29/11/2025
*সিএমপি'র ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ০৬জন আসামী গ্রেফতারঃ*
অফিসার ইনচার্জ, ডবলমুরিং মডেল থানা, জনাব মো: বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই (নিঃ), মোঃ শহীদুল কবির সোহাগ ও তার সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ইং ২৬/১১/২০২৫ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন মতিয়ারপুল এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহজনক ঘোরাফেরা করায় আসামী-১। নাজমুল আলম মিঠু (৩৫), পিতা-জামাল উদ্দিন, মাতা-মৃত নাজমা আক্তার, সাং-পূর্ব সাহেবনগর নগর, পোস্ট-পরশুরাম, থানা-পরশুরাম, জেলা-ফেনী, বর্তমানে-সিডিএ-২৯, বেলাল জমিদারের বাড়ি, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম। ২। মোঃ নিজাম উদ্দিন (৪৫), পিতা-মৃত নুর আহম্মদ সওদাগর, মাতা-মৃত মাবিয়া খাতুন, সাং-৯২৭ পাটানটুলী রোড, আচ্ছত আলী বাই লেইন, মতিয়ারপুল, ওয়ার্ড নং-২৩, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৩। আশিকুর রহমান (২৫), পিতা-মৃত মোফাজ্জল হোসেন, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-ডিগ্রীরচর মোফাজ্জলের বাড়ি, পোস্টঃ তুলশীরচর, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, বর্তমানে-হাজীপাড়া, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৪। আরিয়ান ইসলাম ইমন (২১), পিতা-রবিউল ইসলাম, মাতা-জায়েদা বেগম, সাং-শুরাহীল দুধ মিয়ার বাড়ি, থানা-কচুঁয়া, জেলা-চাদঁপুর, বর্তমানে-পানওয়ালা পাড়া, হাড্ডি কোম্পানির মোড়, সুলতান মাষ্টারের কলোনী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ সাফায়েত হোসেন (২৭), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মাতা-ছেনোয়ারা বেগম, সাং-আংগারিয়া আমিন বাড়ি, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমানে- পানওয়ালা পাড়া, হাড্ডি কোম্পানির মোড়, জাহাঙ্গীরের ভাড়াটিয়া, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৬। মোহাম্মদ পারভেজ (৪৮), পিতা-মৃত পেয়ার মোহাম্মদ, মাতা-মৃত ফেরদৌস বেগম, সাং-চিকন দন্ডী, স্বধন সিপাহির বাড়ি, পোস্ট-ফতেয়াবাদ, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- দেওয়ানহাট, সিটি কর্পোরেশন মেশিনারিজ মার্কেট, মেসার্স আমিন সুইং, থানা-ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম’গণকে গ্রেফতার করেন।
উক্ত আসামীদেরকে ডবলমুরিং মডেল থানার অধর্তব্য মামলা নং-৩৪১, তারিখ-২৬-১১-২০২৫ ইং, ধারা-৮৮(ডি), সিএমপিও মুলে বিজ্ঞ আদালতে প্ররেণ করা হয়ছে।