25/05/2025
সন্তান লালন-পালনে পিতা-মাতার করা তিনটি ভুল
১. অতিরিক্ত শাসন বা কড়াকড়ি আচরণ :
অনেক মা-বাবাই মনে করেন কঠোর শাসনই সন্তানকে "ভালো মানুষ" বানায়। কিন্তু অতিরিক্ত শাসন সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তাদের অভদ্র বা বেয়াদবে পরিণত করে তোলে এবং মা-বাবার সঙ্গে দূরত্ব সৃষ্টি করে।
২. অন্যের সঙ্গে তুলনা করা :
সন্তানকে অন্য ভাইবোন, বন্ধু বা আত্মীয়দের সঙ্গে তুলনা করা যে "দেখো, সে কত ভালো রেজাল্ট করেছে" বা বন্ধুদের সাথে তুলনা করা, বা পাশের বাসার কোন শিশুর সাথে তুলনা দেওয়া। এতে করে সন্তানের আত্মসম্মান ক্ষুন্ন করে এবং হীনমন্যতা তৈরি করতে পারে। এটি শিশুর নিজস্ব পরিচয় গঠনে বাধা দেয়।
বরং ব্যাপারটাকে এভাবে ও চাইলে করা যায় :
ভুল পদ্ধতি: "তোমার বন্ধু রাফি তো সবসময় A+ পায়, তুমি পারো না?"
সঠিক পদ্ধতি: ব্যক্তিগত উন্নতি দেখুন: "গতবারের চেয়ে এবার তোমার নম্বর বেড়েছে! এটা দারুণ!"
তার শক্তিগুলো চিহ্নিত করুন: "তুমি গণিতে ভালো, এবার বাংলায় একটু বেশি সময় দিলে আরও ভালো করবে। বা তুমি তো এটাতে অনেক ভালো ওটাতে আরেকটু মেহনত করলে তুমি পারবে।
৩. প্রয়োজনীয় সময় ও মনোযোগ না দেওয়া :
বেশিরভাগ ব্যস্ত মা-বাবা সন্তানের সঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে পারেন না। বা যেসব মা-বাবারা সারাদিন অফিস করেন, সন্ধ্যায় বাসায় ফিরেই নিজের ফোন বা ল্যাপটপ নিয়ে বসে যান। আর সন্তান নিজের মত সময় কাটায়। এতে সন্তানের মধ্যে একাকীত্ব, অবহেলিত হওয়ার অনুভূতি ও আচরণগত সমস্যা দেখা দিতে পারে। সন্তানকে সময় দিন। সন্তান, পরিবার অফলাইনের কাজে সুখ খুজুন দেখবেন জীবনটা কতটা প্রাণবন্ত। অনলাইনে একটার পর একটা ইস্যু আসবে যাবে। কিন্তু আপনার সন্তান, পরিবার একটা তাদের সাথে কিছু সুন্দর মুহুর্ত কাটাতে পারবেন। যেগুলো চাইলেও পরে পাবেন না।
আপনার ছেলে বা মেয়ে ওরা মায়ের গর্ভে আসা থেকে শুরু করে প্রতিটি ধাপ, প্রতিটি বেড়ে উঠা এগুলো একটু খেয়াল করুন। ছোট্ট বাচ্চাটার নির্মল হাসির কাছে দুনিয়ার কোন সুখই সুখ না। আমার ছোট্ট সন্তানের হাসির জন্য মনে হয় আমি সবকিছু বিসর্জন দিতে পারবো। এই সুখগুলো খুজেঁ নিন। সন্তানদের অবহেলায় একাকীত্বে বড় হতে দিয়েন না। যখন বুঝবেন তখন এই বোঁঝা আপনি নিতে পারবেন না।
゚viralfbreelsfypシ゚viral fans