Dev Creator

Dev Creator আমাদের পেইজে স্বাগতম...

Gemini Makes it 🌸
17/09/2025

Gemini Makes it 🌸

11/08/2025

Welcome to ককস-বাজার 😃

Black & Red ⚫🔴
25/07/2025

Black & Red ⚫🔴

নীরব জলরাশিতে ভেসে চলেছি, সবুজ পাহাড় আর মেঘের মাঝে হারিয়ে যাওয়ার জন্য। 🌿⛰️
23/07/2025

নীরব জলরাশিতে ভেসে চলেছি, সবুজ পাহাড় আর মেঘের মাঝে হারিয়ে যাওয়ার জন্য। 🌿⛰️

26/06/2025

Sylhet Tour

Yeah 🌸
24/06/2025

Yeah 🌸

🎓 ভর্তির পরই শুরু হচ্ছে ফ্রী বিশেষ প্রস্তুতি ক্লাস!গত ফ্রি সেমিনারে যারা অংশ নিয়েছেন বা ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন — এ...
08/06/2025

🎓 ভর্তির পরই শুরু হচ্ছে ফ্রী বিশেষ প্রস্তুতি ক্লাস!
গত ফ্রি সেমিনারে যারা অংশ নিয়েছেন বা ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন — এখনই সময় আপনার ভর্তি নিশ্চিত করার!
মূল ওয়েব ডিজাইন কোর্স শুরুর আগেই, আমরা আয়োজন করছি ৫ দিনের স্পেশাল ক্লাস — শুধুমাত্র ভর্তি নিশ্চিত শিক্ষার্থীদের জন্য।
📆 ১৪ - ১৮ জুন | বেসিক টু অলরাউন্ডার প্রস্তুতি ট্রেইনিং।
💻 যেখানে আপনি শিখবেন কম্পিউটার এবং ইন্টারনেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো —

যা আপনার ওয়েব ডিজাইন শেখার ভিত্তি গড়ে দেবে।
এই ক্লাসে যা থাকছে:
✅ কম্পিউটার ও ফাইল ম্যানেজমেন্ট
✅ ইন্টারনেট ও ব্রাউজিং টেকনিক
✅ গুগল টুলসের ব্যবহার, সার্চ ইঞ্জিন ব্যবহারের টেকনিক
✅ ওয়েব ডিজাইন শেখার প্রস্তুতিমূলক টার্ম ও টুলস
✅ ব্রাউজিং, ইমেইল, গুগল ড্রাইভসহ প্রয়োজনীয় টেক টুলস

🔒 এই ক্লাস শুধুমাত্র তাদের জন্য, যারা ২৩ জুন শুরু হতে যাওয়া ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি নিশ্চিত করবেন।

🎯 মূল ক্লাস শুরু: ২৩ জুন ২০২৫, দুপুর ২টায়।
📍 স্থান: বাঁশখালী কম্পিউটার একাডেমি, স্মার্ট প্লাজা(২য় তলা), নাপোড়া বাজার, বাঁশখালী, চট্টগ্রাম।
📞 ভর্তি ও বিস্তারিত: 01316-780150
🌐 www.banskhalica.com

📢 আসন সংখ্যা সীমিত! যারা সত্যিই শিখতে চান, তাদের জন্যই আমাদের এই প্রস্তুতি।
ফলো দিয়ে আমাদের নতুন পেইজে যুক্ত থাকুন: Banskhali Computer Academy - বাঁশখালী কম্পিউটার একাডেমি

02/06/2025

"ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো আজই! ভর্তি চলছে আমাদের কম্পিউটার একাডেমিতে – শেখো, গড়ো, এগিয়ে চলো!"
📍 আসন সীমিত, তাই দেরি না করে আজই জয়েন করো!
যোগাযোগঃ বাঁশখালী কম্পিউটার একাডেমি, নাপোড়া বাজার, স্মার্ট প্লাজা, বাঁশখালী, চট্টগ্রাম।
01316-780150

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন লাইভ!আপনাদের ভালোবাসা আর আগ্রহের জায়গা থেকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম —"বাঁশখালী কম্পিউটার এক...
26/05/2025

