21/07/2025
এমন একটা সোনার দেশ আমাদের, যেখানে প্রতিটা মেজর দূর্ঘটনাই ভালোভাবে দেখলে খুন মনে হয়।
বাস দূর্ঘটনা? দেখবেন বাসের ফিটনেস নেই, ড্রাইভারের লাইসেন্স নেই, রংরুটে বাস চলছিল।
বিল্ডিংয়ে আগুন লেগে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত? দেখেন বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, বিল্ডিংয়ের প্লানই ঠিক নেই।
বাজারে বিস্ফোরণ? দেখেন সেখানেও অনুমোদনহীন গ্যাস, কেমিক্যাল, বিস্ফোরক সামগ্রীর স্টোর/দোকান দিয়ে রেখেছে।
জনবহুল জায়গায় বিমান বিধ্বস্ত? দেখবেন সেই বিমানই হয়তো উড়ার অনুপযোগী বা ওখানে উড়ারই কথার ছিল না।
আসলেই, দূর্ঘটনা? না-কি সোনার বাংলার সোনার সিস্টেমের কিলিং?
আল্লাহতা'আলার কাছে দোয়া করি, বাচ্চাগুলোর কষ্ট কমিয়ে দিন। এই একেকটা বাচ্চা, বাবা-মায়ের কলিজার টুকরা।
©️