Meher's Digital creates

Meher's Digital creates Meher is ready to give you full computer skill and freelancing service

👉 ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে আয় করতে চান অথচ সঠিক গাইডলাইন পাচ্ছেন না? ফ্রি সেমিনারে যুক্ত হয়ে জেনে নিন সঠিক নির্...
23/05/2024

👉 ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে আয় করতে চান অথচ সঠিক গাইডলাইন পাচ্ছেন না? ফ্রি সেমিনারে যুক্ত হয়ে জেনে নিন সঠিক নির্দেশনা এবং নিজেকে গড়ে তুলুন একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে।
👉 আর সেমিনারে সীট নির্ধারনের জন্য এক্ষুনি ইনবক্স করুন।

22/05/2024

#আপনি_কি_প্রবাসী....!🤔তাহলে এই সাজেশনটি আপনার জন্য...! 😊

👉 আমাদের প্রবাসী বাইয়েরা,সারাজীবন বিদেশে থেকে যাবেনা। একদিন না একদিন দেশে ফিরে আসে। কিন্তু কোনো দক্ষতা না থাকার কারণে অনেকেই দেশে এসে বেকারত্বের কারণে হতাশায় ভুগে।

👉 আর আপনি যদি প্রবাসী হোন তাহলে আমার এই মেসেজটি আপনার জন্য।
আপনার অবসর সময়টা অযথা অনলাইনে নষ্ট না করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে পারেন। আপনি সারাজীবন প্রবাসে থাকবেন না।

👉 আপনি এখনিই আপনার অবসর সময়টা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং শিখে বাসায় বসে বাড়তি ইনকাম করুন। বা ভবিষ্যতের জন্য একটা কাজের অপশন তৈরি রাখতে পারেন। যেনো আপনার কখনো বেকারত্বের হতাশায় ভুগতে না হয়।

👉আর আপনিও যদি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়ে থাকেন। তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ আমার ফ্রী সময় অনুযায়ী হেল্প করার চেষ্টা করবো। ✅

22/05/2024

★ SEO কী?
👉 SEO মানে হচ্ছে Search Engine Optimization.

★ SEO কেন করবেন?
👉 SEO আপনার ওয়েবসাইটে যত্নসহকারে লেখা কন্টেন্টটিকে Rank এ সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থানে নিয়ে আসবে। যাতে করে যে কেউ Search বারে আপনার কন্টেন্ট এর বিষয়বস্তু লিখে Search করলে আপনার কন্টেন্টি আগে আসবে।

25/03/2024

শুধু স্বাধীনতার জন্যে
মেহেরুন্নেছা চৌধুরী


স্বাধীনতা এ এক অমর শব্দ
বাঙ্গালীর হিয়ায় হিয়ায় জমানো
দূর্বিসহ বোধের অবাধ উপলব্ধ।
আইয়ুব-ইয়াহিয়ার কুচক্রী দুঃশাসনে
অন্যায় অনিয়মে গ্রাস করা
নিরীহ বাঙ্গালির আকুতি ভরা কণ্ঠ
বঙ্গ বন্ধুর জ্বালাময়ী ভাষণ,
অগ্নিঝরা মার্চের উত্তাল রাজপথ,
নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম,
দ্রোহে দ্রোহে অধীর জনতার অনস্থিত মনন।
শুধু স্বাধীনতার জন্যে।

শোষণ, শাসন, নিপীড়ন নয়!
অধিকার চায়! হ্যা, বাঁচার অধিকার!
নিজ জন্মভূমিতে বুক ফুলিয়ে বাঁচার অধিকার।
বিনিময়ে কি চাও? আছি দাঁড়িয়ে!
মুক্তি সেনা আমরা, বাংলার অবিকার নওজোয়ান।
প্রয়োজনে রক্ত নাও, মাংস নাও,
অঙ্গ নাও!
আরো নিবে? হ্যাঁ, মাথা নাও!
পারলে আমাদের প্রাণটা নাও!
শুধু, স্বাধীনতার জন্যে।

আমরা মিশে যেতে চায় স্বদেশের তরে।
যার এক বিন্দু বালি কণা ছাড়তে নই।
অঙ্গ - প্রত্যঙ্গগুলো পড়ে থাক দেশ মাতৃকার বুকে।
যুদ্ধ চলুক কুকুর, শকুন, কাক পক্ষীদের।
পঁচা মাংসের গন্ধ ছড়ুক দিক দিগন্তে।
কড়া রৌদ্রে মাংস শুকানো
অনাবৃত কংকাল হতে চায়
সুজলা সুফলা শস্য শ্যামল
শীতল, কোমল, আদৃত মায়ের
শুধু, স্বাধীনতার জন্যে!
হ্যাঁ, স্বাধীনতা! শুধু, তোমারই জন্যে।

ফ্রি সেমিনার আগামীকাল ০৯/০২/২০২৪ ইং তারিখে Success Biz Family এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেগা সেমিনার। উক্ত সেমি...
08/02/2024

