23/07/2025
তিনি তার স্বামীকে শেষবারের মতো বললেন,আমার হাতটা একটু ধরো। স্বামী শক্ত করে হাতটা ধরলেন।
সম্পূর্ণ পুড়ে যাওয়া হাত দিয়ে স্বামীর হাতটা বুকে টেনে নিয়ে বললেন- “তোমার সাথে আমার আর দেখা হবে না!”
সত্যিই তাদের দুজনের আর দেখা হয়নি।মাহরিন চৌধুরি চলে গিয়েছেন নিজের ঠিকানায়। যাবার আগে জীবন দিয়ে ২০টি তাজা প্রাণের বেঁচে থাকার ওসিলা হয়ে রইলেন। এই মহীয়সী নারীকে মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুন।
#আশফিকানওশিন