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন লাইভ!
আপনাদের ভালোবাসা আর আগ্রহের জায়গা থেকে আমরা এক ধাপ এগিয়ে গেলাম —
"বাঁশখালী কম্পিউটার একাডেমি"-এর অফিসিয়াল ওয়েবসাইট এখন অনলাইনে!
এখন থেকে আমাদের সকল কোর্স, সেমিনার, ভর্তি তথ্য, ক্লাস রুটিন, এবং আরও অনেক কিছু সহজেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে।
✅ কোর্স সম্পর্কে বিস্তারিত
✅ ফ্রি সেমিনার রেজিস্ট্রেশন
✅ ফটো গ্যালারি ও ছাত্রছাত্রীদের সাফল্য
✅ সরাসরি যোগাযোগ সুবিধা

ঘুরে আসুন এখনই:
🌐 https://banskhalica.com/
আমরা আপনাদের পাশে আছি — স্কিলড বাংলাদেশ গড়ার যাত্রায়।
শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুবান্ধবদের কাছে!

বাঁশখালী কম্পিউটার একাডেমি একটি আধুনিক আইটি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং স...

সম্মানিত এলাকাবাসী,আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।এসএসসি পরীক্ষার পরে ঘরে বসে না থেকে কম্পিউটার শিখে দক্ষতা অর্জন করুন।...
20/05/2025

সম্মানিত এলাকাবাসী,আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার।
এসএসসি পরীক্ষার পরে ঘরে বসে না থেকে কম্পিউটার শিখে দক্ষতা অর্জন করুন।
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান বাঁশখালী কম্পিউটার একাডেমি নিয়ে এসেছে:

★৩ মাস এবং ৬ মাস মেয়াদি কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স।

৩ মাসের কোর্সে যা যা শেখানো হবে:
১. কম্পিউটার ফান্ডামেন্টাল
২. মাইক্রোসফট ওয়ার্ড
৩. মাইক্রোসফট এক্সেল
৪. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
৫. ইন্টারনেট

৬ মাস মেয়াদি কোর্সে থাকছে এডভান্স কম্পিউটার অফিস এপ্লিকেশন বেসিক টু প্রো।

ভর্তি হতে প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. ছবি ১ কপি
২. এসএসসি পরীক্ষার এডমিট কার্ডের ফটোকপি
৩. জন্ম নিবন্ধনের ফটোকপি
৪. সচল মোবাইল নাম্বার

★ তাছাড়া যারা কম্পিউটার শিখে ফ্রীল্যাসিং করতে চান তাদের জন্য রয়েছে,
-> ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
-> গ্রাফিক্স ডিজাইন
★ যারা কম্পিউটার শিখে বিদেশ যেতে চান তাদের জন্য রয়েছে সন্ধ্যাকালীন ব্যাচ

আমাদের বিশেষ সুবিধা:

১. প্রতিজনের জন্য আলাদা আলাদা কম্পিউটার।
২.মাউস ও কি-বোর্ডে পর্যাপ্ত প্র্যাকটিস।
৩. অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ।
৪.সু-বিশাল ক্লাসরুম।
৫.সার্বক্ষণিক সিসি ক্যামেরা এবং WiFi দ্বারা নিয়ন্ত্রিত।
৬.কোর্স শেষে সরকারি সনদ প্রদান করা হয়।

তাই আর দেরি নয়! আজই যোগাযোগ করুন:
01316-780150 (call or whatsapp)

আপনার এলাকার সবচেয়ে আধুনিক এবং মানসম্মত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বাঁশখালী কম্পিউটার একাডেমি,
নাপোড়া বাজার, স্মার্ট প্লাজা (২য় তলা)।
বাঁশখালী কম্পিউটার একাডেমি – আপনার দক্ষতার সঙ্গী।

10/05/2025

হরিনাম করছেন- কৃষ্ণাদাসী সম্প্রদায়

😘🥰
06/05/2025

😘🥰

Address

Chittagong
4390

Alerts

Be the first to know and let us send you an email when Dev Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dev Creator:

Share