চট্রগ্রামের কথা

চট্রগ্রামের কথা news
(1)

শুধুমাত্র দুষ্ট ফিল্ম এর ব্লু সুপারস্টারদের ধরে বাংলাদেশকে পবিত্র করা যাবে না, এই দেশে হাজার হাজার পতিতালয় রয়েছে, শুধু...
21/10/2025

শুধুমাত্র দুষ্ট ফিল্ম এর ব্লু সুপারস্টারদের ধরে বাংলাদেশকে পবিত্র করা যাবে না, এই দেশে হাজার হাজার পতিতালয় রয়েছে,
শুধুমাত্র পতেঙ্গায় রয়েছে ৫০ এর অধিক পতিতালয়। এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে এরকম ব্লু সুপারস্টার আরো হাজার হাজার জন্মাবে।
একদিকে ব্লু সুপারস্টার আটক হয়, অন্যদিকে পতিতালয়ের ভাগ বন্টন এর মহড়া।

এ সরকারের প্রতি পতঙ্গাবাসীর আহ্বান, পতেঙ্গায় যেখানে অশ্লীলতা চলে, যেখানে যেখানে পতিতালয় রয়েছে এগুলোকে অভিযান চালিয়ে ধ্বংস করুন,

আর না হয় যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।।

゚viralシfypシ゚viralシal ゚viralシfypシ゚viralシ #পতিতালয় #বাংলাদেশপুলিশ

20/10/2025

#পতেঙ্গার_সিমেন্ট_ক্রসিং_এলাকায়_ময়লা_কাদামাটি_যুক্ত_পানি_জমে_থাকাই_গাড়ি_পার্কিং_করছে_রাস্তার_মাঝে
চট্টগ্রাম নগরের পতেঙ্গা স্টিল মিল থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত রাস্তার ভয়ংকর অবস্থা, যতটুক যাই ভাঙ্গা রাস্তা বড় বড় গর্ত ধুলাবালির কুয়াশা,
বৃষ্টি পড়লে হয় কাদামাটি ময়লাযুক্ত জমে থাকা পানি।

ভিডিওতে দেখতে পাচ্ছেন সিমেন্ট ক্রসিং এলাকা, ময়লাও কাদাযুক্ত পানি রাস্তার একপাশে জমে আছে,
এই কাদাযুক্ত ময়লা পানি জন্য গাড়ি পার্কিং করছে রাস্তার অনেকটা মাঝখানে, যার ফলে হয় তীব্র যানজ,
এমন একটি ব্যস্ততম শিল্প প্রশাসন এলাকায় নেই কোন নিয়ম শৃঙ্খলা, অথরিটি যেন দেখেও দেখেনা।

অথরিটির দৃষ্টি আকর্ষণ করছি এই সব কিছুর সমাধানের।।

゚viralシfypシ゚viralシal

পতেঙ্গার রিং রোডের খেজুরতলা পয়েন্টে অজ্ঞাত ব্যাক্তির ঝুলন্ত লা*শ ll🕐আজ সকাল ১১:০০ টার দৃশ্য এটি। ゚viralシfypシ゚viralシal   ...
19/10/2025

পতেঙ্গার রিং রোডের খেজুরতলা পয়েন্টে অজ্ঞাত ব্যাক্তির ঝুলন্ত লা*শ ll

🕐আজ সকাল ১১:০০ টার দৃশ্য এটি।

゚viralシfypシ゚viralシal

শুনতে পেয়েছি।।বিমানবন্দরের যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই কার্গো ভেরেজে একজন প্রবাসী বাক্সবন্দি লাশ এসেছিল। পরিবার অপেক্ষা করছ...
18/10/2025

শুনতে পেয়েছি।।
বিমানবন্দরের যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই কার্গো ভেরেজে একজন প্রবাসী বাক্সবন্দি লাশ এসেছিল।

পরিবার অপেক্ষা করছে তাদের প্রিয়জ্নের লাশটা দাফন করবে বলে অথচ তারা এখনো জানেন না সেই বাক্সবন্দি লাশের কি অবস্থা।🤲🥲

゚viralシfypシ゚viralシ

18/10/2025

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কারগো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে।

#শাহজালালআন্তর্জাতিকবিমানবন্দ ゚viralシfypシ゚viralシal

ভিডিও:সংগ্রহ।

চট্টগ্রাম ইপিজেড (ADMS) আগুন লাগার রেস শেষ হতে না হতেই,🔥হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কারগো এরিয়াতে ভয়া...
18/10/2025

