Yafi's Mom

Yafi's Mom Digital Content Creator

জীবনেও এমনি করে আসতে থাকে....   কালো মেঘের ঘনঘটা ☁️🌧️☁️ #অলসদুপুর
21/10/2025

জীবনেও এমনি করে আসতে থাকে....
কালো মেঘের ঘনঘটা ☁️🌧️☁️

#অলসদুপুর

After...ঝগড়াঝাটি.... তারপরও... .👀"আমি"👀
19/10/2025

After...ঝগড়াঝাটি....
তারপরও...
.👀"আমি"👀


""মৃত মানুষ হারানোর চাইতে.......       জীবিত মানুষ হারিয়ে যাওয়ার...     " ব্যাথাটা খুব ভয়ংকর" #অলসদুপুর
19/10/2025

""মৃত মানুষ হারানোর চাইতে.......
জীবিত মানুষ হারিয়ে যাওয়ার...
" ব্যাথাটা খুব ভয়ংকর"

#অলসদুপুর

কি বানানোর Preparation  চলছে...❓❓
18/10/2025

কি বানানোর
Preparation চলছে...❓❓

মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় পাওয়া হল             "অনূভুতি"মানুষ হয়ে বেঁচে থাকার সবচেয়ে বড় ব্যথা হচ্ছে সেই              ...
17/10/2025

মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় পাওয়া হল
"অনূভুতি"
মানুষ হয়ে বেঁচে থাকার সবচেয়ে বড় ব্যথা হচ্ছে সেই
"অনুভূতিই"





16/10/2025

তুমি ভাবছ, আমি থাকবো অপেক্ষায়...🤔
কিন্তু অবহেলা শেখায়..
অপেক্ষার চেয়ে ভূলে যাওয়া সহজ 😷



   দের কার কার এমন অবস্থা চলছে..❓❓
16/10/2025


দের কার কার এমন অবস্থা চলছে..❓❓

My Sunshine  🌞🌞
15/10/2025

My
Sunshine 🌞🌞





আমি দৌড়াচ্ছি...অসমাপ্ত  এক                    "চাহিদার পেছনে"এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়...🌿😋🌿 #অলসদুপুর #শুভদুপুর  ...
15/10/2025

আমি দৌড়াচ্ছি...অসমাপ্ত এক
"চাহিদার পেছনে"
এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়...🌿😋🌿

#অলসদুপুর
#শুভদুপুর

Healthy food 🍽️🥚🥘🥗🍳🍽️   Healthy Life🌿
15/10/2025

Healthy food 🍽️🥚🥘🥗🍳🍽️
Healthy Life🌿





৩০ বছর বয়সটা ভীষণ অদ্ভুত। বেশিরভাগ মেয়েদেরই এসময়টায় বিয়ের ৩/৪ বছর সময় চলে। কারো কারো হয়তো একটা দুটো ছোট্ট ছানা..।...
21/04/2024

৩০ বছর বয়সটা ভীষণ অদ্ভুত। বেশিরভাগ মেয়েদেরই এসময়টায় বিয়ের ৩/৪ বছর সময় চলে। কারো কারো হয়তো একটা দুটো ছোট্ট ছানা..। হয়তো তখনো কারো সংসারের মায়া ধাঁধায় আটকে পড়া হয়নি। তবুও হটাৎ করেই আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মত অনেক ক্ষন তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না!
এই বয়স টা ভীষণ একলা! ভীষণ হিসেবী। ১৮'র তরুনীর মত চাইলেই দুচোখ ভরে কাজল পড়ে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না । লোকে ন্যাকামি বলে। ৪০'র মত সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমনি হওয়া যায় না! লোকে জ্যাঠামি বলে।
ত্রিশ বয়সটা ভীষণ অভিমানী। হটাৎ করেই মনে হয় আগের সেই উথাল পাথাল প্রেম গুলো আর নেই। প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা।
ত্রিশ ছুঁয়ে যাওয়া এই বয়সটা বিষণ্ণ। একটা ভীষন চঞ্চল পাখি খাঁচায় বন্ধী হবার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকেই ভালবেসে ফেলার মত বিষণ্ণ!
............ collected.....🌻🌻

20/04/2024

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না।

তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না।

তার জন্য আলাদা খাবারের পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না।

কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে.......

কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে.....

এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না,
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে
সংগৃহীত"

Address

Chittagong
4213

Alerts

Be the first to know and let us send you an email when Yafi's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share