ভাঙা,একেবারে শেষ হয়ে যাওয়া এক মানুষ।❞

---
সম্মানিত বোন,আপনি জানেন কি? এই অনুভূতি গোনাহ নয়। বরং ইবাদতের ক্লান্তির মধ্যেও একজন মুমিনের হৃদয় আল্লাহর সান্নিধ্য চায়।এটাই ঈমানের আলামত।এই ‘ভাঙা লাগা’; আসলে আপনার রূহের চিৎকার, রবের দিকে ফিরে যাবার ডাক।

---
আপনি একা নন।অনেকের জন্য পরিচিত এই অস্থিরতার গলি।এটি চিরস্থায়ী নয়,এখন থেকেই নতুন আলো ফুটতে পারে।

আল্লাহর দিকে ফেরা শুরু হোক এখান থেকেই
◼️ প্রথম ধাপ: ক্লান্ত হৃদয়ের কান্না দিয়ে শুরু করুন। বলুন: "ইয়া আল্লাহ... আমি ফিরে আসতে চাই। আমি জানি না কীভাবে, কিন্তু তুমিই জানো—আমি তোমার দিকেই ফিরতে চাই।"

মন বসুক বা না বসুক, আল্লাহ জানেন আপনি ফিরে আসছেন।
◼️ দ্বিতীয় ধাপ: ফরজ নামাজ টিকিয়ে রাখুন—এটাই স্তম্ভ।

➤ এখন শুধু আজকের জন্য দুই রাকাআত তাহাজ্জুদের নিয়ত করুন।

➤ মন চায় না, সমস্যা নেই।দেহ নিয়ে যান, মন আসবে।
◼️ তৃতীয় ধাপ: কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন ছোট ছোট আয়াত থেকে শুরু করে।

➤ প্রতিদিন চেষ্টা করুন অন্তত এক আয়াত পড়তে।অনুবাদসহ ভাবুন:
“আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমার জন্য কী বলছেন।”

➤ মন মতো যতটুকু পারেন পড়ুন, চাপ না নিয়ে। কখনও এক আয়াতই হয়তো হৃদয় বদলে দিতে পারে।

মুফতী আমিনী (রাহ.) বলতেন:
“অতি পেরেশানিতে বেশি বেশি তিলাওয়াত করো, না পারলে কোনো হিফজখানায় গিয়ে কানটা পেতে শোনো! আল্লাহ সকল পেরেশানি দূর করে দেবেন।”
— গাজী ইয়াকুব ভাইয়ের টাইমলাইন থেকে সংগৃহীত

◼️ চতুর্থ ধাপ: যিকির হোক আপন-ভাষা।
➤ “আস্তাগফিরুল্লাহ”, “সুবহানাল্লাহ”, “আলহামদুলিল্লাহ”।ফাঁকে-ফাঁকে হৃদয় থেকে বলুন।

➤ মোবাইলে ওয়ালপেপার করুন। রিমাইন্ডার সেট করুন।নিজেই দেখবেন, হৃদয়ের ভেতর পরিবর্তন শুরু হয়ে গেছে।

---
হতাশা কাটাতে অন্তরের ৩টি জরুরি ট্রেনিং:

1️⃣ নিজেকে ‘ব্যর্থ’ বলা বন্ধ করুন।

➤ আপনি হারেননি, আপনি লড়াই করছেন।

➤ বলুন: “আমি শেখার পথে আছি, আর আমার এই চেষ্টাটুকুই আল্লাহর কাছে অমূল্য।”

2️⃣ আল্লাহর দিকে ফিরে আসতে ‘সিদ্ধ’ হতে হয় না।

➤ ক্লান্ত, এলোমেলো, পাপভারে ভারী—এই অবস্থাতেই ডাকুন রবকে।

➤ আল্লাহ তায়ালা বলেন:
"কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি।"[সূরা বাকারাহ, আয়াত:১৮৬]