ফ্রি সেমিনার

আগামীকাল ০৯/০২/২০২৪ ইং তারিখে Success Biz Family এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রি মেগা সেমিনার। উক্ত সেমিনারে ফ্রিল্যান্সিং এ আগ্রহী সকলের আমন্ত্রণ রইলো।ডিজিটাল মার্কেটিং এ সঠিক ধারণা পেতে ছোট্ট একটি ফরম পূরণ করে অংশ গ্রহণ করুণ ফ্রি সেমিনারে।

সেমিনারটি করতে ইনবক্স করুণ।

 #তথ্য_প্রযুক্তির_এই_যুগে_অনলাইনে_যার_দক্ষতা_যত_বেশি_সে_ক্যারিয়ারে_তথ_বেশি_এগিয়ে_আছে। তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন?🤔...
08/02/2024

#তথ্য_প্রযুক্তির_এই_যুগে_অনলাইনে_যার_দক্ষতা_যত_বেশি_সে_ক্যারিয়ারে_তথ_বেশি_এগিয়ে_আছে।

তাহলে আপনি কেনো পিছিয়ে থাকবেন?🤔
আপনার অবসর সময়টা অনলাইনে অযথা ব্যয় না করে। আপনার হাতের ফোনটাকে কাজে লাগিয়ে আপনিও অনলাইন'ভিত্তিক দক্ষতা অর্জন করতে পারেন, ফ্রিল্যান্সিং শিখার মাধ্যমে।👈

চাকরি থেকে একদিন না একদিন আপনাকে অবসর গ্রহণ করতে হবে। কিন্তু অনলাইন দক্ষতা থাকলে আপনি তখনও ঘরে বসে ইনকামের পাশাপাশি লাইফটাকে উপভোগ করতে পারবেন। বোরিং ফিল হবে না।✅

👉 আপনি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হলে আমাকে ইনবক্স করতে পারেন। ✅
আমি ফ্রি সময়ে আপনাকে ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। 💯😊

ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে আয় করতে চান অথচ সঠিক গাইডলাইন পাচ্ছেন না? ফ্রি সেমিনারে যুক্ত হয়ে জেনে নিন সঠিক নির্দে...
07/02/2024

ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইনে আয় করতে চান অথচ সঠিক গাইডলাইন পাচ্ছেন না? ফ্রি সেমিনারে যুক্ত হয়ে জেনে নিন সঠিক নির্দেশনা এবং নিজেকে গড়ে তুলুন একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে।

07/02/2024

কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত

লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাস জীবন শুরু করলেন। মাথার ঘাম পায়ে ফেলেও প্রবাস জীবনের এক মিনিটের নিশ্চয়তা পাচ্ছেন না। যে কোন মুহূর্তে আপনাকে খালি হাতে দেশে পাড়ি দিতে হতে পারে। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে হাতে কড়ি হিসেবে কোন কাজের স্কীল বা অভিজ্ঞতা না থাকলে আপনার ঠিকে থাকাটা অনেক কঠিন হয়ে পড়বে।

দৈনিক খাটাখাটুনির মধ্যে অবসর সময়টাকে কাজে লাগিয়ে অর্জন করুন কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। যা আপনার কঠিন সময়ে সঠিক অবলম্বন হিসেবে সাহায্য করবে।

আপনার এই অবলম্বন হতে পারে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং। আপনার হাতের দামী মুঠো ফোনটাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণ নিন ডিজিটাল মার্কেটিং এর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই হতে পারে আপনার একমাত্র সম্বল।

05/02/2024

নারীদের স্বাচ্ছন্দ ক্যারিয়ার

একজন মেয়ে প্রবল মনোবল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে যখন ঘরে ফিরে, দায়িত্ব পেয়ে সংসার নামের আরেক নতুন জীবনের। এই সংসার জীবনে তাকে পাড়ি দিতেই হয়। প্রায় দায়িত্ববান অভিভাবক মনে করেন এটাই মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া।

কিন্তু, এই প্রতিষ্ঠিত জীবনে কয়জনই বা সয়ংসম্পূর্ণ? কয়জনই বা পারে তার নিত্তনৈমিত্তিক চাহিদা মিটিয়ে স্বাচ্ছন্দ জীবন যাপন করতে? এই চরম ভাবাপন্ন হতাশাযুক্ত খিটখিটে জীবন অতিবাহিত করতে একজন শিক্ষিত নারী হাঁপিয়ে ওঠে।

পেছন ফিরে থাকাতেই হাহুতাশ আর দীর্ঘশ্বাসে ভরে উঠে মন। কেন এতো পরিশ্রম করলাম? কেন এতো খাটুনি? সংসার তো প্রত্যেক নারীই করে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো এতো খাটাখাটুনির কী দরকার ছিল? নিজের উপর তীরের মতো বিঁধতে থাকে এসব প্রশ্ন।

অতঃপর সে সাংসারিক কর্ম ব্যস্ততার ফাঁকে অবসর কাটানোর জন্য কিছু একটা খুঁজতে থাকে। তার জন্য সুখবর হলো ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং এর সহজ একটি কোর্স করেই একজন নারী পারেন সংসার জীবনের পাশাপাশি নিজের ক্যারিয়ার গঠন করতে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Meher's Digital creates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meher's Digital creates:

Share