20/06/2025
চট্টগ্রামের পতেঙ্গার এলাকার বিভিন্ন রাস্তায় বৃষ্টির পানি জমে আছে, এটি মূলত রাস্তা ভাঙ্গন ও পানি চলাচলের কোন ড্রেন না থাকায়, আকমল আলি রোড, খেজুর তলা, বটতলা আক্তার সওদাগরের দোকান সংলগ্ন, মাইজপাড়া মানিক কর্নার, মাইজপাড়া সাইরা সিদ্দিক আইডিয়াল স্কুল সংলগ্ন, রাজা পুকুর, কন্ট্রোল মোড়, ইত্যাদি পানি বন্দী হয়ে আছে।
যে যার যার জায়গা থেকে আপনাদের সমস্যাগুলো অনলাইনের মাধ্যমে তুলে ধরুন।
আমাদের কমেন্ট বক্সে ছবি ভিডিও জায়গার নাম উল্লেখ করে দিন,
অথবা আমাদের সাথে যোগাযোগ করুন,
আমরা আপনার সমস্যা প্রচার করবো ইনশাল্লাহ।
সবাই যে যার যার জায়গা থেকে কাজ করলে ইনশাল্লাহ সমাধান হবে।
👉চট্টগ্রামের কথা পেইজে ও
অপরূপ পতেঙ্গার পেইজে ভিডিও ছবি দিয়ে সহায়তা করুন।