3️⃣ "বড় কিছু" নয়, শুধু একটা ছোট পদক্ষেপ নিন।

➤ দুই আয়াত কুরআন, দুই রাকাআত তাহাজ্জুদ, ৫ মিনিট হাঁটা…

➤ ছোট কাজে ধারাবাহিকতা = আত্মার পুনর্জাগরণ।

---
আপনি একা নন…

☑️ আল্লাহ আপনাকে ভুলে যাননি। বরং এই ভাঙা আপনিই আল্লাহর প্রিয়।

☑️ ভালো মানুষদের সান্নিধ্য নিন। পেশাদার কাউন্সেলিং প্রয়োজন হলে দ্বিধা করবেন না।

☑️ আপনার কাছের কোনো ক্লান্ত হৃদয়ের জন্যও দুআ করুন।হয়তো আপনার দুআয় তার মুক্তি লেখা আছে।

---
এখনো সময় আছে... এখনো আপনি ফিরে যেতে পারেন

আল্লাহ তায়ালা বলেন:
"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, জেনে রেখ আল্লাহর রহমত থেকে কেবল তারাই নিরাশ হয়, যারা কাফের।"
[সূরা ইউসুফ, আয়াত:৮৭]

কুরআনে আল্লাহ বলেছেন: "নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।"
[সুরা ইনশিরাহ:আয়াত, ৬]

---
⬤ এটাই হয়তো আপনার ফিরে আসার সময়… এক কদম এগোন, আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন— তিনি দৌড়ে আসেন।

---
▪️ শেয়ার করুন সেই মানুষটির জন্য, যিনি হয়তো আজ রাতেই আল্লাহর দিকে ফিরে আসতে চায়,শুধু একটু সাহস খুঁজছে…একটা ডাক, একটা সান্ত্বনা,আর একজন — যে বলে, “তুমি একা নও।”

---
©️Hikmah

🚀ইরান প্রস্তুত হামলার জন্য, লক্ষ্য মার্কিন ঘাঁটি🚀মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সহযোগিতা করে ইরানের উপর সরাসরি হামলা...
18/06/2025

🚀ইরান প্রস্তুত হামলার জন্য, লক্ষ্য মার্কিন ঘাঁটি🚀

মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সহযোগিতা করে ইরানের উপর সরাসরি হামলায় অংশ নেয়, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে:
ইরান ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আঘাতমূলক সামরিক উপকরণ প্রস্তুত রেখেছে।

যদি যুক্তরাষ্ট্র ইরানের গভীর আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনা ফোর্ডো-তে হামলা চালায়, তবে ইরান-ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা চালাতে পারে।

ইরাক ও সিরিয়া-তে অবস্থানরত ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার চেষ্টা চালাতে পারে।

হরমুজ প্রণালীতে ইরান মাইন পুঁতে দিতে পারে, যাতে মার্কিন নৌবাহিনী উপসাগরের ভেতরে আটকে পড়ে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন রয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর নাগালের মধ্যেই রয়েছে।

এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, যুদ্ধ যদি বিস্তৃত হয়, তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি।❤️আপনি হে'রে গেলে হে'রে যাবে মুসলিম বিশ্বকে শিয়া কে সুন্নী তার হিসাব পরে হবে 🇮🇱 এর বিরুদ্ধে যে এক...
16/06/2025

আয়াতুল্লাহ আলী খামেনি।❤️
আপনি হে'রে গেলে হে'রে যাবে মুসলিম বিশ্ব
কে শিয়া কে সুন্নী তার হিসাব পরে হবে 🇮🇱 এর বিরুদ্ধে যে একটা পাথর ও নি'ক্ষেপ করবে আমি তার পক্ষে। ❤️

16/06/2025

বিশ্বকে একদিকে বিজি রেখে গোপনে ইরানে হা/মলা অব্যাহত রেখেছে ই/জরাইল ।।
মিডিয়া শুধু ইরানের ই/জরাইলে হা/মলার খবরটায় প্রকাশ করছে , এদিকে ই/রান শেষ হয়ে যাচ্ছে ।

যদি ও বাংলাদেশের মিডিয়া বিশ্লেষণ করলে মনে হবে
যু /দ্ধে ইরান এগিয়ে। বাস্তবতা হলো ইরানের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। - ডিফেন্স স্পোর্টস 📌

অপরদিকে বিশ্ব মিডিয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে,
আজকে ই/জরায়েল প্রায় ৫০টি যু/দ্ধবিমান নিয়ে ইরানের উপর সর্বাত্মক হা/মলা চালিয়েছে।

ইতোপূর্বে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলুশনারি গার্ড কমান্ডার হোসেইন সালামি এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। আজ নতুন করে ১৪ জন বিজ্ঞানী রহস্যজনক গাড়ি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।
সামরিক স্থাপনা, তেল শোধনাগার, বিমানবন্দর ধ্বংসপ্রাপ্ত, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে।

