MH Jumon

MH Jumon •⎯͢⎯⃝��...

___ღ۵জীবনের প্রতিটা ‘মুহূর্ত’ নিজের সাথে মানি’য়ে নাও দেখবে জীবন-সুন্দর-|♡ ��

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

MH Jumon..

😭😓🥹
21/07/2025

😭😓🥹

She saved 20+ lives. Lost her own...Salute Mam 🫡
21/07/2025

She saved 20+ lives. Lost her own...
Salute Mam 🫡

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি...
21/07/2025

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করে গেছেন—জেটটি সরিয়ে নিতে, অন্য কোথাও নিয়ে যেতে। উনি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত, উনি জেটের সঙ্গেই ধ্বংস হয়ে গেছেন।

কারও ওপর দোষ দিতে হলে, দাও তাদের ওপর—
যারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে, শহরের সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোর ওপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানো একটা বুদ্ধিমানের কাজ।

উনি বিদায় নিয়েছে একজন নায়ক হয়ে।
আপনাকে স্যালুট, ভাই। 🤍

“ উনার চেষ্টার কোনো কমতি ছিল না" 😫🥹..
21/07/2025

“ উনার চেষ্টার কোনো কমতি ছিল না" 😫🥹..

উনি চেষ্টা করেছিলেন। সত্যি করেই করেছিলেন। জানতেন নিচে একটা স্কুল আছে, জানতেন চারপাশে শিশুরা রয়েছে। তাই তিনি ইজেক্ট করেনি। শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করে গেছেন—জেটটি সরিয়ে নিতে, অন্য কোথাও নিয়ে যেতে। উনি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত, উনি জেটের সঙ্গেই ধ্বংস হয়ে গেছেন।

কারও ওপর দোষ দিতে হলে, দাও তাদের ওপর—
যারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে, শহরের সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোর ওপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানো একটা বুদ্ধিমানের কাজ।

উনি বিদায় নিয়েছে একজন নায়ক হয়ে।
আপনাকে স্যালুট, ভাই। 🤍

03/03/2024

😅💔

14/02/2024

Sobai amar Jono doya korben kalke theke amar SSC porikha suru hobe
😥🥰😢

03/08/2023

Address

Chittagong

Telephone

+8801979851310

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Jumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH Jumon:

Share