25/03/2024
শুধু স্বাধীনতার জন্যে
মেহেরুন্নেছা চৌধুরী
স্বাধীনতা এ এক অমর শব্দ
বাঙ্গালীর হিয়ায় হিয়ায় জমানো
দূর্বিসহ বোধের অবাধ উপলব্ধ।
আইয়ুব-ইয়াহিয়ার কুচক্রী দুঃশাসনে
অন্যায় অনিয়মে গ্রাস করা
নিরীহ বাঙ্গালির আকুতি ভরা কণ্ঠ
বঙ্গ বন্ধুর জ্বালাময়ী ভাষণ,
অগ্নিঝরা মার্চের উত্তাল রাজপথ,
নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম,
দ্রোহে দ্রোহে অধীর জনতার অনস্থিত মনন।
শুধু স্বাধীনতার জন্যে।
শোষণ, শাসন, নিপীড়ন নয়!
অধিকার চায়! হ্যা, বাঁচার অধিকার!
নিজ জন্মভূমিতে বুক ফুলিয়ে বাঁচার অধিকার।
বিনিময়ে কি চাও? আছি দাঁড়িয়ে!
মুক্তি সেনা আমরা, বাংলার অবিকার নওজোয়ান।
প্রয়োজনে রক্ত নাও, মাংস নাও,
অঙ্গ নাও!
আরো নিবে? হ্যাঁ, মাথা নাও!
পারলে আমাদের প্রাণটা নাও!
শুধু, স্বাধীনতার জন্যে।
আমরা মিশে যেতে চায় স্বদেশের তরে।
যার এক বিন্দু বালি কণা ছাড়তে নই।
অঙ্গ - প্রত্যঙ্গগুলো পড়ে থাক দেশ মাতৃকার বুকে।
যুদ্ধ চলুক কুকুর, শকুন, কাক পক্ষীদের।
পঁচা মাংসের গন্ধ ছড়ুক দিক দিগন্তে।
কড়া রৌদ্রে মাংস শুকানো
অনাবৃত কংকাল হতে চায়
সুজলা সুফলা শস্য শ্যামল
শীতল, কোমল, আদৃত মায়ের
শুধু, স্বাধীনতার জন্যে!
হ্যাঁ, স্বাধীনতা! শুধু, তোমারই জন্যে।