এখনই সময় প্রশ্ন তোলার
ইরান কি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে?
"আয়াতুল্লাহ খোমেনি অধ্যায়" কি শেষের পথে?
এবার কি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এক ধাপ এগিয়ে গেল?
আমেরিকার পছন্দের একটি "দালাল " সরকার কি ইরা/নে বসানো হবে?
এই যু/দ্ধ শুধু ই/জরায়েল-ইরানের নয়। এটি পক্সি যু/দ্ধ। মূলত পিছন থেকে কলকাঠি নাড়ছে আমেরিকা ও তার মিত্ররা।

এই যু/দ্ধ শুধু বো/মা-গু/*লির নয়। এটি আধিপত্যের, আদর্শের এবং ভূ-রাজনৈতিক দখলের লড়াই।

ইরানের ভবিষ্যৎ নিয়ে আমার এই বিশ্লেষণ সত্যি না হোক। যু/দ্ধে ইরান জিতুক। প/শ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করুক ইরান। খোমেনি অধ্যায় শেষ না হোক তার আর ও অনেক কাজ বাকি।

16/06/2025

ইরানের আধুনিক মিসাইল এ্যাটাক 😍

ইতিহাসে এই প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে চীনের বিমানবাহী রণতরীর সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি হয়েছে।আগে সাধারণত এই অ...
16/06/2025

ইতিহাসে এই প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে চীনের বিমানবাহী রণতরীর সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি হয়েছে।

আগে সাধারণত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ-উপস্থিতিই ছিল প্রধান। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের রণতরী USS Nimitz সরে যাওয়ার কারণে, দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ-শক্তি কমে গেছে। এর সুযোগে চীন নিজস্ব আরও রণতরী মোতায়েন করে সংখ্যায় এগিয়ে গেছে।

এই অবস্থাকে বিশ্লেষকরা তাইওয়ান ঘিরে চীনের সামরিক কৌশলের অংশ হিসেবে দেখছেন।

সোর্স: জিও ওয়াচ

1️⃣ইসরায়েলের বেনি বারাক এলাকায় ইরানি হামলায় সকল বাসিন্দা সহ সম্পূর্ন একটি বিল্ডিং ধ্বসে পড়েছে। 2️⃣ধ্বংসস্তুপের নিচে চাপা...
16/06/2025

1️⃣ইসরায়েলের বেনি বারাক এলাকায় ইরানি হামলায় সকল বাসিন্দা সহ সম্পূর্ন একটি বিল্ডিং ধ্বসে পড়েছে।

2️⃣ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে অন্তত কয়েক ডজন ইসরায়েলি।

3️⃣ইরানি হামলায় আক্রান্ত ইসরায়েলি ভবন। ছবি থেকে বোঝা যাচ্ছে ইরানও টার্গেট এসাসিনেশন চালানোর প্রক্রিয়া শুরু করেছে।
যদিও এতে প্রযুক্তিগত, এবং ইসরায়েলিরা বাঙ্কারে অবস্থান করায় সাফল্যের সম্ভাবনা খুবই কম।

4️⃣ইরানি হামলায় ধ্বসে যাওয়া ভবনের নিচে জীবিত প্রাণের আশায় ব্যাপক উদ্ধার অভিযানে নেমেছে ইসরায়েলিরা।

🔸এবারের ধাপে ইরান ছুঁড়েছিল ৪০ টি মিসাইল।

ব্যাপক ধ্বংস যজ্ঞ চালিয়েছে ইসরায়েলের সবগুলো অঞ্চলে।
উত্তর : হাইফায় পাওয়ার প্লান্ট
মধ্য : তেল আবিবে বেশ কয়েকটি ভবন
দক্ষিণ : নেগেভে ইসরায়েলি এয়ার ডিফেন্স প্যানিট্রেট হয়ে নিজেকেই নিজে আঘাত করে ধ্বংস করে দেয়।

ক্রমশ বাড়ছে ইরানি হামলায় সাফল্যের হার। বাড়ছে ধ্বংসযজ্ঞের মাত্রা, বাড়ছে হামলার পরিসর।