চট্টগ্রাম ইপিজেড (ADMS) আগুন লাগার রেস শেষ হতে না হতেই,
🔥হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কারগো এরিয়াতে ভয়াবহ আগুন লেগেছে। 🔥

অদ্য ১৮ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো এরিয়াতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে।

বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নি নির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

18/10/2025

🤲সাহায্যের আবেদন,🤲
🙏সাহায্যের হাত বাড়িয়ে দিন 🙏
🥲 এক্সিডেন্টে পা ভেঙে গেছে, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, চিকিৎসা করার মত সমর্থ্য নেই পরিবারের, বাবা দিনমজুরের কাজ করে, বাবাও অসুস্থ, মা গৃহিণী,
এই অবস্থায় রবির চিকিৎসা করার অসম্ভব হয়ে পড়েছে।
পতেঙ্গার মানবিক সংগঠন, ও মানবিক ব্যক্তিত্বদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সহযোগিতায় ছেলেটি আবার হাটবে ইনশাল্লাহ।
👉🙏আপনি অর্থ দিয়ে সহায়তা করতে না পারেন, কিন্তু একটি শেয়ার দিয়ে উপকার করতে পারে।।

আহত ছেলে "রবি "
পিতা: দুলাল।
মাতা : রহিমা।
ঠিকানা: পতেঙ্গা ইসলামী হাট,,প্রকাশ (কইল্লার হাট)

যোগাযোগ:০১৮২৪৯৫৮৮০০,
(এই নাম্বারটি যোগাযোগের জন্য, বিকাশের জন্য নয়)

゚viralシfypシ゚viralシal

17/10/2025

চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা
⬇️

17/10/2025

চট্টগ্রামের সিইপিজেড-এর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রনে প্রায় ২০টির ওদিক ফায়ার সার্ভিস ইউনিট কাজ করেছে, চট্টগ্রামের কথা পেইজ থেকে আপনাদের সেলুট,
আগুনের অতী তীব্রতার কারণে বহুতল ভবনের কিছুই রক্ষা করতে না পারলেও, অন্তত কেউ নিহত হননি,
কারো মা বাবার বুক খালি হয়ন, এখনো পর্যন্ত এটি জানা গেছে।

ভিডিওতে কথা বলছেন বিমান বাহিনীর

০১। স্কোয়াড্রন লীডার গোলাম মর্তুজা
০২। স্কোয়াড্রন লীডার রাহাত।

# চট্টগ্রামের কথা পেইজের এডমিন থেকে আপনাদেরকে সকল ইউনিটকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ভিডিও, সংগ্রহ।
এডিট:এডমিন।
゚viralシfypシ゚viralシ

17/10/2025

অবশেষ দীর্ঘ ১৭ ঘণ্টার পর চট্টগ্রাম ইপিজেডে এডিএমএস কারখানায় আগুন নিয়ন্ত্রণে।

আগুন তার নিজের মত সবকিছু খেয়ে শান্ত হল।

#চট্টগ্রামফায়ারসার্ভিস ゚viralシfypシ゚viralシ

17/10/2025

👉🥷চোর 🥷চোর 🥷চোর
📸ভিডিওতে দেখতে পাচ্ছেন,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দেওয়া ময়লা ফেলার ডাস্টবিন 🗑️ গুলো চুরি করে নিয়ে যাচ্ছে এক রিক্সা চালক, ময়লা রাস্তার মধ্যে ফেলে ময়লার ডাস্টবিন গুলো রিকশায় করে তুলে চুরি করে নিয়ে যাচ্ছিল,
👉নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে,
সম্প্রতি এলাকায় দোকানের টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে নগদ টাকা মালামাল, বিভিন্ন বাসা বাড়ি থেকে মোবাইল ফোন বাইক সাইকেল এমনকি জুতো পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু চোর ধরা চুয়ার বাহিরে,
এমন সময় রাত সাড়ে ৮টার দিখে' মাইজ পাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাস্টবিন চুরি করে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে জনতার কাছে।
চোর রিক্সা চালক থেকে জানতে পারি তার নাম "ডালিম"
পতেঙ্গার মুসলিমাবাদ বনফুল নামের এক কলোনিতে বাড়া বাসায় থাকেন,
একেকবার একেক পরিচয় দেওয়ার কারণে তার সঠিক ঠিকানা জানতে পারিনি।

ব্যক্তি টাকে চিনে রাখুন,
চোর হতে সাবধান সবাই সতর্ক থাকবেন।

゚viralシfypシ゚viralシ #উত্তরমাইজপাড়া

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when চট্রগ্রামের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share