চড়ুই ভাতি

চড়ুই ভাতি Alhamdulillah for everything new designs

শুভ সকাল
02/12/2025

শুভ সকাল

29/11/2025

আমাদের একটা ডিসেম্বর ছিল!
যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিলো না আর কোন রকম চিন্তা।
সেই ডিসেম্বর ভরা ছিলো খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া,
মনে হতো জীবনে আর কোন লক্ষ নেই জানুয়ারি পর্যন্ত।

কতো পাল্টে গেলো জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো।

আহা জীবন!!!

বাবা তো মেয়ের সুখ চায়, মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা বুঝতে পারে মেয়ে সু খে নেই, বাবা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে মেয়ের শশুর ...
29/11/2025

বাবা তো মেয়ের সুখ চায়, মেয়ে বিয়ে দেওয়ার পর বাবা বুঝতে পারে মেয়ে সু খে নেই, বাবা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে মেয়ের শশুর বাড়ি ঘরের জিনিস পাঠিয়ে দেয়, তবুও মেয়ে সুখে থাক, মেয়ের প্রতি বাবা'র ভালবাসা।❤️❤️❤️❤️

শুভ সন্ধ্যা।
29/11/2025

শুভ সন্ধ্যা।

28/11/2025

হ্যাপি বার্থডে টু মি।
🍰

আগে মানেই কিন্তু সবসময় ভালো নয়।তার বাচ্চা এক বছরেই হাঁটতে শিখেছে, আপনার বাচ্চা শিখেছে আঠারো মাসে—এতে আসলে কিছুই যায় আসে ...
28/11/2025

আগে মানেই কিন্তু সবসময় ভালো নয়।
তার বাচ্চা এক বছরেই হাঁটতে শিখেছে, আপনার বাচ্চা শিখেছে আঠারো মাসে—এতে আসলে কিছুই যায় আসে না।

তার বাচ্চা দুই বছরেই পটি-ট্রেইনড (potty-trained) হয়ে গেছে, আর আপনার বাচ্চার বয়স চার হওয়ার আগে হয়নি—তাতে কিছুই যায় আসে না।

তার বাচ্চা প্রিস্কুলে যাওয়ার আগেই সব অক্ষর আর সংখ্যা চিনে ফেলেছে, আর আপনার বাচ্চার প্রায় চার বছর বয়সের আগে ওসবে কোনো আগ্রহই ছিল না—তাতেও কিছুই যায় আসে না।

তার বাচ্চা তিন মাস বয়স থেকেই সারা রাত টানা ঘুমাতো, আর আপনার বাচ্চা দুই বছর বয়সের আগে সারা রাত টানা ঘুমাতো না—এতে সত্যিই কিছুই যায় আসে না।

কারণ জীবনের লম্বা দৌড়ে, আগে আগে সব বিকাশের ধাপ বা মাইলফলক পার করে ফেলার কোনো আলাদা মাহাত্ম্য নেই।

কারণ কোনো কলেজ প্রফেসর কখনোই জানতে চাইবেন না যে তার ছাত্ররা ঠিক কত বছর বয়সে একশ পর্যন্ত গুনতে শিখেছিল কিংবা নিজেদের নাম বানান করতে পারত।

আর কেউ জানতেও চাইবে না বা পরোয়াও করবে না যে, হার্ভার্ড গ্র্যাজুয়েট বা কোনো বড় কোম্পানির সিইও ছোটবেলায় চুষনি (pacifier) খেত কি না, কিংবা পাঁচ বছর বয়সের আগে পটি-ট্রেইনড হয়েছিল কি না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তানটি মানুষ হিসেবে কেমন,
সে কেমন ব্যক্তিত্ব নিয়ে বড় হচ্ছে,
এবং সে কতটা দয়ালু।
মনে রাখবেন, আগে মানেই সবসময় ভালো নয়।
এর মানে শুধুই 'আগে'। ❤️

হাজারো মেয়েদের মন ভে--ঙ্গে,,শারিকাকে ছ্যাকা দিয়ে রিয়েল লাইফে বিয়ে করে নিলো সিআইডি অফিসার অভিজিৎ😑😑
24/11/2025

হাজারো মেয়েদের মন ভে--ঙ্গে,,শারিকাকে ছ্যাকা দিয়ে রিয়েল লাইফে বিয়ে করে নিলো সিআইডি অফিসার অভিজিৎ😑😑

মাইগ্রেনের ব্যাথা কি যারা বোঝেন না এই ছবি তাদের জন্য।ব্যাথা চোখ থেকে ছড়িয়ে ঘাড় পর্যন্ত নামে। যারা ভাবেন ব্যাথা নিয়ে নাটক...
22/11/2025

মাইগ্রেনের ব্যাথা কি যারা বোঝেন না এই ছবি তাদের জন্য।
ব্যাথা চোখ থেকে ছড়িয়ে ঘাড় পর্যন্ত নামে। যারা ভাবেন ব্যাথা নিয়ে নাটক করে তারা ভালো করে দেখুন। টেনশন, গরম, পিরিয়ড, বাজে গন্ধ,রোদ, আলো, বৃষ্টি, খারাপ খবর বা কেউ খারাপ আচরণ করলে ব্যাথা শুরু হয়ে যায়।

মাঝে মাঝে এই ব্যাথা এক সপ্তাহ পর্যন্ত থাকে।

আর কারো যদি এর সাথে সাইনাস থাকে তাহলে তো কথা-ই নাই...

22/11/2025

কপালের কোন দোষ নেই
অতিরিক্ত আশা আকাঙ্ক্ষাই কপাল কে দোষারোপ করে

22/11/2025

যেভাবে সূরা ইখলাস পাঠ করলে ওই ঘরে কোন অভাব থাকবেনা।

21/11/2025

ভুমিকম্প।

19/11/2025

বিলাসিতার কোন শেষ আছে???

Address

Chittagong

Telephone

+8801303157238

Alerts

Be the first to know and let us send you an email when চড়ুই ভাতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চড়ুই ভাতি:

Share