🔸ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

যদি তথ্যটি সঠিক হয়, তবে এটি ইরানের সবচেয়ে সফল হামলা।কারণ এবার আঘাতের সাফল্যের হার অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

সোর্স: ইসরায়েলি মিডিয়া

16/06/2025

ইরানের ছোড়া ৩০ টি মিসাইলের মধ্যে ৩ টি ল্যান্ড করতে পেরেছে জায়গা মত বাকি সবগুলো আকাশেই শেষ করে দেওয়া হয়েছে। কারণ এগুলো ঠেকাতে এক যোগে কাজ করছে সমগ্র পশ্চিমা বিশ্বের সম্মিত মেধা, প্রযুক্তি ও অধ্যবসায়। ব্রিটেন, আমেরিকা, জর্ডান তাদের সমস্ত ঘাঁটি থেকে এবং আকাশে বিমান দিয়ে সম্মিলিতভাবে প্রতিহত করছে এগুলো।
সেই তুলনায় ইরানের লড়াইটা একলার। এমন এক একটি মিসাইলের দাম আছে দেড় থেকে দুই মিলিয়ন ডলার। তার হাতের মজুদ শেষ হয়ে আসবে সেজন্য একসাথে বেশি ছুড়তে পারে না। আমরা কেউ কি সাহায্য নিয়ে এগিয়ে এসেছি? ইরান একা কতদূর করবে?
বিষয়টা এমন না যে ব্রিটেন আর শত্রুর আকিদা এক।
কিন্তু তারা জানে কখন এক হতে হয় এবং কখন পৃথক। আর আমরা না বিনিয়োগ করি প্রযুক্তিতে, না আছে কোন কৌশল, এমনকি নিজদের ভাইবোনদের ঘাতীর বিরুদ্ধে কোন জোট নেই। তবে হ্যাঁ আমরা আশা করি অন্য কেউ আমাদের লড়াইটা করে দিবে, আর আমরা মজো খেতে খেত উপভোগ করবো। কিন্তু কোনদিন এই টাকাটা অস্ত্র নির্মাণের পিছে খরচ করবো না।

আল্লাহ কি দুনিয়াতে আমাদের সিনেমা দেখতে পাঠিয়েছে?

আমাদের দান দক্ষিণা ভিক্ষা বৃত্তি কেন্দ্রিক। দুই প্যাকেট আটা দিব, একটা খেলনা দিব, কিছু বিস্কুট দিব। তারপরে ছবি তুলে প্রচার করবো আর আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন অলৌকিকভাবে আমাদের যুদ্ধটা করে দেন।

ইসরায়েল কখনোই NPT (Non-Proliferation Treaty) বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি। এর মানে—🔹 তাদের কোনো...
16/06/2025

ইসরায়েল কখনোই NPT (Non-Proliferation Treaty) বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি। এর মানে—
🔹 তাদের কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতা নেই,
🔹 IAEA তদারকি নেই,
🔹 এমনকি পারমাণবিক অস্ত্রের অস্তিত্বও তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না।

অন্যদিকে ইরান:
🔸 NPT স্বাক্ষরকারী দেশ
🔸 IAEA-এর অধীনে নিয়মিত পরিদর্শনের আওতায়
🔸 তারা দাবি করে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে

তবু, সবচেয়ে বেশি সামরিক হুমকির শিকার হচ্ছে ইরানই, এবং ইসরায়েল তাদের ওপরই অভিযোগ তোলে—যে দেশ নিজেই এনপিটির বাইরে!

NPT-এর মূল কাঠামো:
১৯১টি দেশ স্বাক্ষর করেছে
মাত্র ৫টি দেশকে আনুষ্ঠানিক পারমাণবিক শক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে:
🇺🇸 যুক্তরাষ্ট্র
🇷🇺 রাশিয়া
🇨🇳 চীন
🇬🇧 যুক্তরাজ্য
🇫🇷 ফ্রান্স
বাকি সব দেশ (যেমন: ইরান, তুরস্ক, জার্মানি, জাপান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া) প্রতিশ্রুতি দিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

৪টি দেশ কখনোই এনপিটি-তে ছিল না বা সরে গেছে:
🇮🇱 ইসরায়েল
🇮🇳 ভারত
🇵🇰 পাকিস্তান
🇰🇵 উত্তর কোরিয়া (স্বাক্ষর করলেও পরে সরে যায়)

এই চার দেশই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, কিন্তু কোনোটি আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ নয়।

প্রশ্ন উঠছে:
কেন শুধুমাত্র ইরানকে হুমকি ও আক্রমণের শিকার হতে হয়?

