চট্রগ্রামের কথা

চট্রগ্রামের কথা news
(1)

বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন স্যার ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে লাইফ সাপোর...
22/06/2025

বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন স্যার ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে লাইফ সাপোর্টে আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন — আমিন।
আপনাদের সবার দোয়া কামনা করছি।।

21/06/2025

পতেঙ্গা সৈকতের বার্মিজ মার্কেটে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার।
বিস্তারিত কমেন্টে

21/06/2025

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আশেপাশে ড্রেন পরিষ্কারের কাজ চলছে,
তবে অবৈধ দোকানদারদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের কাজের বাধার সম্মুখীন হচ্ছেন,
অবৈধ দোকানপাটের ময়লা আবর্জনা সবই ফেলা হচ্ছে ড্রেনের মাঝে।
আবারো ড্রেন ভরাট হয়ে সৃষ্টি হতে পারে জলবদ্ধতা।
city corporation

এর স্থায়ী সমাধান চান নগরবাসী।

21/06/2025

প্লিজ।
এই মুহূর্তে ইমার্জেন্সি ব্লাড লাগবে।
রুগী অপারেশন রুমে,

ব্লাড
গ্রুপ, বি+
স্হান : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল
মোবাইল : ০১৮২৪৯৫৮৮০০,

20/06/2025

চট্টগ্রামের পতেঙ্গার এলাকার বিভিন্ন রাস্তায় বৃষ্টির পানি জমে আছে, এটি মূলত রাস্তা ভাঙ্গন ও পানি চলাচলের কোন ড্রেন না থাকায়, আকমল আলি রোড, খেজুর তলা, বটতলা আক্তার সওদাগরের দোকান সংলগ্ন, মাইজপাড়া মানিক কর্নার, মাইজপাড়া সাইরা সিদ্দিক আইডিয়াল স্কুল সংলগ্ন, রাজা পুকুর, কন্ট্রোল মোড়, ইত্যাদি পানি বন্দী হয়ে আছে।
যে যার যার জায়গা থেকে আপনাদের সমস্যাগুলো অনলাইনের মাধ্যমে তুলে ধরুন।
আমাদের কমেন্ট বক্সে ছবি ভিডিও জায়গার নাম উল্লেখ করে দিন,
অথবা আমাদের সাথে যোগাযোগ করুন,
আমরা আপনার সমস্যা প্রচার করবো ইনশাল্লাহ।
সবাই যে যার যার জায়গা থেকে কাজ করলে ইনশাল্লাহ সমাধান হবে।

👉চট্টগ্রামের কথা পেইজে ও
অপরূপ পতেঙ্গার পেইজে ভিডিও ছবি দিয়ে সহায়তা করুন।

18/06/2025
15/06/2025

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীল এস্টেক হোল্ডারদের নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চসিক মাননীয় মেয়র মহোদয়!

15/06/2025

পতেঙ্গার ডেইলপাড়ায় পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশুটি আর নেই,।
শিশুটির নাম সানাত,
বয়স ৬,
বাবার নাম মুন্না ,
ঠিকানা আমিন ভিলা,ডেইল পাড়া
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😥

আসুন আমরা বাচ্চাদেরকে দেখে রাখি, খেয়াল রাখি,
বাচ্চাদের প্রতি সচেতন হই।


Monkhushi

৪০নং ওয়ার্ড বিএনপির তরুন নেতা মোহাম্মদ সালাউদ্দিন পরিচালিত "বেগম খায়রুন্নেছা ফাউন্ডেশন " এর পক্ষ হতে মাইজপাড়া নিবাসী ক্য...
14/06/2025

৪০নং ওয়ার্ড বিএনপির তরুন নেতা মোহাম্মদ সালাউদ্দিন পরিচালিত "বেগম খায়রুন্নেছা ফাউন্ডেশন " এর পক্ষ হতে মাইজপাড়া নিবাসী ক্যানসার রোগী জয়নাল আবেদীন এর মা এর হাতে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব ইউসুফ, জনাব ইলিয়াস, জনাব ইকরাম, জনাব আবুতাহের, যুবদল নেতা রনী সহ প্রমুখ।

প্রত্যেকটা মানবিক সংগঠন ও রাজনৈতিক দল সামাজিক ব্যক্তি বর্গগণ এইভাবে সামাজিক মানবিক কাজে এগিয়ে আসুক সেটা আমরা প্রত্যাশা করি।
ভালো মানুষকে নিয়ে হবে আগামীর সোনার বাংলাদেশ।
চট্টগ্রাম পেজের পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা।

মাননীয় জেলা প্রশাসক, পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্মুক্ত রাস্তায় পার্কিং চার্জ সেট করে একটা লজ্জাজনক কাজই করলেন। এটা আপনার এব...
14/06/2025

মাননীয় জেলা প্রশাসক,
পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্মুক্ত রাস্তায় পার্কিং চার্জ সেট করে একটা লজ্জাজনক কাজই করলেন।
এটা আপনার এবং সমগ্র চট্টগ্রামবাসীর জন্য লজ্জা।

এই টোল বক্স বসানোর পর থেকে রাস্তার মেইন পয়েন্ট পর্যন্ত গাড়ীর জ্যাম লেগেই আছে।

তার উপর নিচে লিখে দিলো, "গাড়ি নিজ দায়িত্বে রাখুন"।

মানে পার্কিং চার্জ নেবেন কিন্তু কোন নিরাপত্তা দেবেন না, গাড়ির কিছু হলে বা চুরি হলেও আপনাদের কোন দায় থাকবেনা। সাথে আছে অতিরিক্ত পার্কিং ভাড়া।

দয়া করে 'বীচ ম্যানেজম্যান্ট কমিটি'র সভা ডিসি অফিসে না করে, পতেঙ্গা বীচে অফিস স্থাপন করে সেখানে মিটিং করুন।
এতে বীচের পরিস্থিতি সম্পর্কে ধারনা পাবেন।

অতনিবিলম্বে, এমন অপরিকল্পিত গাড়ি পার্কিং বন্ধ করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জেলা প্রশাসন, চট্টগ্রাম

সংগ্রহ: Anik hossain,

চট্টগ্রামে কালুরঘাট রেল সেতুতে যাত্রীবাহী গাড়িতে ট্রেনের ধাক্কা।ট্রেনের চাপাই পড়ে আছে কার টেক্সি ‌মোটরসাইকেল।
05/06/2025

চট্টগ্রামে কালুরঘাট রেল সেতুতে যাত্রীবাহী গাড়িতে ট্রেনের ধাক্কা।
ট্রেনের চাপাই পড়ে আছে কার টেক্সি ‌মোটরসাইকেল।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when চট্রগ্রামের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share