28/11/2025
আগে মানেই কিন্তু সবসময় ভালো নয়।
তার বাচ্চা এক বছরেই হাঁটতে শিখেছে, আপনার বাচ্চা শিখেছে আঠারো মাসে—এতে আসলে কিছুই যায় আসে না।
তার বাচ্চা দুই বছরেই পটি-ট্রেইনড (potty-trained) হয়ে গেছে, আর আপনার বাচ্চার বয়স চার হওয়ার আগে হয়নি—তাতে কিছুই যায় আসে না।
তার বাচ্চা প্রিস্কুলে যাওয়ার আগেই সব অক্ষর আর সংখ্যা চিনে ফেলেছে, আর আপনার বাচ্চার প্রায় চার বছর বয়সের আগে ওসবে কোনো আগ্রহই ছিল না—তাতেও কিছুই যায় আসে না।
তার বাচ্চা তিন মাস বয়স থেকেই সারা রাত টানা ঘুমাতো, আর আপনার বাচ্চা দুই বছর বয়সের আগে সারা রাত টানা ঘুমাতো না—এতে সত্যিই কিছুই যায় আসে না।
কারণ জীবনের লম্বা দৌড়ে, আগে আগে সব বিকাশের ধাপ বা মাইলফলক পার করে ফেলার কোনো আলাদা মাহাত্ম্য নেই।
কারণ কোনো কলেজ প্রফেসর কখনোই জানতে চাইবেন না যে তার ছাত্ররা ঠিক কত বছর বয়সে একশ পর্যন্ত গুনতে শিখেছিল কিংবা নিজেদের নাম বানান করতে পারত।
আর কেউ জানতেও চাইবে না বা পরোয়াও করবে না যে, হার্ভার্ড গ্র্যাজুয়েট বা কোনো বড় কোম্পানির সিইও ছোটবেলায় চুষনি (pacifier) খেত কি না, কিংবা পাঁচ বছর বয়সের আগে পটি-ট্রেইনড হয়েছিল কি না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তানটি মানুষ হিসেবে কেমন,
সে কেমন ব্যক্তিত্ব নিয়ে বড় হচ্ছে,
এবং সে কতটা দয়ালু।
মনে রাখবেন, আগে মানেই সবসময় ভালো নয়।
এর মানে শুধুই 'আগে'। ❤️