এটা প্রমাণ করে, আন্তর্জাতিক পরমাণু শাসনব্যবস্থায় গভীর বৈষম্য ও রাজনৈতিক পক্ষপাত রয়েছে, যেখানে একই নিয়ম সবার জন্য সমভাবে প্রযোজ্য নয়।

গত ২৪ ঘন্টায় ইসরায়েল-ইরান সংঘর্ষের টাইমলাইন 🟥 ইসরায়েলের হামলায় ইরানের লক্ষ্যবস্তু:🔷 মধ্যরাত ০০:০০–০২:৫০ → তেহরান🔷 সকাল ০...
16/06/2025

গত ২৪ ঘন্টায় ইসরায়েল-ইরান সংঘর্ষের টাইমলাইন

🟥 ইসরায়েলের হামলায় ইরানের লক্ষ্যবস্তু:
🔷 মধ্যরাত ০০:০০–০২:৫০ → তেহরান
🔷 সকাল ০৮:০০–১০:০০ → পশ্চিম তেহরান (মেহরাবাদ বিমানবন্দর, করাজ সামরিক ঘাঁটি)
🔷 সকাল ১০:০০–১১:০০ → উত্তর তেহরান (কুদস স্কয়ার)
🔷 সকাল ১১:০০–১২:০০ → ইসফাহান (কারখানা ও সরকারি ভবন)
🔷 দুপুর ১২:০০–১৩:০০ → শিরাজ (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সেবা ভবন)
🔷 দুপুর ১৩:০০–১৩:৩০ → উত্তর-পূর্ব তেহরান (পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়াভারান শাখা)
🔷 দুপুর ১৪:০০–১৭:০০ → তেহরান (বিভিন্ন সরকারি ভবন)
🔷 বিকেল ১৬:০০–১৭:০০ → মাশহাদ (সামরিক টার্মিনাল, মাশহাদ বিমানবন্দর)
🔷 সন্ধ্যা ১৮:৩০ → তেহরান (একটি ছাত্রাবাস)

🟩 ইরানের হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু:
🔷 রাত ০০:৩০ → হাইফা, তামরা (ভবন)
🔷 রাত ০৩:০০ → তেলআভিভ, হাইফা, তামরা (ভবন)
🔷 রাত ০৪:৩০ → বাত ইয়াম, রেহোভট
🔷 রাত ২১:৩০ → হাইফা

এই তালিকা স্পষ্ট করে দেখায় যে, দুই পক্ষই রাজধানী ও কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সময় ও জায়গা অনুযায়ী ইসরায়েলের আঘাত ছিল বেশি বিস্তৃত ও ধারাবাহিক।

16/06/2025

হাইপারসনিক মিসাইল কি ভয়ংকর প্রযুক্তি একবার চোখে দেখেন। দুনিয়ার কোন ডিফেন্স সিস্টেম এইটা ঠেকাতে পারে না। পৃথিবীতে কেবলমাত্র পাঁচটি দেশের হাতে হাইপারসনিক আছে।

যার মধ্যে ইরান একটি। বাকি দেশ গুলো হচ্ছে রাশিয়া, চীন, আমেরিকা এবং ভারত। হাইপারসনিক মানে হচ্ছে শব্দের চাইতে ছয় গুণ বা আরো বেশি স্পিডে চলতে পারে এমন মিসাইল। রাশিয়া সর্ব প্রথম ২০১৯ সালে এই প্রযুক্তি আবিষ্কার করেছে।

তারপরেই বিশ্ব ব্যাপী তোলপাড় লেগে যায়। এখন পর্যন্ত আরো তিনটি দেশের হাতে অপারেশনাল হাইপারসনিক আছে।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মধ্যপ্রাচ্যে আর কারো কাছে এই জিনিস নেই।

06/06/2025

এক বছরে দুই খুশি আমরা মুসলমান,
একখান হইল রমজানের ঈদ
আরেকখান কুরবান...!

সবাইকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মুবারক 🌙

Address

Chittagong

Telephone

+8801400818191

Alerts

Be the first to know and let us send you an email when হিদায়াহ্-Hidayah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share